Video Editing টিউটোরিয়াল [পর্ব-২] | Ulead Video Studio- 11 দিয়ে ভিডিও থেকে অডিও আলাদা এবং অন্য অডিও সংযোজন + Part-1 এর কাজ Ulead দিয়ে করা।

আলাদা ভাবে টুলসের পরিচিতি দিচ্ছি না কাজের মাধ্যমেই পরিচয় হয়ে যাবে।

Ulead Video Studio- 11 দিয়ে ভিডিও থেকে অডিও আলাদা এবং অন্য অডিও সংযোজন করা খুবই সহজ। মাঝেমাঝে আমাদের অনেকেরই এটা করার প্রয়োজন হয়।

ছোট খন্ড Video clip একত্রিত করার জন্যও Ulead খুব কাজের। অনেক দোকানে এটা দিয়ে তাদের ক্যাপচার করা ভিডিও এডিট করে থাকে।

প্রথমে Ulead Video Studio- 11 ইনেস্টল দিয়ে নেই এবং ওপেন করি।

sshot-01 Video editing টিউটোরিয়্যাল(Part-2): Ulead Video Studio-  11 দিয়ে ভিডিওর Audio Interchanging.

এবার চিত্রে দেখান বাটনে ক্লিক করে একটি ভিডিও ফাইল Import করি। এক্ষেত্রে আমি একটি ভিডিও গান নিয়েছি।

sshot-22 Video editing টিউটোরিয়্যাল(Part-2): Ulead Video Studio-  11 দিয়ে ভিডিওর Audio Interchanging.এবারে গানটি নিচে Timeline এ নিতে হবে কিন্তু ডিফল্ট অবস্থায়  Storyboard view দেখা যায়।

sshot-23 Video editing টিউটোরিয়্যাল(Part-2)

চিত্রের নিচের বাম পাশে মার্ক করা বাটনে ক্লিক করে Timeline নিয়ে আসতে হবে এবং Import করা ভিডিও ফাইলটিকে ড্রাক করে টেনে টাইমলাইনের ভিডিও ট্রাকে ছাড়তে হবে এর নিচেরটা Overly track.

চিহ্নিত মার্ক 3 নম্বরে টাইমলাইন জুম করার বাটন দেখান হচ্ছে। ভিডিও কাটার জন্য এর খুব প্রয়োজন। খুব ছোট অংশ কাটতে টাইমলাইন বড় করে দেখতে হয়।

চিহ্নিত মার্ক 1 নম্বরে টাইমলাইনের টাইম সিলেকশন পয়েন্টার দেখান হচ্ছে। এটাকে সরিয়ে ভিডিওর বিভিন্ন স্থানে যাওয়া যাবে।

যেখানে ভিডিওটাকে কাটতে হয় সেখানে পয়েন্টারকে রাখতে হয়। দেখুন পয়েন্টার সরানোর ফলে চিহ্নিত মার্ক 2 এর সিজার একটিভ দেখাচ্ছে। চিত্রে সরানো হয় নাই।

কাটা কাটি সামনে আরো ক্লিয়ার করা হবে।

sshot-24 Ulead Video Studio- 11 দিয়ে ভিডিওর Audio Interchanging.

এবার আসুন অডিও আলাদা করি চিত্রে দেখুন Split Audio দেখান হয়েছে। এটাতো বলার দরকার নেই যে এটা রাইট বাটন ক্লিক করে আনতে হবে।

sshot-25 Ulead Video Studio- 11 দিয়ে ভিডিওর Audio Interchanging.

চিত্রে দেখান অডিও ফাইলটিকে এবার সিলেক্ট করে ডিলেট করে দিন(চিহ্নিত মার্ক-1) এবং আপনার প্রয়োজনিয় অডিও ফাইলটি Import করে তা এখানে এনে ছেড়ে দিন।

কাজ শেষ এবার আউট পুট নিতে হবে।

আবার ধরুন আপনার ভিডিও ফাইলটির অডিও Delete  করতে চাচ্ছেন না বরং তার সাথে মিউজিক যোগ দিতে চাচ্ছেন তাহলে 2 নম্বরে দেখান মার্ক করা স্থানে আপনার মিউজিক ফাইলটি এনে ছেড়ে দিন। এক্ষেত্রে Audio Split না করলেও হবে। এছাড়া দুটোই করতে পারেন।

আউটপুট নিতে Share এ ক্লিক করতে হবে এবং চিত্রের মত সিলেক্ট করুন।

sshot-13 Ulead Video Studio- 11 দিয়ে ভিডিওর Audio Interchanging.

এবার যারা Windows Movie Maker দিয়ে পুর্বের প্রযেক্টটি করেছেন তারা  Part-1 এর কাজটি Ulead দিয়ে করতে চেস্টা করুন। সুবিধার জন্য আমি কিছু ছবি দিয়ে দিলাম।

ও একটা কথা এখানে ছবি Import নেয়া একটু আলাদা চিত্রে দেখুন।

sshot-26 Video editing টিউটোরিয়্যাল(Part-2): Ulead Video Studio-  11 দিয়ে ভিডিওর Audio Interchanging.

sshot-27 Video editing টিউটোরিয়্যাল(Part-2): Ulead Video Studio-  11 দিয়ে ভিডিওর Audio Interchanging.sshot-28 Video editing টিউটোরিয়্যাল(Part-2): Ulead Video Studio-  11 দিয়ে ভিডিওর Audio Interchanging.

