আগেই বলেছিলাম, FL Studio হলো এমন একটা সফটওয়্যার যা শুধুমাত্র কয়েকটা ইন্সট্রুমেন্টেই সীমাবদ্ধ নয়। বাইরে থেকে আমরা আরো বাদ্যযন্ত্র যোগ করতে পারি। যেমনঃ FL Studio তে কিন্তু ভালো কোনো গিটার নেই। এই গিটার যদি যুক্ত করতে চান তাহলে আপনাকে বাইরে থেকেই যোগ করতে হবে। আজ শিখাবো কিভাবে বাইরে থেকে বাদ্যযন্ত্র তথা VST যোগ করবেন। শুরু করি তাহলে: অনলাইনে বিভিন্ন সাইট আছে যেগুলো ফ্রি-তেই VST সরবরাহ করে থাকে। এসকল সাইট থেকে আমরা VST ডাউনলোড করে সেটা FL Studio-তে বসাতে পারি। এই VST সাধারণত দুইরকম হয়ে থাকে। একটা হলো Application File (.exe, .msi) যেগুলো অন্যান্য সফটওয়্যারের মতো ইন্সটল দিতে হয়। আর আরেকটা আছে .dll ফাইল যেগুলো ইন্সটল দিতে হয় না। এগুলো ইন্সটলেশন ডিরেক্টরিতে অর্থাৎ যে ড্রাইভে FL Studio সেটআপ দিয়েছেন সেখানে C:\Program Files\Image-Line\FL Studio 11\Plugins\VST এই ফোল্ডারে রাখতে হয়। আসুন প্র্যাক্টিক্যালি দেখি। ১। প্রথমেই http://www.dskmusic.com এই সাইটে যান। নিচেই DSK Dynamic Guitar নামের একটা VST দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। ২। এরপর আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী একটা VST ডাউনলোড করুন। ZIP আকারে ডাউনলোড হবে। ৩। ডাউনলোড হয়ে গেলে ZIP থেকে তা Extract করুন। দেখবেন চিত্রের মতো কিছু ফাইল বিশিষ্ট একটা ফোল্ডার পাবেন। ৪। এবার নতুন যে ফোল্ডারটি পেলেন তা Copy করুন। ৫। এখন সেই ফোল্ডারটি C ড্রাইভে FL Studio ইন্সটল দিয়ে থাকলে C:\Program Files\Image-Line\FL Studio 11\Plugins\VST এই ফোল্ডারে গিয়ে Paste করুন। ৬। এবার FL Studio ওপেন করুন। ৭। এখন CHANNELS> Add one> More… এ যান। নিচের মতো দেখতে পাবেন। ৮। Refresh থেকে Fast Scan করুন। ৯। দেখবেন চিত্রের মতো নিচে 1 new plugin was found বার্তাবিশিষ্ট একটা ম্যাসেজ পাবেন। আর সেইসাথে নতুন plugin টা লাল রঙে শো করবে। ব্যবহার করতে চাইলে ওটা মার্ক করুন। (F চিহ্নবিশিষ্ট) ১০। এবার CHANNELS> Add one –এ গেলে নতুন VST Plugin টা আপনি দেখতে পাবেন। ১১। সেখানে ক্লিক করলে VST টা ওপেন হবে। এভাবে আপনারা বিভিন্ন VST FL Studio তে যোগ করতে পারেন।
১। যেসকল VST সেটআপ দিতে হয় সেগুলো ইন্সটল দেবার পর সেই ইন্সটলেশন ফোল্ডারে যাবেন। এবং .dll ফাইলটা খুঁজে বের করে C:\Program Files\Image-Line\FL Studio 11\Plugins\VST ফোল্ডারে Paste করে উপরের নিয়ম অনুযায়ী Scan করবেন। তাহলেই কেবল সেসব VST ব্যবহার করতে পারবেন। কেননা সফটওয়্যারের মতো সেটআপ দিলে বেশিরভাগ VST-ই FL Studio’র ডিরেক্টরিতে অন্তর্ভুক্ত হয়না। সেটা আপনাকে ম্যানুয়ালিই করতে হবে। এটা বললাম এই কারণে যে অনেকেই অভিযোগ করেন যে VST ইন্সটল দিয়েছেন কিন্তু কাজ করছে না। ২। যেসব VST-গুলো Mixer-এ ব্যবহার করতে হবে। সেগুলো Mixer এর ডানপাশের ড্রপডাউন মেনু থেকে একইভাবে More-এ গিয়ে Scan করে, মার্ক করে ব্যবহার করবেন। ৩। জানি ভাবছেন যে ফ্রি VST ডাউনলোডের কিছু সাইট দিলে ভালো হতো। তাই নয় কি? জ্বি। আমার মনে আছে। নিচের সাইটগুলো থেকে ফ্রি তে VST ডাউলোড করতে পারবেন। http://www.dskmusic.com/ http://vst4you.com/ http://www.vst4free.com/ http://www.vstplanet.com/ http://www.megavst.com/ http://www.vstwarehouse.com/ http://www.best-free-vst.com/ http://www.freesoundeditor.com/ http://www.studiotoolz.net/ http://www.acoustica.com/ http://www.freemusiciansresource.com/ http://www.superdrumfx.com/ http://www.pluginboutique.com/ আজ আর নয়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
Tnx Vai 🙂 Aibar bujhte parlam keno amr VST install hoyeo kaj kortesilo na. Carry on Bro.