আলাদা ভাবে টুলসের পরিচিতি দিচ্ছি না কাজের মাধ্যমেই পরিচয় হয়ে যাবে।
Ulead Video Studio- 11 দিয়ে ভিডিও থেকে অডিও আলাদা এবং অন্য অডিও সংযোজন করা খুবই সহজ। মাঝেমাঝে আমাদের অনেকেরই এটা করার প্রয়োজন হয়।
ছোট খন্ড Video clip একত্রিত করার জন্যও Ulead খুব কাজের। অনেক দোকানে এটা দিয়ে তাদের ক্যাপচার করা ভিডিও এডিট করে থাকে।
প্রথমে Ulead Video Studio- 11 ইনেস্টল দিয়ে নেই এবং ওপেন করি।
এবার চিত্রে দেখান বাটনে ক্লিক করে একটি ভিডিও ফাইল Import করি। এক্ষেত্রে আমি একটি ভিডিও গান নিয়েছি।
এবারে গানটি নিচে Timeline এ নিতে হবে কিন্তু ডিফল্ট অবস্থায় Storyboard view দেখা যায়।
চিত্রের নিচের বাম পাশে মার্ক করা বাটনে ক্লিক করে Timeline নিয়ে আসতে হবে এবং Import করা ভিডিও ফাইলটিকে ড্রাক করে টেনে টাইমলাইনের ভিডিও ট্রাকে ছাড়তে হবে এর নিচেরটা Overly track.
চিহ্নিত মার্ক 3 নম্বরে টাইমলাইন জুম করার বাটন দেখান হচ্ছে। ভিডিও কাটার জন্য এর খুব প্রয়োজন। খুব ছোট অংশ কাটতে টাইমলাইন বড় করে দেখতে হয়।
চিহ্নিত মার্ক 1 নম্বরে টাইমলাইনের টাইম সিলেকশন পয়েন্টার দেখান হচ্ছে। এটাকে সরিয়ে ভিডিওর বিভিন্ন স্থানে যাওয়া যাবে।
যেখানে ভিডিওটাকে কাটতে হয় সেখানে পয়েন্টারকে রাখতে হয়। দেখুন পয়েন্টার সরানোর ফলে চিহ্নিত মার্ক 2 এর সিজার একটিভ দেখাচ্ছে। চিত্রে সরানো হয় নাই।
কাটা কাটি সামনে আরো ক্লিয়ার করা হবে।
এবার আসুন অডিও আলাদা করি চিত্রে দেখুন Split Audio দেখান হয়েছে। এটাতো বলার দরকার নেই যে এটা রাইট বাটন ক্লিক করে আনতে হবে।
চিত্রে দেখান অডিও ফাইলটিকে এবার সিলেক্ট করে ডিলেট করে দিন(চিহ্নিত মার্ক-1) এবং আপনার প্রয়োজনিয় অডিও ফাইলটি Import করে তা এখানে এনে ছেড়ে দিন।
কাজ শেষ এবার আউট পুট নিতে হবে।
আবার ধরুন আপনার ভিডিও ফাইলটির অডিও Delete করতে চাচ্ছেন না বরং তার সাথে মিউজিক যোগ দিতে চাচ্ছেন তাহলে 2 নম্বরে দেখান মার্ক করা স্থানে আপনার মিউজিক ফাইলটি এনে ছেড়ে দিন। এক্ষেত্রে Audio Split না করলেও হবে। এছাড়া দুটোই করতে পারেন।
আউটপুট নিতে Share এ ক্লিক করতে হবে এবং চিত্রের মত সিলেক্ট করুন।
এবার যারা Windows Movie Maker দিয়ে পুর্বের প্রযেক্টটি করেছেন তারা Part-1 এর কাজটি Ulead দিয়ে করতে চেস্টা করুন। সুবিধার জন্য আমি কিছু ছবি দিয়ে দিলাম।
ও একটা কথা এখানে ছবি Import নেয়া একটু আলাদা চিত্রে দেখুন।
বাকি কাজ Part-1 এর মতই।
শুধু কমেন্ট করলে আমিতো খুশি হব কিন্তু প্রাক্টিস না করলে আপনার কোন লাভ হবে না।
সমস্যা হলে জানাবেন।
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়াখুব সুন্দর টিউন, নবীন ভিডিও এডিটর দের কাজে লাগবে। চালিয়ে যান।