রাউটার কনফিগার করুন নিজেই—নেটগিয়ার রাউটার(পর্ব-১)

আমরা যখন কোনো ISP থেকে কানেকশন নিই তারা সাধারণত আমাদের একটিই রিয়াল IP দিয়ে থাকে।কিন্তু বাস্তব ক্ষেত্রে LAN এ একাধিক পিসি থাকে যাদের ইন্টারনেট দরকার।তাছাড়া আপনার যদি DHCP service,Wireless LAN ইত্যাদি দরকার হয় তাহলে কী করবেন?এর সহজ সমাধান হচ্ছে একটি Router কাম Switch ব্যবহার করা।বাজারে এখন অনেক ব্র্যান্ডের Router কিনতে পাওয়া যায়।আমি আজকে Netgear Router নিয়ে আলোচনা করব।এটি একাধারে Router,Switch,Wireless access point।এর বর্তমান বাজার মূল্য ৩৮০০-৪০০০ টাকা।আসুন এবার এর configuration দেখে নেয়া যাক।

clip_image004_001

প্রথমে router এর যেকোন একটি LAN port এ একটি Straight through cable লাগাই।এরপর cable এর অপর প্রান্ত PC  তে গিয়ে লাগবে।মনে রাখবেন Router টির single যে Ethernet port টি আছে এতি হল WAN port।আর একসাথে যে চারটি port আছে ওগুলিই হল LAN port।WAN port এ লাগবে ISP এর মূল cableটি।

net

এবার browser এ গিয়ে টাইপ করুন http://www.routerlogin.net

Username: admin

Password : password

এটি Netgear Router এর default username,password।

এবার Basic settings এর নিন্মোক্ত ফিচারগুলি ফলো করুন।

net-1

IP adderess এ আপনার ISP-র দেওয়া real ip টা বসান।subnet mask ও Gateway তে আপনার ISP-র বরাদ্দকৃত address বসান।MAC address default রাখতে পারেন।আর যদি ISP আগে থেকে কোনো নির্দিষ্ট PCর সাথে MAC bind করে থাকে তাহলে ঐ PCর MAC টি Router এর use this MAC address অপশন এর মাধ্যমে change করে নিতে পারেন।

net-2

এবার Wireless Settings option –এ যান।Name(SSID) তে যেকোনো নাম বসান যে নামে ইউজাররা wireless connection পাবে।Region,Chanel,Mode option গুলো ছবি অনুসারে ফলো করুন।সিকিউরিটি অপশন এ WEP দিতে ভুলবেন না।WEP keyটি অবশ্যই হেক্সাডেসিমেল ভ্যালুতে হবে।ফলে ইউজার connect চাইলে WEP key দিয়ে ঢুকতে হবে।তাছাড়া সিকিউরিটি কী হিসেবে আপনি WPA ও সিলেক্ট করতে পারেন।এক্ষেত্রে পাসওয়ার্ডটি হবে যেকোনো Word.প্রত্যেকটি পেজ কনফিগার করার পর নিচের দিকে গিয়ে apply করে নেবেন।

net-3

এরপর নিচের দিকে আরেকটি Wireless Settings অপশন দেখতে পাবেন।এই পেজে গিয়ে Enable Wireless Router Radio এবং Enable SSID Broadcast select করুন।এতে router টি Wireless radio signal ছড়াবে এবং SSID সবার কাছে ব্রডকাস্ট করবে।

net-4

এবার WAN setup অপশনে যান।ছবিতে প্রদর্শিত অপশনগুলো সিলেক্ট করুন।মনে রাখবেন Respond to Ping on Internet Port অপশন টি সিলেক্ট না থাকলে আপনার real IP কে বাইরের IP থেকে ping করে পাওয়া যাবে না।

net-5

LAN Setup অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।LAN TCP/IP অপশনে আপনার LAN IP seriesটি কীরকম হবে তা নির্ধারণ করতে পারেন।Use Router as DHCP Server সিলেক্ট করুন।এতে করে আপনার মেশিনে ম্যানুয়েলি IP set করতে হবে না

net-6

সর্বশেষ Remote Management এ গিয়ে Turn Remote Management on সিলেক্ট করে Everyone radio button এ ক্লিক করুন।এরফলে আপনি বাইরের IP থেকে remotely router এ লগইন করতে পারবেন।এক্ষেত্রে আপনার IP যদি 209.34.30.102 হয় সেক্ষেত্রে লগিন এড্রেস হবে http://226.34.30.11:8080। এরপর লগআউট করে বের হয়ে আসুন।ধন্যবাদ।

