স্কাইপিতে কিবোর্ড শর্টকাট চালু করার উপায়

অনলাইনে কথা বলার জন্য স্কাইপি একটি জনপ্রিয় এবং সহজ উপায়। এই স্কাইপি দিয়ে অডিও কলের পাশাপাশি ভিডিও কলও করা যায় তাতো আমরা জানি। স্কাইপির শুধু উইন্ডোজ ভার্সনই না বরং ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রোয়েড ভার্সন আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আপনি স্কাইপির কিবোর্ড শর্টকাট চালু করবেন এবং কিবোর্ড দিয়েই স্কাইপি চালাবেন। এর জন্য সর্বপ্রথম আপনার স্কাইপির অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর স্কাইপি আপনার পিসিতে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেয়ার পরে আপনার অ্যাকাউন্টটিতে সাইন ইন করবেন।

* প্রথমে Tools এ ক্লিক করতে হবে এবং তারপর Option এ ক্লিক করবেন।

* Option এ ক্লিক করার পরে একটি বক্স আসবে। সেখানে Advanced ট্যাব এ ক্লিক করুন।

* Advanced ট্যাব এ ক্লিক করার পর Hotkeys নামে একটি ট্যাব দেখবেন। সেখানে ক্লিক করার    পরে   "Enable Keyboard Shortcuts" এ টিক দিন। তারপর আপনি ইচ্ছেমত শর্টকাট চেঞ্জ  করতে পারবেন। সর্বশেষে "Save" এ ক্লিক করুন।

এখন আপনার পিসিতে স্কাইপি কিবোর্ড শর্টকাট চালু হয়ে গেল।

বুঝতে অসুবিধা হলে এখান থেকে ভিডিও দেখে নিতে পারেনঃ Enable SKYPE Keyboard hotkeys from SKYPE MESSANGER

একটি মনোমুগ্ধকর আযান শুনতে চাইলে ভিজিট করুনঃ Heart Touching Emotional AZAN By Kari Abdul AZIZ (মনোমুগ্ধকর আযান) 

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস