FL Studio টিউটোরিয়াল [পর্ব-০৪] :: ‘তাল’ শিখুন।

FL Studio টিউটোরিয়াল

পরীক্ষাটা শেষ করে আবার আপনাদের জন্য লিখতে বসলাম। তবে কিছু কথা বলে নিই। আমার টিউটোরিয়ালগুলো শুধুমাত্র যারা FL Studioর কাজ শুরু করবেন তাদের জন্য। ধীরে ধীরে আপনাদের এ বিষয়ে দক্ষ করে তোলা হবে। আপনারা হয়তো লক্ষও করেছেন আমি কিন্তু কেবলমাত্র একরকম গাঠনিকভাবে, শুধুমাত্র সহজে কাজগুলো করতে পারবেন তার একটা নমুনা দিচ্ছি। আপনারা যা শিখবেন একদম সঙ্গীতের নিয়মমাফিক শিখবেন। আর যা তৈরি করবেন, সব নিজেই তৈরি করবেন। কারণ, নিজে তৈরি করার মধ্যে আনন্দটাই
আলাদা। আর পরে এর মাঝেও অনেক কাজ শিখাব যা দ্বারা আপনি আপনার তৈরি মিউজিককে আরো
সুন্দর করে তুলতে পারেন। একটা গানের শুধুমাত্র মিউজিক থাকলো (কারাওকে), আর আপনি
গাইলেন। সেক্ষেত্রে আপনার আনন্দ বেশি হবে নাকি আপনি যদি নিজেই একটা গানের পুরো
মিউজিক তৈরি করতে পারেন সেক্ষেত্রে আনন্দ বেশি হবে? 
ছোটবেলায় পড়ে এসেছেন মনে নেই? নিজ হাতে গড়া মোর, কাঁচা ঘর খাসা। এক্ষেত্রে আপনি সঙ্গীত সম্পর্কে জেনেই তৈরি করতে পারবেন। তাই একদিকে শেখাও হবে আরেকদিকে গানও তৈরি হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা নিয়মমাফিক শিখুন। আর অনেকে পিয়ানো বাজাতে পারেন না। শুধুমাত্র পিয়ানো বাজানোর জন্য আলাদা একটা টিউন করব। একটু সময় নিয়ে।
আর একটা কথা,
আমার ফোন নাম্বার চেয়ে চেয়ে অনেকে বিরক্ত হয়ে গেছেন। আবার অনেকে এটাকে ভাব বা কি যেন শব্দটা ও ডিম্যান্ড দেখানো হিসেবে ইতোমধ্যেই ভেবে নিয়েছেন। কিন্তু একটিবার চিন্তা করুন আপনারা যদি সবাই ফোন নাম্বার চান তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আর কেউ ফোন নাম্বার চাইবেন না। আপনাদের যা সমস্যা তা এখানে টিউমেন্ট করতে পারেন বা ফেসবুকে জানাতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আর যদি সেই ভাব বা ডিম্যান্ডই দেখাতাম তাহলে তো আপনাদের ম্যাসেজের কোনো রিপ্লাই-ই দিতাম না। আপনারা কেউই বলতে পারবেন না যে আমি কারো ম্যাসেজের রিপ্লাই দেইনি। দেরিতে হলেও দিয়েছি। যাইহোক।
আসুন শুরু করা যাক।
গতপর্বে ড্রাম ও পিয়ানো নিয়ে হালকাভাবে বুঝিয়েছিলাম। আপনারা হয়তো প্র্যাকটিসও করেছেন। তবে একদিনেই তো আর একটা গান উঠিয়ে ফেলা সম্ভব না। আজ আপনাদের বোঝাব তালআপনারা অনেকেই তাল ধরে রাখতে পারেন না। আবার অনেকে তাল জিনিসটাই বোঝেন না। অবশ্যই এটা ভাদ্র মাসের তাল নয়। আসুন গানে গানে বলি।
২য় টিউটোরিয়ালে আপনাদের শ্রাবণের মেঘগুলো গানের একটা flp ফাইল দিয়েছিলাম। সেটা ওপেন করুন। 
Pattern1-এ আছে শ্রাবনের
মেঘগুলো
Pattern2-এ আছে জড়ো হলো আকা
Pattern3-এ আছে শে...
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে Pattern1 শেষ হতে যতক্ষণ সময় লাগছে, Pattern2 শেষ হতেও একই সময় লাগছে। এমনকি Pattern3 শেষ হতেও একই সময় লাগছে। একইরকমভাবে Pattern4,5,6 ও তাই। আরেকটি বিষয় লক্ষ করুন। গানটি যখন বাজছে তখন কোন্‌ জায়গায় Kick টা পড়ছে? দেখুন
Pattern1-এ মোট চারটা জায়গায় Kick আছে। বোল্ড হরফে দেখাচ্ছি। 
শ্রা-ব-নে-র-মে-ঘ-গু-লো। শ্রা,নে,মে,গু এই ৪টা জায়গায় Kick পড়েছে। আর এই ৪টা জায়গার সময় ব্যবধান কিন্তু একদম সমান। সুতরাং আপনি যখন গাইবেন তখন কিন্তু এই ৪ টা জায়গাকেই প্রাধান্য দিতে হবে এবং গাওয়ার সময় লক্ষ রাখবেন যেন প্রতিটা Kick এর মধ্যেই সময় ব্যবধান একই থাকে। এটাই হচ্ছে তাল। তো আপনি ভাবছেন তাহলে কি স্টপওয়াচ ধরে গান গাইব? আসলে আমরা উসাইন বোল্ট না যে স্টপওয়াচ ধরে আমাদের সময় মাপতে হবে। ভালো গানগুলো আমাদের মস্তিষ্কে ভাললাগা তৈরি করে কেন জানেন? যখন এই জায়গাগুলো সঠিকভাবে মেইনটেইন হয় আর তালের সাথে প্রাধান্য দেয়া জায়গাগুলোতে সঠিকভাবে গাওয়া হয় তখনই একটা গান আমাদের মস্তিষ্ক পছন্দ করে নেয়। তাই একটা গান পছন্দ হতে হলে সেই গানের তাল রক্ষার বিষয়টাই মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও ছন্দমিল, গানের কথা ও সুরও গান ভাল লাগার পেছনে কাজ করে।
তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো। গানটা গাওয়ার সময় আপনার মাথাটা ঝোঁকাতে থাকুন। দেখবেন গানটার সাথে একটা দহরম-মহরম হয়ে গেছে। আপনি যখন সময় ব্যবধানটা লক্ষ করে একটা গান কয়েকবার গাইতে থাকবেন তখন স্বয়ংক্রীয়ভাবেই তালটা আপনার মাথায় সেট হয়ে যাবে।
 
