ইন্টারনেটের মাধ্যমে অন্য (রিমোট) কম্পিউটার নিয়ন্ত্রণ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে টিমভিউয়ার অন্যতম। তবে লগমিইন দ্বারা আরো সহজেই কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। লগমিইন এর আসল সুবিধা হচ্ছে যিনি কম্পিউটার নিয়ন্ত্রণ কররেন তার কম্পিউটারে সফটওয়্যার থাকার দরকার নেই, ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করা যায়। শুধুমাত্র ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলেই হয়। আর প্রতিবার পাসওয়ার্ডের ঝামেলাই নেই।
এজন্য http://www.logmein.com সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল করার সময় LogMeIn Free অপশনটি নির্বাচন করে ইনস্টল করুন আর যে ইমেইল দ্বারা রেজিষ্ট্রেশন করেছেন সেই ইমেইল এবং লগইন পাওসয়ার্ড লগবে। ইনস্টল করার সময় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কম্পিউটারের চলতি ইউজারে কোন পাসওয়ার্ড সেট করা না থাকলে ইনস্টল কারর সময় উক্ত কম্পিউটারের জন্য একসেস কোড দিতে হবে যার দ্বারা ভবিষ্যতে কম্পিউটারটিতে প্রবেশ কারর সময় লাগবে। লগমিইন সফটওয়্যারটি অপারেটিং সিস্টেম চালুর সাথে সাথে চালু হবে এবং সিস্টেমট্রেতে এর আইকন থাকবে। এভাবে একাধিক কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থণ করে।
এবার http://www.logmein.com লগইন করে My Computers এ ক্লিক করলে ইন্টারনেট যুক্ত থাকা কম্পিউটারগুলো অনলাইন অবস্থায় দেখাবে, ইন্টারনেট যুক্ত না থাকলে অফলাইন অবস্থায় থাকবে। এখন যে কম্পিউটারে প্রবেশ করতে চাই সেই কম্পিউটারের উপরে ক্লিক করুন এবং উক্ত কম্পিউটারের লোকাল ইউজার এবং পাসওয়ার্ড অথবা কম্পিউটার একসেস কোড দিয়ে কম্পিউটারে প্রবেশ করুন। কম্পিউটার নিয়ন্ত্রণের পাশাপশি উক্ত কম্পিউটারের ব্যবহারকারীর সাথে চ্যাটিং করা যাবে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2269
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
valo hoice