আপনার pendrive কে বহুমুখী প্রতিভাবান বানিয়ে ফেলুন ! এক পেনড্রাইভ দিয়েই সব OS ইন্সটল হবে এবার, pendrive কে বানান মাল্টিবুটেবল, একদম সহজে !!(Using Xboot or Yumi)

আসসালামু-আলাইকুম,

আশাকরি সবাই ভাল আছেন । বেশ কিছুদিন আগে একটা টিউন করেছিলাম যেটা ছিল Pendrive-কে সহজে কিভাবে বুটেবল বানাবেন ।

যারা টিউনটি আরেকবার দেখতে চান এখানে ক্লিক করুন ।

আজকে দেখাব কিভাবে pendrive-কে multiboot বানাবেন , অর্থাৎ এক pendrive দিয়ে আপনি win xp, win 7 , win 8 দিতে পারবেন ।

তো আসুন, শুরু করি (এখানে আমি 2 টি পদ্ধতি দিচ্ছি)

প্রথম পদ্ধতি

প্রথমে এখান থেকে XBoot ডাউনলোড করে নিন ।

এবার কাজ শুরু করার পালা ।

  • সফটওয়্যার টি প্রথমে রান করান ।
  • এবার আপনার .iso ফাইল drug করে drop করুন ।

  • এবার এমন একটা window আসবে ।

  • এরপর একটা catagory সিলেক্ট করুন ।

  • এভাবে সব drug-drop করুন ।
  • এরপর Create USB -তে ক্লিক করুন ।

  • এমন একটা window আসবে ...

  • এখন USB DRIVE সিলেক্ট করুন তারপর কিছু চেঞ্জ না করে OK করুন ।
  • এমন দেখতে পারবেন ।

  • এরপর কাজ হয়ে গেলে এভাবে OK করুন ।

হয়ে গেল আপনার Multiboot Pendrive !!

বিঃদ্রঃ এর দ্বারা আপনি windows 8 বুটেবল বানাতে পারবেন না ।

তাই দ্বিতীয় পদ্ধতি দিলাম...

দ্বিতীয় পদ্ধতি

এখান থেকে Yumi ডাউনলোড করুন

  • এবার পিসিতে Pendrive insert করুন ।
  • my computer-এ আপনার pendrive শো করবে ।

http://www.wikihow.com/images/2/28/Create-a-Multi-Boot-USB-Drive-with-Yumi-Step-3.jpg

  • এরপর Yumi রান করান ।
  • এবার আপনার pendrive-এর letter সিলেক্ট করুন

http://www.wikihow.com/images/0/0f/Create-a-Multi-Boot-USB-Drive-with-Yumi-Step-5.jpg

  • এবার catagory সিলেক্ট করুন ( আপনি কোন ধরনের iso ইমেজ নিচ্ছেন ) এখানে আপনি ubunti, linux, win xp, win 7,win 8 এবং আরও catagory দেখতে পারবেন। প্রয়োজন মত catagory নির্বাচন করুন । ( windows নিচের দিকে পাবেন )

Yumi Screen 6.PNG

  • এবার create-এ ক্লিক করুন ।
  • এবার নিচের মত আসলে yes করুন

Yumi Screen 7.PNG

  • কিছুক্ষন wait করুন

Yumi Screen 8.PNG

  • এবার next দিন

Yumi Screen 9.PNG

  • এবার আরও iso add করতে চাইলে Yes, নাহলে NO দিন ।

Yumi Screen 10.PNG

  • সবশেষে Finish দিয়ে ইতি টানুন ।

Yumi Screen 11.PNG

আজকের মত এখানেই শেষ করছি, সমস্যা হলে জানাবেন । ধন্যবাদ ...

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx bhi tune ta korar jonno ami apnaka request koracilam

bhi ami xp win7 r win8.1 install korta chai akhon taila kon kon catagory selecte hoba plz janan???
ai catagory select nia e jamala hysa ami akbar korsi hoy nai tai kon kon catagery selecte korta hoba xp 7 8.1

    @shopping_card: Xboot দিয়ে আপনি win 8 করতে পারবেন না । এক্ষেত্রে আপনি Yumi ইউজ করতে পারেন (দ্বিতীয় পদ্ধতি) ।

পরে কাজ করে দেখব সেভ করে রাখলাম @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: আপনাকেও ধন্যবাদ ।

try kormu ne vai

aare vaii Microsoft er product thakte ei sob use korar kono mane hoy windows 7 USB-DVD tool is the best.

Many many thanks!

এই রকম একটা টিউন! অনেক দিন ধরে খুজছিলাম।

একটা প্রশ্ন যদি Pendrive কে বুটেবল করে Windows দেওয়ার পর ফরমেট দিই তাগলে কি আগের মত হয়ে যবে?