আমার "ম্যাজিক সফটওয়্যার" শিরোনামের প্রথম ব্লগে একটি 814kb এর ম্যাজিক সফটওয়্যারের কথা উল্লেখ করেছিলাম যা দিয়ে কোনো Webpage এর Screenshot এক ক্লিকে JPEG/BPM/GIF/PNG Format এ Save করা যায়৷ঐ ব্লগে বলেছিলাম আমার পরবর্তি "ম্যাজিক সফটওয়্যার" রিভিউ এ আলোচনা করবো সেইভ করা Screenshot এর সাইজ কোনো রকম Quality Loss ছাড়াই কিভাবে আরো ছোট করা যায় (With another MAGIC SOFTWARE and Without any Extra Software).
আজ তাই আপনাদের জানাবো৷Image Resizer (212kb) সফটওয়্যারটি দিয়ে আপনি একসাথে অনেকগুলো ছবিকে একটি কমান্ডের মাধ্যমে দ্রুত যেকোনো Dimension এ Resize করতে পারবেন৷আপনাকে শুধু বলে দিতে হবে কত Dimension এ আপনি ছবিগুলোকে Resize করতে চান৷এর জন্য আপনাকে সফটওয়্যারটি ও Open করতে হবে না৷কারন,এটি Install করার পর আপনি যেকোনো ছবির উপর Right Button ক্লিক করলে "Resize Pictures" নামের একটি Option দেখতে পাবেন৷
এই সফটওয়্যার দিয়ে সবচেয়ে বড় যে সুবিধা আপনি পাবেন তা হল আপনি যদি নিশ্চিত হতে পারেন যে আপনার ছবির Folder এর সব ছবিই একই Dimension এর (1024 x 768,800 x 600,বা Whatever) তবে আপনার Digital Camera তে তোলা ছবি যে গুলো একেকটা ২-৫মেগাবাইট Space দখল করে রেখেছে সেগুলোকে কোনো রকম Quality Loss ছাড়াই ২মেগাবাইট থেকে কমিয়ে ৩০০কিলোবাইটে নামিয়ে আনতে পারেন!
এবার ছবির সাইজ কিভাবে হুহু করে কমে তা বসে বসে দেখুন৷ম্যাজিক!!!
এমন হতে পারে যে আপনার ছবির ফোল্ডারে হয়তো ২-৪ রকম Dimension এর ছবি থাকতে পারে৷তবে আপনি কেমন করে বুঝবেন আপনার কোন ছবি কোন Dimension এর?তাছাড়া Control Button চেপে চেপে এক Dimension এর ছবি Select করতে করতে আপনার জীবনের অর্ধেক সময় কেটে যেতে পারে৷
কি করবেন?
প্রথমে ছবির ফোল্ডারে গিয়ে View->Details- এ ক্লিক করুন৷এরপর ফোল্ডারের ফাঁকা কোন জায়গায় Right Button ক্লিক করে Arrange Icons By->Dimensions- এ ক্লিক করুন৷এতে একই Dimension এর সব ছবি এক সাথে পেয়ে যাবেন৷পাশের Dimension List এ আপনার ছবির Dimension প্রদর্শিত হবে৷সে অনুযায়ি ছবি Select করে Custom এ Dimension টি লিখে Resize করুন৷
আপনি যদি এমন কোন পরিস্থিতিতে কখনো পড়েন যে আপনার ৫-১০টা ছবি (যার একেকটার সাইজ ৩-৫মেগাবাইট) এক্ষুনি মেইল করতে হবে বা তার সাইজ (Dimension না) ছোট করতে হবে অথচ আপনার কাছে কোনো সফটওয়্যার নেই যা দিয়ে আপনি Resize করবেন তবে আপনি কি করবেন?
একটা ছোট্ট টিপস হয়তো আপনাকে তখন এস.এম.সি'র ওরস্যালাইনের মত বাচাঁতে পারে৷যদিও এটি একটু ধৈর্যসাপেক্ষ,তবু ও জেনে রাখতে দোষ কি?
প্রথমে আপনার একটি ছবির উপর Right Button ক্লিক করে Edit Button এ প্রেস করুন৷Microsoft এর Paint Software দিয়ে আপনার ছবিটি ওপেন হবে৷এরপর File Menu থেকে Save As এ ক্লিক করুন৷যেকোনো নাম দিয়ে Save করুন বা ঐ ফাইলকেই Replace করতে চাইলে File->Save As->Save এ ক্লিক করলে যে বার্তা আসবে তাতে Yes চাপুন৷এরপর আপনার আগের ছবির সাইজের সাথে এখনকার নতুন ছবির সাইজ মিলিয়ে দেখুন৷
পরবর্তি "ম্যাজিক সফটওয়্যার" রিভিউ প্রকাশিত হবে ব্লগারদের Response এর উপর ভিত্তি করে।
ম্যাজিক সফটওয়্যার#১
আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি
আমি আমি ডিলিট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডিলিট
প্রফেশনালরা অবশ্য ফটোশপ ব্যবহার করেই এই কাজ গুলো করে কিন্তু নতুনরা? তাদের জন্য এই টিউনটি অনেক কাজে আসবে। লাগে রহ..
দারুন টিউন হয়েছে। চালিয়ে যান ভাই।