Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪] | Ulead Video Studio- 11 দিয়ে Logo, Animated Logo and animated Text যুক্ত করা।

আমরা অনেক ভিডিওতে অনেক ধরনের লোগো আবার অনেক ভিডিওতে এনিমেটেড টেক্স দেখে থাকি। এই টেক্সগুলো আমাদের বিরক্তি লাগে, সাধারনত বিভিন্ন স্টুডিও তাদের এড এভাবে করে থাকে। টেক্সগুলো জলছাপের মত করে দেয়া থাকে। খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি।

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব

Video editing টিউটোরিয়্যাল [পর্ব-১] |Image Slide Show
Video editing টিউটোরিয়্যাল [পর্ব-২] | Audio Interchanging +
Video Editing টিউটোরিয়াল [পর্ব-৩] | Video Masking, Background Change

পর্ব-৩ এর কাজটি যারা যারা ভালভাবে করতে পারেননি তাদের জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরী করেছি।

মিডিয়া ফায়ারের লিংক থেকে ডাউনলোড করুন। মাত্র ২.৪২ মেগাবাইট।

Untitled-1 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

ভিডিও এডিটিং এর কাজ আসলে লিখে বুঝাতে অনেক কস্ট হয়। ভিডিও  টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই তা বুঝান যায়। প্রোগ্রামিং এর টিউটোরিয়াল লেখার মাধ্যমে ভাল প্রকাশ করা যায়।

a)     ভিডিওতে Logo যুক্ত করাঃ

প্রথমে একটি লোগো তৈরী করে নিন। ট্রান্সপেরেন্ট ব্যকগ্রাউন্ড(Without Background) থাকলে PNG ফরমেটে রাখতে হয়। লোগোটি Import করুন এবং ওভারলী টাক্সে নিয়ে আসুন।

sshot-33 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

মিডিয়া ফায়ারের লিংক থেকে ডাউনলোড করুন। মাত্র ৩.১৮ মেগাবাইট।

Untitled-1 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

ভিডিও টিউটোরিয়ালের মত করে লোগোটি আপনার ইচ্ছে মত যেকোন স্থানে স্থাপন করুন।

বিভিন্ন চ্যানেলে আমরা এনিমেটেড লোগো দেখে থাকি। এখন এনিমেটেড লোগো যুক্ত করতে হলে আপনাকে অবশ্যই এনিমেটেড লোগো তৈরী করে নিতে হবে Swish-max, Flash ইত্যাদি দিয়ে। কিন্তু gif ফাইল কাজ করবে না। আপনাকে SWF ফাইলে সেভ করতে হবে এছাড়া রেডিমেট পেলেতো কথাই নাই। যুক্ত করার পদ্ধতি একই করম।

sshot-34 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

উপরের এনিমেটেড টেক্সটি আমি সুইচম্যাক্স দিয়ে করেছি। এখানে এটা swf ভিডিও হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ এনিমেটেড লোগো।

আপনি চাইলে লোগোটিকে জলছাপ হিসেবেও ব্যবহার করতে পারেন তার জন্য পর্ব-৩ এর মত ট্রান্সপেরেন্সি বাড়িয়ে নিতে হবে। নিচে ছবি দেয়া হল।

sshot-36 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

b)     ১) ভিডিওতে এনিমেটেড টেক্স যুক্ত করাঃ

প্রথমে নিচের চিত্রে Title Track এর T তে ক্লিক করুন। দেখুন অনেকগুলো টেক্স ইফেক্ট চলে এসেছে।

sshot-30  Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

এবার উপরের লিংক থেকে ডাউনলোড করা ভিডিও টিউটোরিয়ালটির Tutorial-4-ani-text~  টিউটোরিয়াল ফলো করুন। এভাবে আপনি এনিমেডেট টেক্স যুক্ত করতে পারেন।

আশাকরি ভিডিও টিউটোরিয়াল দেয়ায় বেশি সুবিধা হয়েছে।

নিচের চিত্রে দেখুন ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল ব্যবহার করতে হলে Title এ ক্লিক করে ভিডিও উইন্ডোতেও ক্লিক করতে হবে এবার যেকোন একটি সিলেক্ট।

sshot-32 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

Border/Shadow/Transparency বাটন থেকে একদম নিচের বাটন থেকে Transparency বাড়িয়ে জলছাপ এর মত করে টেক্স ব্যাবহার করা যায়। এটাই বেশী দেখা যায়।

sshot-37 Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

b) 2) ডিফল্ট হিসেবে দেয়া ইফেক্ট দিয়ে এনিমেটেড টেক্স যুক্ত করাঃ

এবার আসুন উপরে দেয়া টেক্স ইফেক্ট ব্যাবহার করি তৃতীয় ভিডিওতে এটা নিয়ে কাজ করা দেখান হয়েছে।

sshot-35  Video Editing টিউটোরিয়াল [পর্ব-৪]

