আমরা যখন কোনো ISP থেকে কানেকশন নিই তারা সাধারণত আমাদের একটিই রিয়াল IP দিয়ে থাকে।কিন্তু বাস্তব ক্ষেত্রে LAN এ একাধিক পিসি থাকে যাদের ইন্টারনেট দরকার।তাছাড়া আপনার যদি DHCP service,Wireless LAN ইত্যাদি দরকার হয় তাহলে কী করবেন?এর সহজ সমাধান হচ্ছে একটি Router কাম Switch ব্যবহার করা।বাজারে এখন অনেক ব্র্যান্ডের Router কিনতে পাওয়া যায়।আমি আজকে Netgear Router নিয়ে আলোচনা করব।এটি একাধারে Router,Switch,Wireless access point।এর বর্তমান বাজার মূল্য ৩৮০০-৪০০০ টাকা।আসুন এবার এর configuration দেখে নেয়া যাক।
প্রথমে router এর যেকোন একটি LAN port এ একটি Straight through cable লাগাই।এরপর cable এর অপর প্রান্ত PC তে গিয়ে লাগবে।মনে রাখবেন Router টির single যে Ethernet port টি আছে এতি হল WAN port।আর একসাথে যে চারটি port আছে ওগুলিই হল LAN port।WAN port এ লাগবে ISP এর মূল cableটি।
এবার browser এ গিয়ে টাইপ করুন http://www.routerlogin.net
Username: admin
Password : password
এটি Netgear Router এর default username,password।
এবার Basic settings এর নিন্মোক্ত ফিচারগুলি ফলো করুন।
IP adderess এ আপনার ISP-র দেওয়া real ip টা বসান।subnet mask ও Gateway তে আপনার ISP-র বরাদ্দকৃত address বসান।MAC address default রাখতে পারেন।আর যদি ISP আগে থেকে কোনো নির্দিষ্ট PCর সাথে MAC bind করে থাকে তাহলে ঐ PCর MAC টি Router এর use this MAC address অপশন এর মাধ্যমে change করে নিতে পারেন।
এবার Wireless Settings option –এ যান।Name(SSID) তে যেকোনো নাম বসান যে নামে ইউজাররা wireless connection পাবে।Region,Chanel,Mode option গুলো ছবি অনুসারে ফলো করুন।সিকিউরিটি অপশন এ WEP দিতে ভুলবেন না।WEP keyটি অবশ্যই হেক্সাডেসিমেল ভ্যালুতে হবে।ফলে ইউজার connect চাইলে WEP key দিয়ে ঢুকতে হবে।তাছাড়া সিকিউরিটি কী হিসেবে আপনি WPA ও সিলেক্ট করতে পারেন।এক্ষেত্রে পাসওয়ার্ডটি হবে যেকোনো Word.প্রত্যেকটি পেজ কনফিগার করার পর নিচের দিকে গিয়ে apply করে নেবেন।
এরপর নিচের দিকে আরেকটি Wireless Settings অপশন দেখতে পাবেন।এই পেজে গিয়ে Enable Wireless Router Radio এবং Enable SSID Broadcast select করুন।এতে router টি Wireless radio signal ছড়াবে এবং SSID সবার কাছে ব্রডকাস্ট করবে।
এবার WAN setup অপশনে যান।ছবিতে প্রদর্শিত অপশনগুলো সিলেক্ট করুন।মনে রাখবেন Respond to Ping on Internet Port অপশন টি সিলেক্ট না থাকলে আপনার real IP কে বাইরের IP থেকে ping করে পাওয়া যাবে না।
LAN Setup অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।LAN TCP/IP অপশনে আপনার LAN IP seriesটি কীরকম হবে তা নির্ধারণ করতে পারেন।Use Router as DHCP Server সিলেক্ট করুন।এতে করে আপনার মেশিনে ম্যানুয়েলি IP set করতে হবে না
সর্বশেষ Remote Management এ গিয়ে Turn Remote Management on সিলেক্ট করে Everyone radio button এ ক্লিক করুন।এরফলে আপনি বাইরের IP থেকে remotely router এ লগইন করতে পারবেন।এক্ষেত্রে আপনার IP যদি 209.34.30.102 হয় সেক্ষেত্রে লগিন এড্রেস হবে http://226.34.30.11:8080। এরপর লগআউট করে বের হয়ে আসুন।ধন্যবাদ।
আমি কল্পতরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনােক আেনক ধন্যবাদ ।