আপনি হয়ত আপনার blogger সাইট এ অনেকগুলো পোস্ট এ ভুল করে কোনো label দিয়েছেন বা আপনি কোন কারনে আপনি কোনো label edit বা নতুন কোনো label দিতে চাচ্ছেন যেটা আপনার অনেকগুলো পোস্ট এ করা দরকার। আপনি কি একটা একটা করে edit/remove করবেন ?
উহু আপনি হয়ত জানেন না এটা করার জন্য blogger এর রয়েছে exclusive পদ্ধতি যেটা আপনি আপনার WordPress সাইটেও এত সহজে করতে পারবেন না। কথা না বাড়িয়ে আমি দেখাবো কিভাবে করবেন। আপনি শুধু step by step ফলো করুন।
Step 1: আপনি যদি অনেকগুলো পোস্ট এ নতুন label যোগ করতে চান তাহলে আপনার প্রয়োজন মত পোস্ট এর লিমিট বাড়িয়ে নিন। তবে একসাথে ৫০ টার বেশি পোস্ট এ কাজ করতে পারবেন না।
Step 2: যে পোস্টগুলোতে নতুন label যোগ করবেন সেগুলো সিলেক্ট করুন। তারপর New label এ ক্লিক করুন একটা label দিন এবং ok করুন। save না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন যে পোস্টগুলি সিলেক্ট করেছিলেন সেগুলিতে আপনার নতুন label টি add হয়ে গেছে।
1. আপনি যদি আরো পোস্টগুলোতে label add করতে চান তাহলে পরবর্তী page এ যান। Older posts arrow বাটন এ ক্লিক করুন অথবা page number সিলেক্ট করুন।
2. আপনি যদি কোনো একটি বিশেষ লেবেলে নতুন label add করতে চান তাহলে সেই label আগে সেলেক্ট করুন তারপর Step 1 এবং Step 2 ফলো করুন।
Step 1: প্রথমে আপনি যে label টি remove করতে চাচ্ছেন সেই label টি সিলেক্ট করুন।
Step 2: যে যে পোস্টগুলো থেকে label টি remove করতে চাচ্ছেন সেগুলো ম্যানুয়ালি সিলেক্ট করুন আর যদি সব পোস্টগুলো থেকেই remove করতে চান তাহলে নিচের স্ক্রীনশটটি দেখুন।
Step 3: তারপর নিচের স্ক্রীনশর্টটি দেখুন। আপনি ঠিক যে label টি remove করতে চান ঠিক সেই label টিই dropdown মেনু থেকে সিলেক্ট করুন। ভুল করে অন্য কোনো label সিলেক্ট করবেন না।
প্রতিটা কাজের শেষে page refresh করুন তানা হলে যখন আপনি আবার নতুন করে কোনো label ডিলিট করতে যাবেন তখন সমস্যা হতে পারে |
**আমার নিজস্ব music ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন | কেমন হয়ছে জানাতে ভুলবেন না | ধন্যবাদ সবাইকে**
আমি এলোমেলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working at Freelancer.com for 2 years as a WordPress theme developer and also have 6 years experience on blogger. html, css, jQuery, bootstrap, responsive design expert.
haa haa darun jinis share korecen vaii thanks