ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড :: কোনো সফটওয়্যার ছাড়াই :: সকল পদ্ধতির মেগা কালেকশন [নতুনদের জন্য]

184861_10150096560060334_1009152_n

আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো বন্ধুরা। আমি বেশ ভালো আছি… এক কথায় আলহামদুলিল্লাহ্‌।

আমরা প্রতিনিয়তই গুগলের জনপ্রিয় ভিডিও সাইট অর্থাৎ ইউটিউব থেকে কোন না কোন ছবির/গেমসের ট্রায়াল, বাংলা/হিন্দি/ইংলিশ গানের ভিডিও দেখি। অনেক সময় খুব ভালো লাগলে সেটি নিজের কালেকশনে রেখে দিতে চাই। ঠিক তখনই সমস্যাটি হয়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক।

টিউনের বিষয়ঃ

আজকের টিউনের বিষয়টি হচ্ছে, কিভাবে আপনি আপনার পছন্দের ভিডিওটি সরাসরি ইউটিউব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই। অর্থাৎ আপনাকে উক্ত ইউটিউব ভিডিওটি ডাউনলোড করার জন্য আলাদাভাবে কোনো ডাউনলোড সফটওয়্যার (আইডিএম, ইউটিউব ডাউনলোডার ইত্যাদি) ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার পিসির জায়গা নষ্ট করতে হবে না। এবং সেই সাথে আরেকটি কথা, এখানে ইন্টারনেট থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক গুলো পদ্ধতির আলোচনা হয়েছে। আপনার যেটা পছন্দ হয়, সেটাই ব্যবহার করতে পারেন। 😉

পদ্ধতিঃ ০১

১। প্রথমে http://www.youtube.com/ -এ ভিসিট করুন। [স্ক্রীনশট নেই]

২। ওয়েবসাইট টির একেবারে উপরে অবস্থিত সার্চবক্সে আপনার কাঙ্খিত ভিডিওটির নাম (যেমনঃ in the end by linkin park, fired up by hush, tum hi ho by arjit singh ইত্যাদি) লিখুন এবং কীবোর্ড থেকে Enter কী অথবা নিচের চিত্রে দেখানো বাটনে ক্লিক করুন। [স্ক্রীনশট নং - ০১ দ্রষ্টব্য]

স্ক্রীনশট নং - ০১
[ স্ক্রীনশট নং - ০১ ]

৩। আপনার পছন্দের ভিডিওটি সার্চ রেজাল্টে আসার পর সেটিতে ক্লিক করুন। ভিডিওটি চালু হবে। [স্ক্রীনশট নেই]

৪। ভিডিওটি চালু হবার পর আপনার ব্রাউজারের ইউআরএল বক্সে/অ্যাড্রেস বক্স  অর্থাৎ কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য যেখানে কোনো অ্যাড্রেস লিখতে হয়, সেখান থেকে আপনার চালু হওয়া ভিডিওটির লিঙ্কঃ “http://http://www.youtube.com/watch?v=eVTXPUF4Oz4″, এখানে “http://www.“ এর পরে স্মল লেটারের দুটি s, অর্থাৎ ‘ss‘ যোগ করুন এবং বাকী পরের লেখা গুলো ঠিক আগের মতই থাকবে। আপনার বর্তমান url টি দেখতে এরকম দেখাবেঃ “http://www.ssyoutube.com/watch?v=eVTXPUF4Oz4″। [স্ক্রীনশট নং - ০২ দ্রষ্টব্য]

2
[ স্ক্রীনশট নং - ০২ ]

৫। কী-বোর্ড থেকে Enter কী চাপার সাথে সাথে ইউটিউব সাইটটি অটো রিডাইরেক্ট হয়ে “http://en.savefrom.net/” এর ওয়েবসাইটে চলে যাবে এবং অটোমেটিক আপনার ভিডিওটি পেয়ে যাবে এবং হলুদ রঙের Download বাটনটি ক্লিক করলেই আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে। আপনি চাইলে ডান পার্শ্বে অবস্থিত More -এ ক্লিক করে আপনার ভিডিওটির এই ভার্শন গুলোও ডাউনলোড করতে পারবেনঃ
FLV 240p, MP4 360p, MP4 144p, WebM 360p, 3GP 144p, 3GP 240p, Audio MP4 48 kbps, Audio MP4 128 kbps and Audio MP4 256 kbps। [স্ক্রীনশট নং - ০৩ দ্রষ্টব্য]

[ স্ক্রীনশট নং - ০৩ ]
[ স্ক্রীনশট নং - ০৩ ]

=== পদ্ধতি নং – ০১ ~ এখানেই শেষ ===

পদ্ধতিঃ ০২

এখানে পদ্ধতিঃ ০১ এর ১, ২, ও ৩ নং পর্যন্ত সব ঠিক থাকবে। ৪নং এ গিয়ে একটু পরিবর্তন হবে। আসুন আমরা পরিবর্তনটি লক্ষ্য করি।