এখন আমি বহুল প্রচলিত দুইটি তাল নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কাহার্‌বা ও দাদরা। আমাদের উপমহাদেশের বেশিরভাগ গানই এই দুই তালে হয়।
কাহার্‌বা:
প্রথমে এখান থেকে Download (75kb) করে FL Studio-তে তাল টা ওপেন করে Pattern1 টা বাজান।
Pattern1-এর Piano Roll চালু করলে দেখবেন উপরে Abc এর কালো বারের 1 থেকে পর্যন্ত স্থানে মোট 8 টি নোট পড়েছে। আরো লক্ষ করুন। প্রতিটা নোটের মধ্যবর্তী ব্যবধান একই। এটিই মূলত কাহার্‌বা তালের শর্ত। আটটি নোটবিশিষ্ট অর্থাৎ আট মাত্রার।
 
আর মনে রাখবেন কাহার্‌বা তালের ক্ষেত্রে SNAP সবসময় Beat/Step ½ বা ¼ রাখবেন। তবে ½ Step রাখলে সুবিধা হয়।আর আপনাদের সুবিধার্থে অনেক গানের জন্য আপনারা Pattern2/3/4/5/6 বা আপনার সুবিধামতো ড্রাম তৈরি করতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন 1 থেকে 2 পর্যন্ত জায়গার
৮ ভাগে কোনোনা কোনো নোট (একই বা আলাদা) বসে
আর FPC-তে অনেক এইরকম তাল পাবেন। এবার এই তালের সাথে TEMPO পরিবর্তন করে আপনার পরিচিত কিছু গান মেলান তো। (সব প্যাটার্নের সাথেই চেষ্টা করুন)
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা TEMPO 120
চুমকী চলেছে একা পথে TEMPO 120
পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে TEMPO 120
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেইTEMPO 120
তুমি যে আমার কবিতা TEMPO 88
আয়নাতে ঐ মুখ দেখবে যখন 
TEMPO 88
সোয়াচাঁন পাখি TEMPO 82
আমার গায়ে যত দুঃখ সয় TEMPO 82
সেই মেয়েটি আমাকে ভালবাসে TEMPO 128
যেকোন গানের তাল চিনতে হলে যদি দেখেন Pattern1-6 এর সাথে গাওয়া যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা কাহার্‌বা তাল। এই তালের সাথে আবার আপনি নিচের গানগুলি কিন্তু গাইতে পারবেন না। TEMPO যাই হোক না কেন।
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে TEMPO 122
তুমি কি দেখেছ কভু TEMPO 115
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা TEMPO 115
মোরা একটি ফুলকে বাঁচাব বলে বলে যুদ্ধ করি TEMPO 112
ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই TEMPO 112
সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমিTEMPO 112
বারান্দায় রোদ্দুরTEMPO 122
গাড়ি চলে না, চলেনা (তবে এই গানের একদম শেষে তাল পরিবর্তন হয়) TEMPO
118
দাদরা:
এবার আসুন নিচের দাদরা তালের সাথে উপরের গানগুলো TEMPO অনুসারে গাইতে থাকুন। এখান থেকে Download করে Pattern1 বাজান।

