FL Studio টিউটোরিয়াল [পর্ব-০৭] :: Mixer Tutorial+ভিডিও টিউটোরিয়াল+The Salvation (2014) মুভির বাংলা সাবটাইটেল

FL Studio টিউটোরিয়াল

কেমন আছেন সবাই? টেকটিউনস বন্ধ থাকাতে আর
আমিও ভর্তি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে খুবই কমই কি-বোর্ডের সাথে সাক্ষাৎ
হয়েছে। আর আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছি।
যাইহোক আবারও ফিরে এলাম আমাদের জন্য ৭ নম্বর টিউটোরিয়াল
নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় হলো
Mixer.

আসলে একটা গানের শুধু মিউজিক আর ভোকাল দিয়ে
গান গাইলেই গান হয়ে যায় না। গানের বিভিন্ন অংশে কিছু ইফেক্ট প্রয়োগ করতে হয়। আজ
আমরা সেরকমই কিছু শিখব। তাহলে আসুন শুরু করা যাক।
Mixer এ মূলত আমরা আমাদের ভোকালের কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করব। কারণ, গানের
কিছু ক্ষেত্রে একটু ইফেক্ট যোগ না করলে গানটা অতটা শ্রুতিমধুর হয় না।
আবার এই Mixer-এর সাহায্যে আপনারা
আরো একটা কাজ করতে পারেন। প্রচার রেকর্ডিং ইফেক্টও যোগ করতে পারেন। যেমনঃ
 
  • নতুন কোনো বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির
    জন্য মাইকের মাধ্যমে প্রচারণা।
     
  • কোনো কোচিং সেন্টারে ভর্তির জন্য প্রচারণা। 
  • গবাদি পশু জবাই ও মাংস বিক্রির জন্য
    প্রচারণা।
     
  • গ্রামাঞ্চলে মেলা উপলক্ষে প্রচারণা।
এরকম বহুকাজের জন্য Mixer ব্যবহার করতে
পারেন।
আপনারা প্রথমে যেকোন গানের সাহায্যে শুরু
করতে পারেন।
নিচের ধাপগুলি অনুসরণ করুন।
  • FL Studio
    সফটওয়্যারটি চালু করুন।
  • F5 এ চাপ দিয়ে Playlist চালু করুন। 
  • এবার যেকোন একটা অডিও ফাইল এনে Playlist-এ ছেড়ে দিন।
  • এবার F9 এ চাপ দিয়ে Mixer চালু করুন। 
  • এর ডানপাশে দেখতে পাবেন কিছু ক্রমিক নাম্বার
    দেয়া আছে। এখান থেকে আপনাকে ইফেক্টগুলো সিলেক্ট করতে হবে।
     
  • ধরা যাক 1 লেখা অংশের বামপাশের
    ড্রপডাউন মেনু থেকে আমরা
    Select
    থেকে Fruity
    Parametric EQ 2 সিলেক্ট করলাম। 

  • এবার Fruity Parametric EQ 2 এর Presets থেকে অর্থাৎ যেটা কিনা উপর ডানপাশে বাম-ডান চিহ্নের উপর মাউসের রাইট বাটনে
    চাপ দিলেও ওপেন হবে, সেখান থেকে
    Radio
    সিলেক্ট করুন। এখন দেখবেন গানটা পুরোনো রেডিওর মতো
    শোনাচ্ছে।
     

 

  • এবার যদি আপনি Old Telephone সিলেক্ট করেন তাহলে গানটা চালু করলে দেখবেন যে পুরোনো দিনের টেলিফোনের মতো
    সাউন্ড হচ্ছে। এভাবে আপনার মনমতো ইফেক্ট আপনি
    Mixer-এ অন্তর্ভুক্ত করতে
    পারেন।
আমার নিয়মিত ব্যবহৃত কিছু ইফেক্ট Fruity Reverb, Fruity Flanger, Fruity Delay,
Fruity Parametric ইত্যাদি। আপনারা আপনাদের প্রয়োজনে সবগুলো
ইফেক্টই দেখবেন। আর তার
Presets
গুলোও অবশ্যই দেখবেন। তারপর সেখান থেকে বাছাই করে
ব্যবহার করতে পারেন।
 
