Video Editing টিউটোরিয়াল [পর্ব-১] | Ulead Vieo Studio- 11 এ কাজ করবো প্রাথমিক শুরুটা সহজ করার জন্য মুভি মেকার। Windows Movie maker দিয়ে Image Slide Show ভিডিও ক্লিপ তৈরী করা দেখাবো

আমরা অনেকেই Image Slide Show ভিডিও ক্লিপ তৈরী করতে পারি। হয়তোবা অনেকেই এই দুটো সফটাওয়্যার বাদে অন্য সফটাওয়্যার ব্যবহার করেন। তাদের আমি বলছি না Ulead Video Studio ব্যবহার করতে। যারা শিখতে চান শুধু তাদের জন্যই।

আমি আমার প্রিয় ছবিগুলো দিয়ে মুভি ক্লিপ বানিয়ে সাথে যুক্ত থাকে প্রিয় গান এবং তা কনভার্ট করে মোবাইলে রাখি।

একটু বিস্তারিত লিখতেছি নতুনদের কথা ভেবে।

প্রথমে Start—all program—windows movie maker ওপেন করুন।

নিচের ছবির মত File—Import into Colections এখানে ক্লিক করলে যে উইন্ডো আসবে সেখান থেকে ব্রাউজ করে আপনার পছন্দের ছবিগুলো সিলেক্ট করে ওপেন করুন।

sshot-14 Video editing টিউটোরিয়্যাল(Part-1)

একাধিক ছবি এক সাথে সিলেক্ট করা যাবে।

দেখুন নিচের ছবির মত Colections এ আপনার সিলেক্ট করা ছবিগুলো এসেছে।

এবার একদম নিচে দেখুন মাউস দিয়ে ড্রাক করে টেনে টাইম লাইনের ছবির জন্য নির্ধারিত স্থানে ছবি নিয়ে এসেছি। আপনার যেটা প্রথমে বসাতে হবে সেটাকে প্রথমে এনে ছেড়ে দিতে হবে। টাইম লাইনের যেখানেই ছাড়ুন তা পর্যায়ক্রমে বসবে।

sshot-15 Video editing টিউটোরিয়্যাল(Part-1)

তাই সিরিয়ালটা আপনাকে প্রথমেই  ভেবে নিতে হবে। কাজের সময়ই বুজতে পারবেন।

দুটো ছবির মাঝে ছোট ছোট ঘরগুলো হচ্ছে Effects বসানোর জন্য। ছবিতে উপরে মার্ক করা ড্রপডাউন লিস্ট থেকে Video Transitions সিলেক্ট করলে Effects গুলো প্রদর্শিত হবে। এবার আপনার ইচ্ছে মত ছোট ঘর গুলোতে টেনে টেনে বসান।

sshot-16 Video editing টিউটোরিয়্যাল(Part-1)

Play করে দেখুন। স্লো চলছে তাই না। ছবির সময় কাল কমাতে হবে। তার জন্য টাইম লাইনে ছবিকে সংকুচিত করতে হবে।

নিচের ছবিতে মার্ক করা স্থানে এ ক্লিক করে Time line এর স্থানে Show Storyboard  নিয়ে আসতে হবে এবং বাম পাশে zoom+ দিয়ে টাইম লাইন বড় করতে হবে। ছবির শেষ প্রান্তে মাউস নিয়ে গেলে ছবির মত লাল আসবে এবং তখন মাউস চেপে রেখে ছবিকে মোডিফাই করা যাবে। আমরা এখানে সংকোচিত করবো।

sshot-17 Video editing টিউটোরিয়্যাল(Part-1)

এভাবে সবগুলো ছবির লেন্থ ছোট করবো এবং ৩ থেকে ৪ সেকেন্ড এ রখবো।

এবার একটি অডিও ফাইল Import করুন প্রথমের নিয়মে এবং তা ড্রাক করে ছবিতে প্রদর্শিত স্থানে বসিয়ে দেন। অডিও এর লেন্থ ভিডিওর সমান করে দেন।

sshot-18 Video editing টিউটোরিয়্যাল(Part-1)

Play করে একবার ট্রাইল দিতে পারেন এবার Movie File এ সেভ করার পালা নেচের চিত্র দেখেই পারবেন। File এ গিয়ে Save Movie File.

sshot-19

পরবর্তি পর্বে আমি Ulead Video Studio- 11 নিয়ে লিখবো। এটা ভাল ভাবে করতে পারলে Ulead এ কাজ সহজ লাগবে।

Ulead Video Studio যাদের ডাউনলোড করার প্রয়োজন তারা স্বপ্না আপুর টিউনটা থেকে ডাউনলোড করে নিন।

সমস্যা হলে জানাবেন।

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনদের কাজে আসবে । কিছুদিন আগে Ulead Video Studio- 11 plus software নিয়ে একটি টিউন করেছি but সময়ের অভাবে টিউটোরিয়াল দেওয়া হয়নি । আপনার এই প্রচেষ্ঠাকে স্বাগত জানাই । ধন্যবাদ ।

    ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। আপনার টিউনটির জন্য আমার কাজটা একটু সহজ গেছে।

Level 0

চেস্টায় সাইদ ভাই, তথ্যবহুল পোস্ট, আশাকরি নতুন অনেকেরই কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি টপিকটি উপস্হাপন করার জন্য।

    জি ভাই এই টিউনটা নতুনদের কথা ভেবেই করা।
    কিন্তু Ulead Video Studio- 11 নিয়েই টিউন করতে বসে ছিলাম।
    পরে ভাবলাম প্রথমে এটা দিয়ে দেই।

ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি নতুনদের কাজে আসবে।

    আপনাকেও ধন্যবাদ।
    মাঝারি পুরনদের কাজে আসার জিনিস রেডি আছে।

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য তবে একটাই অনুরোধ মাঝ রাস্তায় থেমে যাবেন না প্লিজ, আশা করি পুরোটা কমপিলিট করবেন

    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

    আমি Ulead Video Studio তে কিছু কাজ রেডি করেছি তাই Part ব্যবহার করেছি।
    আমি চেস্টা করবো আরো কিছু নিয়ে উপস্তিত হতে।

ধন্যবাদ, আমার কাজে আসবে ।

    আশাকরি আমি যতটুকু দেখিয়ে দিব তা দিয়ে Ulead Video Studio তে কাজ করতে পারবেন।

হুম্‌ , খুব সুন্দর টিউন। উপস্থাপনাও বেশ ভাল। শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂 ।

দারুন আরেকটা টিউটোরিয়ালের স্টার্ট …… যেন ঠিক ঠাক মত শেষ হয়ে সকলের কল্যানে আসে …. এই কামণা ই করি।

ভাই Ulead Video Studio এর টিউন এর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে।

Level 0

দারুন একটা জিনিষ নিয়ে শুরু করলেন, ধন্যবাদ আপনাকে।

    আমি আসলে Ulead এর একটা মজাদার কাজ রেডে করেছিলাম পোস্ট করার জন্য কিন্তু পরে ভাবলাম প্রথম থেকেই শুরু করি। যাতে নতুন পুরান সবার বোধগম্য হয়।
    সেটা পাবেন Part-3 তে।

আপনার ক্লাসেও ভর্তি হয়েছি।এক সঙ্গে দু’টো ক্লাস করছি।পারবো তো?

আপনার মাধ্যমে আমার Video Ediding শুরু হল।চালিয়ে যান।ধন্যবাদ।

    Ulead Video Studio এর মোটামুটি ভাল ধারনা দেয়ার চেস্টা করবো।
    সফটওয়ারটা আছে তো না থাকলে ম্যানেজ করেন।

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

ভাই আপনি চালিয়ে যান। আমি আপনার নিয়মিত ধারাবাহিক টিউনের পাঠক। ভালো হচ্ছে। ধন্যবাদ

Level 0

ভাই আমি ভিডিও এডিটিং পারি না। আপনার কাছ থেকেই পুরাটা শিখব ভাই। যদি আপনি কনটিনিউ করেন।

চেস্টায় সাইদ ভাই আপুনী কাহারো কথা না শুনে টিউন করে যান। আমরা কিন্তু আপনার টিউন এর অপেক্ষায় থাকব। আর azad0101 ভাই কোর্স হল একটা আর টিউন হল
আরেকটা। যাহা আমরা সবাই জানি যেখান থেকে কোন পোগ্রামের বেসিক ধারনা পাওয়া যায়। আর ঘরে বা অন্য কোথাও বসে বিনামূল্য পাওয়া এইটা কি কম?
যদি সব কিছু পুরোপুরি পেতে চান, তাহলে টেকটিউন্স এর কোন টিউন এ আপনার কাজে আসবেনা।

চেস্টায় সাইদ ভাই আপুনী কাহারো কথা না শুনে টিউন করে যান। আমরা কিন্তু আপনার টিউন এর অপেক্ষায় থাকব। আর azad0101 ভাই কোর্স হল একটা আর টিউন হল
আরেকটা। যাহা আমরা সবাই জানি যেখান থেকে কোন পোগ্রামের বেসিক ধারনা পাওয়া যায়। আর ঘরে বা অন্য কোথাও বসে বিনামূল্য পাওয়া এইটা কি কম?
যদি সব কিছু পুরোপুরি পেতে চান, তাহলে টেকটিউন্স এর কোন টিউন এ আপনার কাজে আসবেনা।.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

চেস্টায় সাইদ ভাই আপুনী কাহারো কথা না শুনে টিউন করে যান। আমরা কিন্তু আপনার টিউন এর অপেক্ষায় থাকব। আর azad0101 ভাই কোর্স হল একটা আর টিউন হল
আরেকটা। যাহা আমরা সবাই জানি যেখান থেকে কোন পোগ্রামের বেসিক ধারনা পাওয়া যায়। আর ঘরে বা অন্য কোথাও বসে বিনামূল্য পাওয়া এইটা কি কম?
যদি সব কিছু পুরোপুরি পেতে চান, তাহলে টেকটিউন্স এর কোন টিউন এ আপনার কাজে আসবেনা।<<<<<<<<<<<<

Level 0

দারুণ। পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম।

balo laglo

    Level 0

    সাইদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য। আমার কাছে ulead video studio-10 আছে কিন্ত সমস্যা হল vista তে ঠিক মত কাজ করেনা যেমন গান সেট করে project চালালে কোন sound হয়না।এখন আবার computer hang হয়ে যাচ্ছে এর কারন কি বুঝতে পারছেন? XP তে কোন সমস্যা হয়না

ভাই,Ulead Vieo Studio- 11 এর ডাউনলোড লিঙ্ক টা দিলে ভালো হত।

Level 0

ভাই, আমার windows live movie maker আপনার ছবির মত আসে না। একটু অন্যরকম আসে। ওখানে স্লাইড তৈরি করা যায়, কিন্তু, ছবির লেন্থ আর মিউজিক লেন্থ অ্যাডজাস্ট হওয়ার পদ্ধতিটা বুঝতেসি না। আমার উইন্ডোজ ৭। এখানে কি পদ্ধতি আলাদা?

অনেক সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
free graphics template ডাউনলোড করতে এখানে ক্লিক করুন