আমার বাসার ২য় তলায় জিপি’র নেটওয়ার্ক অর্ধেকের একটু বেশি পায়। যা দিয়ে মোবাইলে কথাবলা ও নেট ব্যবহার করা যায়। কিন্তু আমার নিচতলার আশে-পাশে কোন নেটওয়ার্কই পা্য় না। একদম জিরো নেটওয়ার্ক। এটা দিয়ে নেটতো দূরের কথা কথাও বলা যায় না। আমি কোন ফোন করতে গেলে অথবা ফোন ধরতে গেলে আমাকে ২য় তলায় গিয়ে করতে হয়। আমার জন্য এক বিরাট সমস্যা হয়ে গেছে। আমি টেকটিউনস এ কয়েক মাস আগে অনেক দূর থেকে নিজের বানানো কিছু এনটিনা নিয়ে পোস্ট দেখেছিলাম। কিন্তু এটা যে আমার কাজে লেগে বসবে তা জানতাম না। তাই আমার অনেক দূর থেকে আনার প্রয়োজন নেই। ২য় তলা থেকে নিচ তলায় জিপি’র নেটওয়ার্ক কিভাবে আনতে পারি সে বিষয়ে আপনাদের সাহায্য চাইছি। যদি এরকম টিউনমেন্ট আপনাদের জানা থাকে তাহলে আমাকে সেটার লিংক টা দিন। আর যদি কারো ব্যক্তিগত এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দয়াকরে এখানে শেয়ার করেন। আপনার উপকারী টিউনটি হয়তোবা অন্যদেরও কাজে আসতে পারে।
ধন্যবাদ। 🙂 😀
আমি কামাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাজারে মোবাইল ফোন এর অ্যান্টিনা কিনতে পাউয়া যায়। দোয়া করে কিনে নিন। সমাধান হয়ে যাবে। দাম ২০০-২৫০ ।