FL Studio টিউটোরিয়াল [পর্ব-১০] :: রেকর্ডিং টিউটোরিয়াল

FL Studio টিউটোরিয়াল

স্বাগতম দশম টিউটোরিয়ালে। কিছু কথা বলে নিই। আপনারা বলেন যে ভিডিও টিউটোরিয়াল দিতে। যতটুকু পারি দিই। কিন্তু বেশি বড় করতে গেলে দেখা যায় বিদ্যুৎ সমস্যার জন্য আপলোড করতে পারছি না। তাইআর আগ্রহ থাকেনা। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাই আপনাদের বোঝাতে। বাদবাকী শুধু আপনাদের আগ্রহ আর প্রচেষ্টা।

আর একটা গানের নোট আপনাদের শিখিয়ে দিলাম বলে আপনি যে সব গানেরই নোট বের করতে পারবেন, তা তো না। তাই আপনাকে সহজ কিছু গানের নোট বাজিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নতুন হন তাহলে কোনোভাবেই একদিনে এভাবে নোট বের করতে পারবেন না। আমি পিয়ানো টিউটোরিয়ালে যতটুকু পেরেছি চেষ্টা করে গেছি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে। আর আমার মনে হয় অনলাইনের এর চেয়ে বেশি ভাল করে বোঝানো সম্ভব না।  তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো শিক্ষকের কাছে হারমোনিয়াম বাজানো শেখেন। আর তা FL Studio’তে প্র্যাকটিস করেন। আর ভেবেছিলাম যে পূর্ণাঙ্গ গান কমপ্লিট করবো। কিন্তু তা করতে গেলে শুধু না বোঝার উপরই শেখা হবে। তাই ভাবলাম আপনাদের আরো কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া দরকার। তাই আপনাদের আজ শিখাবো কিভাবে রেকর্ড করতে হয়।
আসলে রেকর্ডিংয়েও একটা কথা আছে। আমি তো থাকি কোলাহলপূর্ণ এলাকায়। আর মাইক্রোফোনও তেমন উন্নত না। বছর তিনেক আগে ২৭০/= টাকা দিয়ে কিনেছিলাম। বেশ ভালোই রেকর্ড হতো যদি বাড়িটা রাস্তার পাশে না হতো। নয়েজ কমাতে গিয়ে দেখা যায় গানের কোয়ালিটিরও বারোটা বেজেছে। তাই অন্য কোনো অডিও ইডিটর দিয়েই প্রথমে রেকর্ড করি। পরে তা FL এ বসাই। তবে হ্যাঁ গাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে FL এর Playlist চালু করে
রেকর্ড করি। 
WinXP এর ক্ষেত্রে প্রথমে আপনাকে Start> Control Panel> Sound & Audio Devices এর Audio ট্যাবের Sound Recording  এর Volume টা সর্বোচ্চ করে রেকর্ড করবেন।
এরপর Recording Comtrol বক্সের Option থেকে Properties-এ যাবেনসেখানে Recording অপশনের নিচে Sterio Mix ব্যতীত সবগুলোতে টিক দিয়ে ওকে করবেন।
আর Win7 এর ক্ষেত্রেও একই কথা। Control Panel-এ ভলিউমের অপশনে একটু খুঁজলেই পেয়ে যাবেন। আর যদি সফটওয়্যারটি ব্যবহার করুন। না পান তাহলে সরাসরি Magic Audio Editor যেটার লিংক প্রথম টিউটোরিয়ালে পাবেন বা Jet Audio হলো Freeware একটা সফটওয়্যার। Jet Audio নিচ থেকে ডাউনলোড করুন।
Magic Audio Editor এর ক্ষেত্রে প্রথমে New এ গিয়ে নিচের মতো করে ঠিক করুন।
এরপর Record অপশনে গিয়ে নিচের মতো করে সেটিং করে নিন। এরপর বক্সের রেকর্ডে চাপ দিলে
রেকর্ড শুরু হবে।
রেকর্ডের সাউন্ড যদি কম মনে হয় তাহলে উপরে দেখুন Amplify লেখা আছে। ওটাতে ক্লিক করে সাউন্ড ১০০০ গুণ পর্যন্ত বাড়াতে পারেন। তবে দেখবেন যেন কোনোক্রমেই সাউন্ডের গ্রাফিক্যাল ওয়েভ অর্থাৎ ঢেউগুলো দুই পাশ অতিক্রম করে না যায়। কেননা তাহলে সাউন্ড এত বেশি হয়ে যাবে যে ভাল শোনাবে না। আর যদি এটি দিয়ে রেকর্ড করতে না পারেন তাহলে Jet Audio নিন। ওপেন করলে খুব সুন্দর একটা R লেখা দেখতে পাবেন। ওখানে চাপ দিলেই রেকর্ডিং শুরু হবে। 
 
আর রেকর্ডিং শেষ হলে তা ডিফল্ট আউটপুট সাধারণত My Documents .wav ফরম্যাটে সেভ হবে। আপনি এই wav ফাইলটা Magic Audio Editor দিয়ে সাউন্ড বাড়িয়ে (Amplify করে)mp3 আকারে সেভ করতে পারেন।
এরপর আসল কাজ। FL Studio-তে সাউন্ডটা বসানো। যেখানে Pattern গুলো সাজিয়ে মিউজিক তৈরি করেছেন অর্থাৎ Playlist-এ সেই mp3 ফাইলটি ড্রাগ করে এনে ছেড়ে দিন। এক্ষেত্রে SNAP সবসময় None  করে রাখবেন। তাহলে দেখবেন যে অডিওটি খুব সহজভাবে মিউজিকের সাথে সঠিক জায়গায় বসাতে পারবেন।তারপর প্রয়োজনীয় ইফেক্টগুলো বসিয়ে mp3 আকারে Export  করে নেবেন। সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।
 https://www.youtube.com/watch?v=6Mc5nV5Gfxc
ধন্যবাদ সবাইকে। (ধন্যবাদটা ছোট হয়ে গেল)।

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কেউ হেল্প করেন । টেকটিউনে কেমনে লিঙ্ক দিব । লিঙ্ক দিলে দেখা যায় না । প্লিস হেল্প করেন… pc থেকে tray kori

    @ফুজায়েল জিবন: যেই লেখাকে লিঙ্ক করতে চান সেই লেখা সিলেক্ট করে উপরে লিংক অপশন পাবেন (শিকল চিহ্নবিশিষ্ট) তারপর ওখানে Address এর লিংক দেবার বক্সে লিংকটি বসিয়ে ওকে করুন। হয়ে যাবে।