মজার জগৎ -গণিত রাজ্য :: আজকের বিষয় বাইনোমিয়াল এক্সপ্রেশন|| ছোটবেলার (a + b)2 = a2 + 2ab + b2 নিয়ে আসুন একটু মজা করা যাক

আমাদের সকলেরই বীজগণিত শেখার সূচনা হয়েছিলো (a + b)2 = a2 + 2ab + b2 সূত্রটি শেখার মধ্যদিয়ে। (a + b)2 ছাড়াও (a + b)3 এর সূত্রটিও আমরা মুখস্ত করেছিলাম। সেই সময়ে এগুলোই মনে রাখতে অনেক কষ্ট করতে হয়েছিলো। এরকম আরো কিছু সূত্র রয়েছে।

(a + b)0 = 1

(a + b)1 = a + b

(a + b)2 = a2 + 2ab + b2

(a + b)3 = a3 + 3a2b + 3ab2 + b3

(a + b)4 = a4 + 4a3b + 6a2b2 + 4ab3 + b4

(a + b)5 = a5 + 5a4b + 10a3b2 + 10a2b3 + 5ab4 + b5

এই সুত্রগুলোকে বলে বাইনোমিয়াল এক্সপ্রেশন ।

আসুন এবার একটা ত্রিভুজের সাথে পরিচিত হওয়া যাক, যাকে বলা হয় Pascal's Triangle ।

Pascal's Triangle

এই ত্রিভুজটি ব্যবহার করে খুব সহজেই আমরা বাইনোমিয়াল এক্সপ্রেশন সমূহ মনে রাখতে পারবো। এখন দেখে নিন Pascal's Triangle কিভাবে গঠন করতে হয়।

এই সূত্র গুলোর একটা সাধারণ ফরম রয়েছে।

(a + b)n = nC0an + nC1an − 1b + nC2an − 2b2 + nC3an − 3b3 + ... + nCnbn

অথবা

যেখানে

2!=(2)(1)=2

3!=(3)(2)(1)=6

n! = n(n − 1)(n − 2) ... (3)(2)(1)

আশা করছি অনেকেরই কাজে লাগবে। সবার জন্য শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানতাম, তবুও ধন্যবাদ।

একটা বোকার মত প্রশ্ন করি !
এইগুলার কাজ কি ? মানে বাস্তব জীবনে প্রয়োগের কথা বলছি আরকি !! ?

    @Ashikur Rahman Tomal: (a + b)2 = a2 + 2ab + b2 সূত্রটি না শিখলে পরবর্তীতে অন্য সুত্রগুলি শেখা যেত না , আর এগুলি না শিখলে গনিতচর্চা অসম্ভব । আর গনিত ছাড়া ??????????????
    একটা ছোটো বাস্তব উদাহরন – জমিজমার হিসাবে Calculas এর অবদান অনস্বীকার্য । Calculas শিখতে হলে এটা লাগবেই ।
    তাছাড়া Cinema Hall এ ‘Set & Function’ , Astronomy তে ‘Mapping & relation’ এর প্রয়োগ বর্তমান ।
    Pascal’s Triangle থেকে এসেছে দ্বিপদ উপপাদ্য( Binomial Theorem ) যার প্রয়োগ আশাকরি জানেন ।
    স্বল্প পরিসরে এর বেশি বলা সম্ভব নয় ।
    বেশি বকবক করার জন্য Sorry ।

জানা ছিল But নতুনদের জন্য আরও Details দেওয়া দরকার ।