টেকটিউনের অতিথি ভিজিটরদের জন্য এই পোষ্ট্ (অবশ্যই দেখবেন)

বিসমিল্লাহির রাহমানীর রাহীম

আজকের এই টিউন করার চিন্তা হঠ্যাৎ করেই হল। একটু আগে দেখলাম যে আমার আমার মেইল বক্সে কয়কটা পারসোনাল মেইল এসেছে। বিষয়টা ছিল আমার টিউন সম্পর্কিত। অর্থ্যাৎ তারা আমার টিউনে মন্তব্য না করে, করেছে আমার ইমেইলে। তার কারন হিসেবে আমার মনে হয় যে হয়তবা তাদের টেকটিউনে একাউন্ট নেই। আমাদের এই টেকটিউনে এমন অনেক অতিথি ভিজিটর আছে যাদের একাউন্ট নেই ফলে মন্তব্য করতে পারে না।

মনে করে আপনি এখান থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করলেন কিন্তু আপনি কোন সমস্যায় পরলেন। তাহলে যদি আপনার একটা টেকটিউন আইডি থাকে তবে আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন হয়ত আপনার সমস্যার সমাধান পাবেন। কত ভাল হয় তাই না? তাছাড়াও আপনি কোন টিউনারের টিউন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কি আপনার উচিত নয়? তাহলে আর দেরি নয় এখনি আপনি একটি টিউনার আইডি নিয়ে নিন।

রেজিষ্টেশন করার জন্য:

১. প্রথমে http://www.techtunes.io তে যান>তারপর নিচের চিত্র মতে

এখন আপনার দেয়া ইমেইল একাউন্টে একটা মেইল যাবে

লগইন করার জন্য:

১। প্রথমে http://www.techtunes.io তে যান>তারপর নিচের চিত্র মতে

ইউজার নেইম এবঙ পাসওর্য়াড আপনাকে মেইল করে দেয়া হয়েছে।

LOG In বাটনে ক্লিক করার পর আপনি মন্তব্য করতে পারবেন।

আমি আশা করব আমাদের অতিথি ভিজিটর ভাইরা রেজিষ্টেশন করে এই পোষ্টেই প্রথম মন্তব্য করবেন। তাহলেই আমার টিউনের সার্থকতা। তবে মন্তব্যের পাশে লিখে দিবেন যে আপনি New Registered user

-সমাপ্ত-

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

asholei kaje debe visitorder .thanks amon tune korar jonno shohel vai

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ রাজ ভাই।

হুম ভাল 🙂

Level 0

সোহেল ভাই, নতুনদের অনেক কাজে লাগবে, কিন্তু এতে মন্তব্য সংখ্যা কি বাড়বে ??? মনে হয় না ,কারণ ভাল ভাল টপ টিউনারা নিখোজ এটার সমাধান করেন ,তাহলে মন্তব্য সংখ্যা কি বাড়বে !!! বিস্তারিত বললাম না এত আমার একাউন্টের সমস্যা হবে, ধন্যবাদ……..।

ধন্যবাদ সোহেল ভাই, Avwg Av‡M RvbZvg bv-

ধন্যবাদ ণতুন দেখলাম technology সাইট , ইন্টারনেটে বিঙ্গাপন দেছে আপনিও join করতে পারেন admin এর সাথে যোগাযোগ করুন http://bgdzone.com/technology/

ভাল তো !

Level 0

ভাই প্রতারকের টিউনটা কই গেল? এত কষ্ট করে কমেন্ট করলাম। ডিলেট করে দিলেন নাকি?

    Level 0

    আমার মনে হয় মডারেটর পেন্ডিং মাইরে দেছে

    যাক এভাবে চলতে থাকলে টেকটিনের উজ্জ্বল ভবিষ্যতের যা অবস্থা হবে

    Level 0

    আরো একটা হতে পারে টিউনার নিজেই ড্রাফট মেরে দিয়েছে;
    তবে ্টিউনার সেটা না করার সম্ভবনা কম

    ভাই টিউনটা মডারেটররা পেনডিং করে দিছে।

    Level 0

    মডারেটরদের নজর দেখে আশান্বিত হলাম আবার টেকটিউনের সুদিন ফিরে পাবার প্রত্যাশায়। সোহেল ভাই আপনার টিউনটার জন্য ধন্যবাদ।এগিয়ে যান সামনের দিকে 😉

Level 0

নতুনদের কাজে লাগবে

কিন্তু আরো এডভান্স লেভেলের টিউন করতে হবে
কারন বয়স কিন্তু ৩৭ হতে চলল

ভালো হল ধন্যবাদ সোহেল ভাইকে।

খুবই প্রয়োজনিয় একটা বিষয় নিয়ে লিখেছেন।ভাইরে আমার কাছেও একি অবস্থা।টেকটিউনে মন্তব্য না করে সরাসরি মেইল করে।প্রতিদিন অসংখ্য মেইল পাই এরকম।আপনার টিউনের পর আশা করছি সেই সব ভাইয়েরা টেকটিউনের সদস্য হয়ে লগ ইন করে মন্তব্য করবেন।এতে দুটো লাভ।আপনি সন্মানীত সদস্য হলেন এবং সবাই আপনাকে চিনলো,আপ্নার প্রযুক্তি বিষয়ক যে কোন সমস্যায় এগিয়ে আসবে সবাই আর দ্বিত্বীয় লাভ হলো আপনার মন্তব্যে টিউনার অনুপ্রানীত হলো।ধন্যবাদ সোহেল ভাই সময়োচিত টিউনটির জন্য।

    ধন্যবাদ প্রবাসী ভাই।

vai amar chok kula desan ajonno donno bad amader uchet ja vaira amadar sundor sundor softwer upohar dai tader ka kitoggo janano uchet

Level 0

অতিথি ভিজিটর ভাই ও বোন আপনারা আপনাদের পাসওর্য়াড পরিবর্তন করতে পারবেন ।

    ধন্যবাদ কমল ভাই। তথ্য যোগ করার জন্য্

Level 0

সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার টিউনটার জন্য । আমি একজন অতিথি ভিজিটর প্রায় ১ বছর ধরে।এখানে আমি প্রতিদিনই আসি এবং অনেক অনেক কিছু শিখেছি ,জেনেছি নীরব পাঠক হয়ে। মন্তব্য কবর বলে ১ বার লগিনও করি কিন্তু ইমেল পাইনি ।তারপর আর try করিনি বাংলা লেখার ভয়ে।কিন্তু আপনার লেখা এই লাইনটা পড়ে খারাপ লাগল। ( এতাছাড়াও আপনি কোন টিউনারের টিউন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কি আপনার উচিত নয়?) সত্যি বলতে আমি অনেক অনেক সফট্ কালেকশন করেছি কিন্তু ভালো খারাপ কোনো মন্তব্যই করিনি এটা আসলে উচিৎ নয় তাই আপনার টিউনটি পড়ে লগিন এবং মন্তব্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম——ভালো থাকবেন

    সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি একন মন্তব্য করবেন এবং পরবর্তিতে টিউন ও করবেন।

ভাল হইছে কিন্তু মনে হচ্ছে সোহেল ভাই এর বয়স ১২ তে নামছে………………………… :d

    না ভাই নামে নাই। কিন্তু টিউনটা করা জরুরী ছিল।

এখন আর অতিথি নই ……………. ধন্যবাদ সোহেল ভাইকে।

    Log in password পরির্বতন করবো কিভাবে?

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং টেকটিউনে স্বাগতম।