কীভাবে ব্লগারে ফ্রিতে নিজের ব্লগ তৈরি করবেন? (লিখিত টিউটোরিয়াল)

ব্লগিং এর জন্য ব্লগার.কম অনেক জনপ্রিয়। আমরা ব্লগ খোলা সম্পর্কে অনেকে  জানি। এটা ব্লগিং এর জন্য গুগলের ফ্রি সেবা।

তারপরও নতুনরা যদি ব্লগারে ব্লগ কীভাবে খুলতে হয়  না জানেন, তবে আমার এই লেখা থেকে দেখে নিতে পারেন। ব্লগারে ফ্রি ব্লগের জন্য একটা গুগল একাউন্ট হলেই হবে।

আগে আসুন দেখি একজনের কেন ব্লগ দরকারঃ

১. যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য।

২. লেখার দক্ষতা বৃদ্ধির জন্য।

৩. অন্যকে উৎসাহিত করার জন্য।

৪. নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

৫. সর্বোপরি একুশের দশকে নিজেকে জানানোর জন্য।

এবার আসুন আমরা দেখি কীভাবে ব্লগারে নিজের ব্লক তৈরি করবঃ

প্রথমে আপনার GMAIL  আকাউন্ট LOG IN করুন।

তারপর এই লিংকে যান- এখানে যান 

তারপর নতুন ব্লগ অপশনে ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন।

তারপর নিচের মতো অপশন আসবে। সেখানে আপনার ব্লগের নাম, ঠিকানা (যে এড্রেসে অন্যরা আপনাকে ওয়েবে দেখতে পাবে অর্থাৎ ওয়েব এড্রেস) এবং আপনার টেম্পলেট পছন্দ করুন।

হয়ে গেল আপনার ব্লগারে একাউন্ট খোলা।

তারপর নিচের লাল গোল নির্দেশিত জায়গা গুলো থেকে আপনি নতুন পোস্ট করতে পারবেন, এডিট করতে পারবেন, 

৩য় নাম্বার লাল অপশন থেকে ব্লগের সকল অপশন পাবেন অর্থাৎ এই অপশন থেকে আপনার ব্লগের সকল লে-আউট, টেম্পলেট, সেটিং বদলাতে পারবেন। নিচের ছবি থেকে

সব গুলো দেখুন।


সবশেষ লাল গোল অপশনে ক্লিক করলে আপনার ব্লগ দেখতে পাবেন।

কারও  GMAIL  এ বাংলা না থাকলে, যেখানে অপশন গুলো বাংলাতে আছে, সেখানে ENGLISH অপশন শো করবে।

আজ এই পর্যন্ত। দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে।

মনে হয় বুঝতে অসুবিধা হবে না। কোন সমস্যা হলে কমেন্টে জানবেন। আমি আছি আপনাদের সাথে।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

@ZaksTeam: ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো নতুন কিছু দেওয়ার জন্য। নতুনতো প্রাকটিস হল। আর উৎসাহ দিলে ভালো কিছু দিতে পারব ইনশাল্লাহ। 😀

    Level 2

    @ZaksTeam: সমালোচনা একজনকে অনেক উপরে উঠতে সহযোগিতা করে, সেহেতু ধন্যবাদ। ভাই।

Level 0

Akta gmail id diye ki aktar besi blog open kora jay..???

    @umjonota: ১টা আইডি দিয়ে আপনার যত খুশি তত ব্লগ খুলতে পারবেন।

      Level 2

      @রাহাতুল ইসলাম: ধন্যবাদ। আমরা আমরায় তো।

    Level 2

    @umjonota: একটা আইডি দিয়ে আপনার যত খুশি তত ব্লগ খুলতে পারবেন।ধন্যবাদ।

ব্লক খোলা??? মানে কি??? আপনি টাইটেল ঠিক করুন, “ব্লক” এর জায়গায় “ব্লগ” হবে।

    Level 2

    @ফ্রীওয়্যার সিজান: অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে। ভাই কি ভাবে ব্লগে পেইজ নাম্বার সেট করবো। প্লিজ …….. আমার খুব উপকার হবে।