 মিলেছে এবার? অবশ্যই মিলবে। এবার কি বুঝতে পেরেছেন যে দুই তালের পার্থক্য আছে? হ্যাঁ। এটাই দাদরা তাল। এবার হয়তো আপনি আরো অনেক গান খুঁজছেন  বা পেয়েও গেছেন। আসলে তাল বোঝার জন্য যেকোন একটা গানের তাল মনে রাখবেন। তারপর ওটার সাথে যে গানটির তাল মেলাবেন তার তুলনা করুন। দেখুন মেলে কি না। এটাই তাল মনে রাখার সবচেয়ে ভাল উপায়। আর হ্যাঁ। দাদরা তালের সময় অবশ্যই SNAP-Step/Beat 1/3 বা 1/6 রাখবেন। তবে 1/3 Step রাখলে সুবিধা হয়। এটা ছাড়াও আরো এক প্রকার দাদরা আছে। সেটা Pattern2 তে পাবেন। চালু করুন আর গাইতে থাকুন।

পুরানো সেই দিনের কথা TEMPO 115
ধনধান্যে পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরাTEMPO 110
তুমি কোন্‌ কাননের ফুল, কোন্‌ গগনের তারাTEMPO 110
আলো আমার আলো ওগো আলো ভূবন ভরাTEMPO 110
দিনগুলি মোর সোনার খাঁচায়TEMPO 110
এ মণিহার আমায় নাহি সাজে TEMPO 110
Bheegi Bheegi (জেম্‌স) TEMPO 110
যাইহোক। কোনোমতে যদি এই তিনটা তালের পার্থক্য ধরতে পারেন তাহলে আপনার আর তাল খুঁজতে হবে না। বেশি বেশি করে চেষ্টা করুন তিনটার পার্থক্য ধরতে। তাহলেই আপনি তাল জিনিসটা বুঝতে পারবেন।
এবার একটা পরীক্ষা দিন। পাগলা হাওয়ার বাদল দিনে গানটা কোন্‌
তালের হবে?
পারছেন না? পারবেন কীভাবে? আপনারা তো হেমন্ত বা কিশোর কুমারের কন্ঠে এই গান
শোনেন নি। আপনারা শুনেছেন
উলাল্লা, উলাল্লা, উলাল্লা ও উলাল্লা, উলাল্লা, উলাল্লা ও এই লাইন দিয়ে শুরু করা Remix "পাগলা হাওয়া"। গানটার মূল তাল হলো দাদরা। অথচ রিমিক্স করে এটাকে কাহার্‌বা বানানো হয়েছে। এবার হয়তো বুঝেছেন দাদরা আর কাহার্‌বা'র পার্থক্য। আসলে এই একটা কারণেই DJ/Remix আমার পছন্দ না যে এরা পুরো গানের স্বকীয়তাকেই পরিবর্তন করে দিচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নির্ঘাত হার্টফেল করতেন।
আর এই জন্যই বলি,
Let’s preserve the old lyrics.
কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো তাও জানাবেন।
ফেসবুকে আমি:

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

টিউনটি সর্বপ্রথম প্রকাশ করেছি এখানে।
বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটা পরে অনেক ভালো লাগলো ভাই । দোয়া করি আপনি যেন নিয়মিত আমাদের আরো ভালো ভালো টিউন উপহার দিতে পারেন।

    @Imran Shojib: ধন্যবাদ ইমরান ভাই।

Level 0

অনেক ধন্যবাদ ভাই। আপনার পোস্ট গুলো খুবই সুন্দর হচ্ছে। তবে আপনি যদি সময় পান তাহলে আশা করি বিষয়গুলো নিয়ে ভিডিও টিউটরিয়াল বানাবেন। জিনিষগুলো খুবই কঠিন তাই ভিডিও টুট হলে সবার সুবিধা হবে আমার মতে।

    @Sohag: আমি আজকে সত্যিই আনন্দিত যে সোহাগ ভাই আমার টিউনে কমেন্ট করেছে 🙂 আর ভিডিও টিউটোরিয়াল করার খুব ইচ্ছা। কিন্তু আমি যেখানে থাকি সেই জায়গাটাতে ভালো স্পীড পাওয়া যায় না। তবে সামনে মাসে একটা ভালো জায়গায় স্থির হবার সম্ভাবনা আছে। আপনার কথাটা আমার মনে থাকবে।

      Level 0

      @Musician Mehedee: অনেক ধন্যবাদ ভাই 🙂

থ্যাংকস । চালিয়ে যান । এই সফট টা সত্যি মজার ।

ভালো লেগেছে। সুন্দর টিউনের জন্যে ধন্যবাদ 🙂

ভালো লাগলো টিউন পড়ে। 🙂

Amer Dj Site theke Download korun Dj Song . Asa korchi Remix Gulo 100 percent Choise hobe.
http://wWw.DjAvijitBNP.tk

Remix Jodi vlo lage Apnader r apnara jodi chan tutorial post krbo. but age mix gulo sunun. Bhalo na lagle bad e deben.