৪। আমরা পদ্ধতিঃ ০১ এ http://www. এর পরে এবং youtube.com/watch?v=eVTXPUF4Oz4 এর আগে ss যোগ করেছিলাম। কিন্তু এখানে ss এর পরিবর্তে kiss যোগ করলেও ইউটিউব অন্য আরেকটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করার সুযোগ দেবে। তাহলে আপনার বর্তমান url টি দাঁড়ায় ঠিক এইরকমঃ www.kissyoutube.com/watch?v=eVTXPUF4Oz4। [ স্ক্রীনশট দেবার প্রয়োজনীয়তা অনুভব করলাম না। যদি কোনো সমস্যা হয়, তবে মন্তব্য আকারে জানানোর জন্য অনুরোধ করা গেল। ]

৫। Enter কী প্রেস করলে পদ্ধতিঃ ০৪ এর মতো একটি পপ-আপ উইন্ডো আসবে। সেখানে Run এ ক্লিক করলে আপনার কাঙ্খিত ভিডিওটির ডাওউনলোড লিঙ্ক শো করবে। এবার সেখান থেকে আপনার পছন্দের কোয়ালিটি সিলেক্ট করলেই আপনার ডাউনলোড চালু হয়ে যাবে। [ আইডিএম থাকলে এটি আইডিএম এর মাধ্যমে ডাউনলোড হতে চাইবে। বাদ বাকী আপনার ইচ্ছা... 😉 ]

=== পদ্ধতি নং – ০২ ~ এখানেই শেষ ===

পদ্ধতিঃ ০৩

এখানেও পদ্ধতিঃ ০২ এর ১, ২, ও ৩ নং পর্যন্ত সব ঠিক থাকবে। ৪নং এ গিয়ে একটু পরিবর্তন হবে। আসুন আমরা এই পরিবর্তনটিও লক্ষ্য করি।

৪। আমরা পদ্ধতিঃ ০২ এ http://www. এর পরে এবং youtube.com/watch?v=eVTXPUF4Oz4 এর আগে kiss যোগ করেছিলাম। কিন্তু এখানে kiss এর পরিবর্তে pwn যোগ করলেও ইউটিউব অন্য আরেকটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করার সুযোগ দেবে। তাহলে আপনার বর্তমান url টি দাঁড়ায় ঠিক এইরকমঃ www.pwnyoutube.com/watch?v=eVTXPUF4Oz4। [ বিস্তারিত স্ক্রীনশট দেবার প্রয়োজনীয়তা অনুভব করলাম না। যদি কোনো সমস্যা হয়, তবে মন্তব্য আকারে জানানোর জন্য অনুরোধ করা গেল। ]

how-to-download-videos-from-youtube

৫। Enter কী প্রেস করলে পদ্ধতিঃ ০৪ এর মতো কোনো পপ-আপ উইন্ডো আসবে না। সরাসরি আপনার কাঙ্খিত ভিডিওটির ডাওউনলোড লিঙ্ক শো করবে। এবার সেখান থেকে আপনার পছন্দের কোয়ালিটি সিলেক্ট করলেই আপনার ডাউনলোড চালু হয়ে যাবে। [ আইডিএম থাকলে এটি আইডিএম এর মাধ্যমে ডাউনলোড হতে চাইবে। বাদ বাকী আপনার ইচ্ছা... 😉 ]

পদ্ধতিঃ ০৪

১। পূর্বের মতো আপনার পছন্দের ইউটিউবের ভিডিওর Url লিঙ্কটি [যেমনঃ http://www.youtube.com/watch?v=eVTXPUF4Oz4] সম্পূর্ণ কপি করুন।

২। http://www.keepvid.com/ – এই লিঙ্কে ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। [স্ক্রীনশট নং - ০৪ দ্রষ্টব্য]

6
[ স্ক্রীনশট নং - ০৪ ]

৩। উক্ত খালি বক্সে আপনার নির্দিষ্ট (কপি করে রাখা) ইউটিউব ভিডিওর লিঙ্কটি পেষ্ট করুন অর্থাৎ Ctrl + v চাপুন।

৪। Enter চাপুন।

৫। এখন একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। [স্ক্রীনশট নং - ০৫ দ্রষ্টব্য]

৫
[ স্ক্রীনশট নং - ০৫ ]

৬। উক্ত পপ-আপ উইন্ডোতে সব ঠিকঠাক মতো থাকবে, আপনি কেবল Run লেখা বাটনটিতে ক্লিক করবেন।

