বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আজকের এই টিউন করার চিন্তা হঠ্যাৎ করেই হল। একটু আগে দেখলাম যে আমার আমার মেইল বক্সে কয়কটা পারসোনাল মেইল এসেছে। বিষয়টা ছিল আমার টিউন সম্পর্কিত। অর্থ্যাৎ তারা আমার টিউনে মন্তব্য না করে, করেছে আমার ইমেইলে। তার কারন হিসেবে আমার মনে হয় যে হয়তবা তাদের টেকটিউনে একাউন্ট নেই। আমাদের এই টেকটিউনে এমন অনেক অতিথি ভিজিটর আছে যাদের একাউন্ট নেই ফলে মন্তব্য করতে পারে না।
মনে করে আপনি এখান থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করলেন কিন্তু আপনি কোন সমস্যায় পরলেন। তাহলে যদি আপনার একটা টেকটিউন আইডি থাকে তবে আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন হয়ত আপনার সমস্যার সমাধান পাবেন। কত ভাল হয় তাই না? তাছাড়াও আপনি কোন টিউনারের টিউন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কি আপনার উচিত নয়? তাহলে আর দেরি নয় এখনি আপনি একটি টিউনার আইডি নিয়ে নিন।
১. প্রথমে http://www.techtunes.io তে যান>তারপর নিচের চিত্র মতে
এখন আপনার দেয়া ইমেইল একাউন্টে একটা মেইল যাবে
১। প্রথমে http://www.techtunes.io তে যান>তারপর নিচের চিত্র মতে
ইউজার নেইম এবঙ পাসওর্য়াড আপনাকে মেইল করে দেয়া হয়েছে।
LOG In বাটনে ক্লিক করার পর আপনি মন্তব্য করতে পারবেন।
আমি আশা করব আমাদের অতিথি ভিজিটর ভাইরা রেজিষ্টেশন করে এই পোষ্টেই প্রথম মন্তব্য করবেন। তাহলেই আমার টিউনের সার্থকতা। তবে মন্তব্যের পাশে লিখে দিবেন যে আপনি New Registered user
আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
asholei kaje debe visitorder .thanks amon tune korar jonno shohel vai