আসসালামুয়ালাইকুম সবাইকে ঈদুল আযহার শুবেচ্ছা
আজ আপনাদের দেখাব কিভাবে TT তে Profile Picture সেট করতে হয়।যদিও সহজ ব্যাপার। কিন্ত অনেকেরই দেখি Profile Picture নেই আবার একজন জানতে চেয়েছে তাই টিউনটা করলাম। আশা করি অনেকেই উপকৃ্ত হবেন।
আমার প্রোফাইল পিকচারটি আগেই সেট করা ছিল। তাই আমি নিয়ম গুলো পুরোপুরি দেখিয়ে দিব...
# প্রথমে এই লিঙ্কতিতে যানঃ http://www.techtunes.io/wp-admin/
মার্ক করা জায়গাটি ক্লিক করুন
# তারপর নতুন একটি উইন্ডো আসবে। এখানে আপ্নাকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তাই মার্ক করা জায়গাটি ক্লিক করুন
# আপনার ইমেইল,নাম,পাসস্বরদ দিন তারপর মার্ক করা জায়গাটি ক্লিক করুন
# আপনার উক্ত ইমেইল অ্যাড্রেস এ একটি Confirmation মেইল সেন্ড হবে
# আপনের ইমেইল অ্যাড্রেস এ WordPress এর একটি মেইল দেখতে পাবেন সেটি ওপেন করুন এবংActivate Account এ ক্লিক করুন।
# সাইন ইন এ ক্লিক করুন
# যে ইমেইল অ্যাড্রেস ও পাসস্বরদ দিয়ে ছিলেন তা পুনরায় দিন। ( এখানে আমার দুই রকম ইমেইল দেহখতে পারছেন,আমি প্রথমেই বলেছি আমার প্রোফাইল পিকচারটি আগেই সেট করা ছিলতাই আপনাদের দেখানোর জন্য আমি দুটো ইমেইল ব্যাবহার করেছি। আপনারা কিন্ত একটি ইমেইল ব্যাবহার করবেন এবং শুধু নিয়ম গুলো অনুসরন করবেন)
# এখন যে পেজ টি আসবে সেটিতে add a new image লেখাটিখুজে ক্লিক করুন। আমার পিকচারটি আগেই সেট করা ছিলতাই আমার পেজ টি এভাবে এসেছে।
# মার্ক করা জায়গাটি ক্লিক করুন
# মার্ক করা জায়গাটি ক্লিক করুন এবং পিকচার টি সিলেক্ট করুন।
# Next এ ক্লিক করুন
# নির্দিষ্ট অংশ পছন্দ করে মার্ক করা জায়গাটি ক্লিক করুন।
# মার্ক করা জায়গাটি ক্লিক করুন
# যে পিকচারটি আপলোড সেই পিকচারটির উপর ক্লিক করুন।
# Confirm লেখাটিতে ক্লিক করুন।
তারপর TT তে চলে আসেন দেখবেন আপনার প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে।
আর যদি বন্ধু হতে ইচ্ছে হয় এখানে ক্লিক করুন http://www.facebook.com/sazzad.hossain.1614
আমি সাজ্জাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা হল WordPress Gravatar. শুধু টেকটিউন্স না যেকোন WordPress site যেখানে আপনি এই ইমেইল অ্যাড্রেস ব্যাবহার করে একাউন্ট করবেন সেখানেই আপনার এই প্রফাইল পিকচার শো করবে।
নতুন দের জন্য সুন্দর একটা টিউন করেছেন। ধন্যবাদ।