৭। দেখবেন আপনার পছন্দের সবগুলো এমনকি অডিও ফরম্যাটেও শো করছে। এখান থেকে আপনার পছন্দ মত ফরম্যাটটিতে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি। [স্ক্রীনশট নং - ০৬ দ্রষ্টব্য]

[ স্ক্রীনশট নং - ০৬ ]
[ স্ক্রীনশট নং - ০৬ ]

৮। ধন্যবাদ।

=== পদ্ধতি নং – ০৪ ~ এখানেই শেষ ===

পদ্ধতিঃ ০৫ [এমপিথ্রী ডাউনলোড]

ধরুন, “হাসিমুখ-২” শিরোনামের “শিরোনামহীন” ব্যান্ডের বিখ্যাত গানটি আপনার খুব পছন্দ। এটির ভিডিও আপনার কালেকশনে আছে। কিন্তু আপনার মোবাইলে শোনার জন্য অডিও ফাইল পছন্দ এবং দরকার। তাহলে এখন কী করবেন?গুগল.কম থেকে আপনার ওই ভিডিও ফাইলটি অডিওতে কনভার্ট করার জন্য দারুন দেখে, বুঝে একটি কনভার্টার ডাউনলোড করবেন? একটি ভালো মানেরভিডিও টু অডিও কনভার্টার এর মিনিমাম সাইজ ১৫-২০ এমবি। আর আপনার গানটির সাইজ মাত্র ৩/৪ এমবি। আবার ভালো মানের কোন কনভার্টার ফ্রীতেও ডাউনলোড করা যায় না। অধিকাংশই ট্রায়াল ভার্সন। এখন আপনি কী করবেন? সমাধান নিচে…

এই পদ্ধতিতে আপনি ইউটিউব থেকে সরাসরি ভিডিও ফাইলটি অটো কনভার্ট হয়ে অডিও ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনাকে দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই !!!

তাহলে আসুন এখন কাজের কথায় আসি…

১।  প্রথমে ইউটিউব থেকে আপনার কাঙ্খিত ভিডিও ফাইলটি খুঁজে বের করে সেটির উপর ক্লিক করে ভিডিওটি চালু করুন। এখন ব্রাউজারের উপরে যেখানে url টি থাকে, সেখানে নিচের চিত্রের মতো করে এডিট করুন এবং কী-বোর্ড থেকে এন্টার কী চাপুন। ব্যস! ডাউনলোড করার অপশন এসে পড়বে।  [ স্ক্রীনশট নং - ০৬ দ্রষ্টব্য]

tomp3youtube_add

পদ্ধতিঃ ০৬

১। এই লিঙ্ক এ ভিসিট করুনঃ http://www.force-download.com/

২। পেজের মাঝ বরাবর এই রকম একটি বক্স দেখতে পারবেন।

force-download

৩। এখানে আপনার ইউটিউব ভিডিওটির লিঙ্ক (যেমনঃhttp://www.youtube.com/watch?v=eVTXPUF4Oz4) পেষ্ট করুন এবং এন্টার কী চাপুন অথবা GO তে ক্লিক করুন।

৪। Enter দিলে নিচের মত একটি অপশন আসবে। সেখান থেকে আপনার পছন্দের ফরম্যাটে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে।

force-download-2

৫। ধন্যবাদ।

কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না যেন... ধন্যবাদ সবাইকে!

লেখাটি পূর্বে এখানে প্রকাশিত...

Level 2

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলোজি + ❤ = আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এ নিয়ে লিখেছিলাম, মোবাইল ইউজার দের জন্য এই পদ্ধতি গুলো বেশ কষ্টকর। আমি http://www.tkbd.net শেয়ার করেছিলাম। আপনাকে ধন্যবাদ

    @শাহরিয়ার শিমুল, আপনাকেও ধন্যবাদ…

একটা বিষয় বাদ গেছে আর সেটা হল http://www এর পরে http://www.10 যোগ করা, টিউনে একটা বিষয় বাদ দিয়েছেন, কীভাবে ডাওনলোড ম্যনেজার দ্বারা ইউটিউব খেকে ভিডিও ডাওনলোড করতে হয়। এর পরও বলব টিউনটা সুন্দর হয়েছে।

একটা বিষয় বাদ গেছে আর সেটা হল http://www এর পরে 10 যোগ করা, টিউনে একটা বিষয় বাদ দিয়েছেন, কীভাবে ডাওনলোড ম্যনেজার দ্বারা ইউটিউব খেকে ভিডিও ডাওনলোড করতে হয়। এর পরও বলব টিউনটা সুন্দর হয়েছে।

    আজকাল আর ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে সবাই পারে… তাই অইটা নিয়ে অনেক লেখালেখি হইসে। তাই ওইটা আর দেই নাই… ধন্যবাদ!

Level 0

vai, comit bird and mozilar valo kno add ones er sondhan dite paren for you tube video download?