কেমন আছেন সবাই? ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৯ নম্বর টিউটোরিয়ালটি। শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আমরা একটা গান কমপ্লিট করার চেষ্টা করব। দেখি আজ ভিডিও ছাড়াই চেষ্টা করব শিখানোর। শুরু করি তাহলে-
- FL Studio ওপেন করুন।
- View> Plugin Picker (Ctrl+F8) থেকে FPC টেনে নিয়ে আসুন।
- Fpc Polka 10 এর ডানপাশের অ্যারোটি চেপে Fpc Ambient Groove 01 এ নিয়ে আসুন।
- TEMPO 80 BPM করুন।
- View> Plugin Picker (Ctrl+F8) থেকে এবার FL Keys টেনে নিয়ে আসুন।
- FL Keys এর Decay এর বাটনটি ঘুরিয়ে সবার ডানে নিয়ে যান। কয়েকবার চেষ্টা করলে পরিবর্তনটা বুঝতে পারবেন।
- View> Plugin Picker (Ctrl+F8) থেকে এবার Sytrus টেনে নিয়ে আসুন।
- Sytrus এর Presets থেকে Octaver Orchestra সিলেক্ট করুন।
- F5 এ চেপে Playlist চালু করুন।
- উপরে একদম বামেপাশ ঘেঁষে Pattern1 বসান।
- এবার লাল রং থাকা অবস্থায় Ctrl+B চাপতে থাকুন গানটার দৈর্ঘ্য যতক্ষণ চান।
- SONG এর সবুজ বাতি
জ্বালিয়ে বাজাতে থাকুন। দেখবেন শুধু ড্রামই বাজছে যতদূর পর্যন্ত Ctrl+B চেপেছিলেন। - এবার নিউমেরিক কিবোর্ডের লম্বা-প্লাস (+) বাটনে চাপুন অথবা Pattern-এ থাকা অবস্থায় F4 এ চেপে নতুন Pattern অর্থাৎ Pattern2 তে যান।
- SNAP এ ½ Step রাখুন।
- এবার Octaver Orchestra-এর Piano Roll-এ গিয়ে উপরের কালো বারের 1-3 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান। পারবেন।
- 3-5 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।
- 5-7 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।
- 7-9 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।
- এখন উপরের সিলেক্ট কী চেপে 1-3 পর্যন্ত জায়গা সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করে সবার ডানে উইন্ডো সরিয়ে Ctrl+V চেপে সবার ডানে পেস্ট করুন। যদি সমস্যা হয় তো নিজেই
প্রথমকার নোটগুলো স্থাপন করুন। মোটকথা 1-3 পর্যন্ত স্থানের নোটগুলো 9-11 পর্যন্ত
স্থানটিতে বসান। - এবার আবার Playlist এ যান। Track2 ঘেঁষে Pattern2 বসান।
- এবার বাজান। শুনলেন তো। ব্যস।
ওকে এবার আমরা কর্ড বসাবো। আসলে কর্ড জিনিসটা হলো গানের সুরের সাথে সামঞ্জস্যপূর্ণ একাধিক নোটের মিলিত সুর। এটা প্র্যাকটিসে প্র্যাকটিসে বুঝতে পারবেন। তবে গত পর্বের টিউটোরিয়ালটা পড়ে থাকলে এ বিষয়ে কিছুটা হলেও জ্ঞান থাকবার কথা।
- Pattern2 তেই FL Keys এর Piano Roll ওপেন করুন। নিচের চিত্রের মতো করে কালো বারের 1-11 পর্যন্ত নোট বসান। এরপর বাজান। দেখবেন সাউন্ডটা আরো বেশি শ্রুতি মধুর হয়েছে।
- আরো বৈচিত্র আনতে হলে নিচের মতো করে কর্ডগুলো বসান। তারপর স্পেসবার চেপে বাজান।
- আরো একটা কাজ করুন। FL Keys এর উপর ডান বাটন চেপে Clone করুন। দেখবেন আরো একটা FL Keys #2 নামেনিচে এসে গেছে।
- এবার FL Keys #2 এর Piano Roll ওপেন করুন। আর নিচের চিত্রের মতো উপরের কালো বারের 5 এর আগ থেকে 9 পর্যন্ত বসান।
class="separator" style="clear: both; text-align: center;">
এবার বাজান। কেমন? এবার এটা যদি mp3 আকারে আপনার
পিসিতে রাখতে চান তাহলে File> Export> MP3 file এ গিয়ে সেভ করুন অথবা সংক্ষেপে Shift+Ctrl+R চেপে সেভ সিলেকশান দিয়ে Start অপশনটিতে চাপুন। কয়েক সেকেন্ডের ভিতরেই দেখবেন Rendering হয়ে তা mp3 আকারে সেভ হয়ে গেছে।
আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর গানটা কী ছিল এটাও জানাবেন। তাহলে আমি বুঝতে পারব আপনারা পেরেছেন।
ধন্যবাদ সবাইকে।
Me on Facebook>>
FL Studio Group>>
Youtube Channel>>
বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।
ধন্যবাদ ভাই, ভাল লাগলো । কিন্তু ভাই FL Studio সফট্ টা পাব কোথায় ? এটা না পেলে তো আপনার মূল্যবান টিউনটাই অসাড় । আশা করছি সেটা পাওয়ার ব্যবস্থা করবেন ।