ভাবছেন যে আমি যদি কিছু অংশে এরকম ইফেক্ট
তৈরি করতে চাই তাহলে কি করব। হ্যাঁ সেটাও শিখিয়ে দিচ্ছি। এরজন্য আপনাকে যা যা করতে
হবে-
  • ইফেক্টটা সিলেক্ট করুন। এবার Mixer-এর ঐ ইফেক্টের
    ডান পাশে দেখবেন যে একটা সবুজ বাতি আর একটি চাকা আছে।
    চাকার উপর মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক
    করুন। 
  • সেখান থেকে Create
    automation clip এ ক্লিক করুন। তাহলে Playlist-এ দেখবেন যে একটা লাইন যোগ হয়েছে যা মাউস দিয়ে ইডিট করা যায়। এই ইডিট করার
    কৌশলটা আপনারা একটু ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন।

 

 

এবার হয়তো বুঝে গেছেন যে কিভাবে কাজ করবেন। কোনো সমস্যা হলে জানাবেন।
আজকের মতো এ পর্যন্তই। আজ শেষ করবো একটা
মজার অডিও আর আমার কর্কশ কন্ঠের একটা গান দিয়ে।
FL Studio
দিয়েই তৈরি করা।
ভালো থাকবেন সবাই। কোনো সমস্যা হলে অবশ্যই ফেসবুকে জানাবেন। ধন্যবাদ।

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটাই তো খুঁজতেসিলাম, মেনি মেনি থ্যাঙ্কস! এবং কংগ্রেচুলেশন!
রেকর্ডিং নিয়ে কবে টিউন করবেন ভাই। Eagerly waiting for that…..

ধন্যবাদ ভালো ভালো জিনিস আমাদের উপহার দেবার জন্য। 🙂

থ্যাংকস । fl studio তে কাজ করে খুব মজা লাগে । চালিয়ে যান ।

congratulations! চান্স পাইলেন তো মিস্টি কই ?

    ধন্যবাদ ভাই। আসলে ভার্চুয়ালভাবে তো বাস্তব মিষ্টি বিতরণ সম্ভব না। তাই দিই নি।

বাস্তবে কে খাইতে চাইসে ! আপনি ভার্চুয়ালই খাওয়ান ! 😀

Level 0

accha vocal a effect deoar kono tune ki hobe bro

Level 3

If u need any suggestion about Civil Engineering, I may help u. Bcoz I m also on this profession. I think u got the wrong choice of discipline.
By the way all Ur posts were awesome. U should continue it. I m going to be a serious fan of ur tunes.

    @d_Shuvro: ধন্যবাদ শুভ্র ভাই। আসলে আমার আগে থেকেই ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্সে পড়ার। প্রথমবার জাবি’র ভর্তি পরীক্ষাতে CSE তে ভাইভা দিতে গিয়ে দেখি এক ছেলে CSE-তে ভর্তি হয়েছে। জানতে এসেছে যে ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে। আমি তাকে বললাম যে এটা তো ওয়েবসাইটেই সুন্দরভাবে আপলোড করা আছে। ওখানে দেখলেই পারতে। তখন সে আমাকে বলল,”Upload যেন কী!”
    ঐ ঘটনার পর বুঝলাম যে আমার দ্বারা CSE পাওয়া সম্ভব না। CSE অনভিজ্ঞ যারা কেবল ১০০ মার্কের পরীক্ষায় বেশি মার্ক তুলতে পারে CSE কেবল তাদের জন্য। বাবা অতো বড়লোকও নন যে প্রাইভেটে CSE তে পড়াবে।
    প্রথমবার শুধু CSE’এর ইউনিটগুলোতে পরীক্ষা দিয়েছিলাম। সবকিছু দেখার পর বুঝলাম এটা হবেনা। তাই ভাগ্যের উপর ছেড়ে দিলাম। শেষ পর্যন্ত দেখলাম রাবি’তে সাইকোলজি পড়ার বদলে হাবিপ্রবি’তে সিভিল পড়াই বেটার।
    আবারো ধন্যবাদ আপনাকে।

    @d_Shuvro: আর আমাদের দেশের শিক্ষাব্যবস্থাটা এমন যে কারো ইচ্ছাধীন সাবজেক্টে পড়ার সুযোগ একেবারেই নেই।

Level 3

তোমার গুছানো লেখা আমাকে আবারো মুগ্ধ করল। Best of Luck for studying in HSTU. Plz feel free to contract if u need.
E-mail:[email protected]
M Phone:01730-782772

    @d_Shuvro: ধন্যবাদ শুভ্র ভাই। অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। কারণ, আমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছি আপনি সে বিষয়ের একজন এক্সপার্ট। সামনে মাস থেকে ক্লাস। দোয়া করবেন আমার জন্য।

ভাই এত জটিল লাগে ক্যান???
ক্যামনে শিখছেন এই জিনিস !!!