Masking করে আপনি সাগরে দোরাতে পারবেন অনায়াশে, পারবেন উড়তে আকাশে। Double চরিত্র বানাতে পারবেন। তার জন্য প্রয়োজনিয় ভিডিও তৈরী করতে হবে। আজকাল খবর পরায়ও দেখা যায় ব্যাকগ্রাউন্ড চেন্স করে নিয়েছে।
আপনার প্রিয় ব্যক্তির পাসে নিজেকে স্থন দেয়া সম্ভব এই টুলসটির মাধ্যমে। তবে একটু নিখুত ভাবে কাজ করতে হবে।
Masking করে অনেক ফানি ভিডিও তৈরী করা যেতে পারে।
আমার মনে হচ্ছে এখানের প্রায় সবাই Ulead এর কাজ মোটামুটি পারে তাই বিগেইনিং টিউনে মজা পাচ্ছে না তাই একটু মজা দেয়ার জন্য আজকের এই টিউনটি।সময় সুযোগ মত নতুনদের জন্য টিউন করবো।
এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
Video editing টিউটোরিয়্যাল(Part-1):Image Slide Show
Video editing টিউটোরিয়্যাল(Part-2): Audio Interchanging +
Video Editing টিউটোরিয়াল(Part-4): Logo, Animated Logo and animated Text
আসুন শুরু করি।
ধরুন একটা ভিডিওতে আমি হাটছি এখন আমি চাচ্ছি শুধু আমাকে রেখে ব্যাকগ্রাউন্ডে সমুদ্র পারের একটা ভিডিও যুক্ত করতে। দেখে মনে হবে যেন আমি সমুদ্র পারেই হাটছিলাম।
তার জন্য প্রথমে আমার চার পাশের কালারের দিকে নজর দিতে হবে।
এরকম কাজ করতে হলে আমাকে এক রঙ্গের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। বিদেশি ছবির সুটিং দেখেছেন কি কখনো তারা নিল কালারের বড় কাপর ব্যাকগ্রাউন্ডে ব্যাবহার করে।
শুধু ব্যাকগ্রাউন্ড নয় আসলে আমরা যে অংশটুকুকে ট্রান্সপারেন্ট করতে চাই তা ভিডিওর মধ্যে আলাদা হতে হবে।
চিত্রে দুটি ভিডিওকে Import করেছি।
প্রথমে যে ভিডিওটা পিছনে রাখতে চান সেটা ড্রাক করে টেনে Video track এ এনে ছেড়ে দিন। ব্যাকগ্রাউন্ডে যেকোন ভিডিও নিতে পারেন। কিন্তু যেটা Overlay হবে তার জন্য একটু কস্ট করে এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে এমন ভিডিও বেছে বের করুন।
টাইমলাইনের সিলেকশন পয়েন্টার সরিয়ে একটা অংশ কেটে নিলাম। ডানপাশের অংশ ডিলেট করে দিলাম।
যে ভিডিওটার ব্যক্তিকে রাখবেন সেটা ড্রাক করে টেনে Overlay track এ এনে ছেড়ে দেন।
আমি একটা গানের কিছু অংশে মিল পেয়েছি তাই কেটে নিচ্ছি। কাটতে নিশ্চয় সমস্যা নেই।
Overlay track এর ভিডিওটার সাইজ চিত্রের মত করে বড় করে নিতে হবে।
Fit to screen এ ক্লিক করলেই বড় হয়ে যাবে।
এবার আসল কাজ Overlay track এর ভিডিওটাতে ক্লিক করে এ অবস্থায় ডানপাশে Attribute এ ক্লিক করুন দেখুন Mask & Chroma key বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন।
এবার চিহ্নিত মার্ক-1 Apply Overlay Options এ টিক দিন।
চিহ্নিত মার্ক-4 Type এর স্থানে Chroma key থাকবে।
চিহ্নিত মার্ক-2 পেন্সিল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে (চিহ্নিত মার্ক-3 )ভিডিওর অংশে ব্যাকগ্রাউন্ড অংশে কারাল সিলেক্ট করেন। দেখুন সাথে সাথেই সিলেক্ট কৃত কালার ট্রানেসপারেন্ট হয়ে গেছে এবং পিছনের ভিডিওটা দেখা যাচ্ছে।
Color similarity “27” দেখা যাচ্ছে এটা আমি 70 থেকে কমিয়েছি। Color similarity কমিয়ে বারিয়ে Adjust করে নিতে হবে।
দেখুন 23 দেয়ায় একটু ভাল দেখাচ্ছে। ভাল মানের ভিডিও এবং নিখুত এক কালারের ব্যকগ্রাউন্ড নিতে পারলে Color similarity বেশি থাকলেও ভাল আউটপুট পাওয়া যাবে।
নিচেরটা দেখুন মোটামুটি নিখুত।
চিত্রের মত Transparency বাড়িয়ে জল ছাপের মত ইফেক্ট করতেও পারেন।
Type এ Mask Frame দিয়ে বিভিন্ন ফ্রেম নিয়ে ইফেক্ট তৈরী করতে পারেন।
কয়েকটা নিয়ে ট্রাই করে দেখুন।
এবার ভিডিওটা সেভ করুন চিত্রের মত।
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপুনি যদি অভিমান করে, আমাদের নতুনদের জন্য টিউন না করে এড়িয়ে যান। তাহলে আমরা তো শিখা থেকে বঞ্ছিত হলাম। আশা করি ধারাবাহিক ভাবে টিউন করবেন।