আসসালামু আলাইকুম।আশা করি টেকটিউনস পরিবারের সবাই আল্লাহ্র রহমতে ভালোই আছেন। বন্ধুগণ, আপনারা যারা কম্পিউটার ব্যাবহার করেন তারা অনেকেই KM Player ব্যাবহার করেন। কম্পিউটার ব্যাবহার করেন অথচ KM Player ব্যাবহার করেন না, এরকম লোক খুব কম এ আছে। যাইহোক, যারা ব্যাবহার করেন তারা নিশ্চয় KM Player এর বিরক্তিকর অ্যাড এর যন্ত্রণায় ভুগতেছেন।
আজকে আমি দেখাবো কিভাবে এই বিরক্তিকর অ্যাড বন্ধ করতে হয়।
প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এ যাবেন। জানি অনেকেই এই ব্রাউজার টি ব্যাবহার করেন না। তবে এটা আপনার কম্পিউটার এ ইন্সটল করা আছে। খুঁজে না পেলে স্টার্ট মেন্যু তে গিয়ে সার্চ দিবেন। ব্রাউজার এর ডান দিকে টুলস এ ক্লিক করেন। একদম নিচে ইন্টারনেট অপশন এ ক্লিক করবেন।
সেখান থেকে সিকিউরিটি ট্যাব এ ক্লিক করে এ ক্লিক করবেন। তারপর একটি বক্স আসবে। সেখানে লিখবেন player.kmpmedia.net লিখে Add এ ক্লিক করে দিবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিছি।
এখানেই কাজ শেষ। এইবার আরামসে ব্যাবহার করুন ।।
এখন দেখুন আর অ্যাড দেখাচ্ছে না।।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।
আমি নূর মোহাম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ভার্সনগুলোতে Update বন্ধ করার কোন অপশন খুঁজে পাই না, kindly কেউ একটু বলবেন এই আপডেট কিভাবে বন্ধ করা যায় ; নোটিফিকেশনের জ্বালায় মেজাজ খারাপ হয়ে যায় । KM PLAYER অন করলেই এইসব আসে ।