বাকি কাজ Part-1 এর মতই।

শুধু কমেন্ট করলে আমিতো খুশি হব কিন্তু প্রাক্টিস না করলে আপনার কোন লাভ হবে না।

সমস্যা হলে জানাবেন।

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়াখুব সুন্দর টিউন, নবীন ভিডিও এডিটর দের কাজে লাগবে। চালিয়ে যান।

    কোথায় নবিন ভিডিও এডিটর সবাই মনে হচ্ছে পারে।
    টেকটিউনসে থাকলে কখনও কারো কাজে আসবে।

সাইদ ভাই আগে Ulead টা Download করে নেই।তারপর চেষ্টা করব।আমি আপনার সবগুলো টিউটোরিয়ালই করব।সাথে আছি,থাকব।ধন্যবাদ।

    ইচ্ছা থকলে পারবেন। ডাউনলোড না দিয়ে আগে দেখুন কারো কাছ থেকে ম্যানেজ করা যায় কিনা।

সব কাজ শেষ হলে কি ভাবে সেভ করলে,ভিডিও টি ডিভিডি এবং সিডিতে চালানো যাবে।

    সেভ করাতো উপরে দেখান হয়েছে। mpg ফাইলটা সিডিতে ভিডিও সিডি হিসেবে রাইট করলেই চলবে।
    আর ভিডিও ডিভিডির ব্যাপারে কমেন্টে বলা সম্ভব নয়। প্রায় একটা টিউন হয়ে যাবে।

Level 0

প্রিয়তে রাখলাম, ধন্যবাদ।

চিহ্নিত মার্ক 1 নম্বরে । এই ১ নম্বর তো দেখছি না।

    আপনার মনে হয় লাল গোলাপি কালার প্রিয় তাই নিল কালার চোখে পরেনি।

    আউয়াল ভাই আপনার প্রদর্শিত নামটা লাল কালার করুন। এর জন্য আপনাকে প্রফাইলে নিজের ওয়েব ঠিকানা দিতে হবে। খুবই সহজ।

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ধন্যবাদ খব ইইই ভাল হইসে…………ভাল থাকবেন

Level New

ভাইজান এত সহজে কি ভিডিও এডিটিং শেখা যায়!
তাহলে ভিডিও এডিটিং এর জন্য ২-৬ মাস এর কোর্স আছে কেন।

আর আপনি যেটা শেখাচ্চেন তা অন্য সফটওয়ার দিয়ে অনেক সহজে কার যায়।
এত ঝামেলা করার প্রয়োজন পড়ে না।

    Level 0

    ভাই আপনি পারেন আপনাকে স্বাগতম.. কিছু আপনিও শিখান। শুধু বললেই তো কাজ হবেনা। আমরা বলতে পারি সবই। কিন্তু কিছু করতে পারিনা। কেউ কিছু দিলে সেটা খোলা মনে গ্রহন করতে হয়। এটা আমার নিজেস্ব মতামত।

    ভাই চেস্টা করে দেখি কতটা পারি।

    Ulead এর এক একটা কাজের জন্য আলাদা আলাদা একাধিক সফট ব্যবহার করলে অনেক কস্ট হয়ে যাবে। হাত দিয়ে মাটি খোড়া আর কি!
    সত্যই ভাই অনেক ঝামেলা
    ভিডিও টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই এডিটিং বুঝানো যায়। আমি ভিডিও টিউটোরিয়াল কাজ শেখার ক্ষেত্রে বেশি পছন্দ করি।
    ৩০ সেকেন্ডের ভিডিও টিউটোরিয়াল দিয়ে যা বুঝানো যায় তা লিখতে ১ঘন্টা লাগে।
    আর ধারাবাহিক টিউটোরিয়াল তো কথাই নাই।

    তবুও লিখি মনের আনন্দে।

চেস্টায় সাইদ ভাই আপুনী কাহারো কথা না শুনে টিউন করে যান। আমরা কিন্তু আপনার টিউন এর অপেক্ষায় থাকব। আর azad0101 ভাই কোর্স হল একটা আর টিউন হল
আরেকটা। যাহা আমরা সবাই জানি যেখান থেকে কোন পোগ্রামের বেসিক ধারনা পাওয়া যায়। আর ঘরে বা অন্য কোথাও বসে বিনামূল্য পাওয়া এইটা কি কম?
যদি সব কিছু পুরোপুরি পেতে চান, তাহলে টেকটিউন্স এর কোন টিউন এ আপনার কাজে আসবেনা।

কাজে আসবে

Thank you.

Thank you.

Level 0

Nice but where can i find the ulead software?

Level 0

windows 7 এর জন্য কি software

Level 0

ভাই ভিডিও এডিটিং করতে আমার অনেক শখ তবে এই সফটওয়্যারে ডিফোল্ড ইফেক্ট থাকে পারলে নতুন কোন ইফেক্ট বা প্লাগইন দেন যেটা দিয়ে অভিজ্ঞ ভিডিও সম্পাদকের মত কাজ করতে পারি। ধন্যবাদ

Ulead ও corel কি একই? আশা করি উত্তর পাবো …………