এবার আপনি এক একটা নিয়ে প্রাকটিস করুন।

আমার ধারনা ভিডিও টিউটোরিয়াল দিয়ে ভালভাবে কাজগুলো বুঝানো যায়।

এখন আপনাদের একটা মতামত জানতে চাচ্ছি ভিডিও টিউটোরিয়াল দেয়ায় আপনাদের  সুবিধা হয়েছে কিনা।

মতামত অবশ্যই ভিডিও টিউটোরিয়াল দেখে তারপর দিবেন।

একটি সাধারন ঞ্জান শেয়ার করবো আপনি কি জানেন ডিকশনারির সব থেকে বড় শব্দ কোনটিঃ
গতকাল এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম, যারা জানেন না তাদের জন্য।
FLOCCINAUCINIHILIPILIFICATION (ফ্লোছিন্যাওছিনিহিলিফিলিফিকেশন)
অনেক আঞ্চলিক নাম এর থেকে বড় হতে পারে কিন্তু তা ডিকশনারীর শব্দ নয়। আবার অনেক ডিকশনারীতে এটা খুজে পাওয়া যাবে না।

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

ভাইয়া এ ভিডিও এডিটিং টিউটোরিয়াল অবশ্যই কাজের।১০০% নির্বাচিত টিউন হিসেবে আপনার টিউনটি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

FLOCCINAUCINIHILIPILIFICATION……ei kothatar mane ta ki ?

Level 0

ধন্যবাদ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    আউয়াল ভাই এখন পারবেন তো একদম সহজ করে দিয়েছি।
    আপনাকেও ধন্যবাদ।

Level 0

চেস্টায় সাইদ ভাই আপনাকে ধন্যবাদ । আমি Ulead Video Studio তে কিভাবে hollywood fx gold plugin ব্যকহার করবো একটু জানাবেন ‍প্লিজ!!!

ভালই কাজে লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই আমি কিন্তু আপনার সাথে আছি সারাক্ষন এবং নতুন কিছু শেখার আশায়। তাই দেরি কেন এগিয়ে চলুন সুপার-সনিক গতিতে …………

Level 0

হ্যালো ভাইয়া, Ulead Video Studio- 11 এটা আমার প্রয়োজন । pls download link.

    ভাইয়া পর্ব-১ এ আমি এটা ডাউনলোডের জন্য স্বপ্না আপুর করা একটি টিউনের লিংক দিয়েছি। আপনি মনে হয় পর্ব-১ দেখেননি।
    সিরিয়াল কি সহ স্বপ্না আপু আপলোড করেছে, তার দেয়া লিংক আমি দিতে পারিনা, তাই তার টিউনের লিংক দিলাম।
    https://www.techtunes.io/video-editing/tune-id/23929/

Level 0

সব গুলো পর্ব এক সাথ করতেছি। ধন্যবাদ।

সুন্দর এবং ভাল টিউন,Video Editing টিউটোরিয়াল আমার কাজে লাগবে,আমি অনেক দিন থেকেই এই রকম একটা টিউন আশা করে আসছিলাম,ধন্যবাদ আপনাকে টিউনটির জন্য।আপনার টিউটোরিয়াল গুলু আমি সংগ্রহে রেখে দিলাম।

ঢড

tuner junno tnaxx

অনেক দিন হয়ে গেলে তো
নতুন কিছু করছেন না কেন?

Achcha VDO te Logo add korle ki VDO chhobir quality ektu kome jay ?

নতুন টিউন কই?

দারুন ভাই বলার নাই। এই সব টিউন করার জন্য।

Level 0

সত্যিই আপনার টিউনগুলো অনেক কাজের। আপনার ভিডিওটিও আরও কাজের। তবে আমার একটি প্রশ্নঃ আমি ইউলিড ১১ প্লাস ব্যবহার করি সেখানে বিজয় বায়ান্ন ব্যবহার করি কিভাবে বাংলা ব্যবহার করতে পারব? আমি ফন্ট সিলেক্ট করে দিলে এলোমেলো বর্ন আসে। জানালে উপকৃত হব। আপনার কাছে উক্ত ভার্সনটির সিরিয়াল কি বা ক্রাক থাকলে তার ডাউনলোড লিংক দিলে ভাল হয়।