আমরা যখন কোনো ISP থেকে কানেকশন নিই তারা সাধারণত আমাদের একটিই রিয়াল IP দিয়ে থাকে।কিন্তু বাস্তব ক্ষেত্রে LAN এ একাধিক পিসি থাকে যাদের ইন্টারনেট দরকার।তাছাড়া আপনার যদি DHCP service,Wireless LAN ইত্যাদি দরকার হয় তাহলে কী করবেন?এর সহজ সমাধান হচ্ছে একটি Router কাম Switch ব্যবহার করা।বাজারে এখন অনেক ব্র্যান্ডের Router কিনতে পাওয়া যায়।আমি আজকে Netgear Router নিয়ে আলোচনা করব।এটি একাধারে Router,Switch,Wireless access point।এর বর্তমান বাজার মূল্য ৩৮০০-৪০০০ টাকা।আসুন এবার এর configuration দেখে নেয়া যাক।প্রথমে router এর যেকোন একটি LAN port এ একটি Straight through cable লাগাই।এরপর cable এর অপর প্রান্ত PC তে গিয়ে লাগবে।মনে রাখবেন Router টির single যে Ethernet port টি আছে এতি হল WAN port।আর একসাথে যে চারটি port আছে ওগুলিই হল LAN portWAN port এ লাগবে ISP এর মূল cableটি।

পিক-১

এবার browser এ গিয়ে টাইপ করুন http://www.routerlogin.net

Username: admin

Password : password

এটি Netgear Router এর default username,password

এবার Basic settings এর নিন্মোক্ত ফিচারগুলি ফলো করুন।

পিক-২

IP adderess এ আপনার ISP-র দেওয়া real ip টা বসান।subnet mask Gateway তে আপনার ISP-র বরাদ্দকৃত address বসান।MAC address default রাখতে পারেন।আর যদি ISP আগে থেকে কোনো নির্দিষ্ট PCর সাথে MAC bind করে থাকে তাহলে ঐ PCMAC টি Router এর use this MAC address অপশন এর মাধ্যমে change করে নিতে পারেন।

পিক-৩

এবার Wireless Settings option –এ যান।Name(SSID) তে যেকোনো নাম বসান যে নামে ইউজাররা wireless connection পাবে।Region,Chanel,Mode option গুলো ছবি অনুসারে ফলো করুন।সিকিউরিটি অপশন এ WEP দিতে ভুলবেন না।WEP keyটি অবশ্যই হেক্সাডেসিমেল ভ্যালুতে হবে।ফলে ইউজার connect চাইলে WEP key দিয়ে ঢুকতে হবে।তাছাড়া সিকিউরিটি কী হিসেবে আপনি WPA ও সিলেক্ট করতে পারেন।এক্ষেত্রে পাসওয়ার্ডটি হবে যেকোনো Word.প্রত্যেকটি পেজ কনফিগার করার পর নিচের দিকে গিয়ে apply করে নেবেন।

পিক-৪

এরপর নিচের দিকে আরেকটি Wireless Settings অপশন দেখতে পাবেন।এই পেজে গিয়ে Enable Wireless Router Radio এবং Enable SSID Broadcast select করুন।এতে router টি Wireless radio signal ছড়াবে এবং SSID সবার কাছে ব্রডকাস্ট করবে।

পিক-৫

এবার WAN setup অপশনে যান।ছবিতে প্রদর্শিত অপশনগুলো সিলেক্ট করুন।মনে রাখবেন Respond to Ping on Internet Port অপশন টি সিলেক্ট না থাকলে আপনার real IP কে বাইরের IP থেকে ping করে পাওয়া যাবে না।

পিক-৬

LAN Setup অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।LAN TCP/IP অপশনে আপনার LAN IP seriesটি কীরকম হবে তা নির্ধারণ করতে পারেন।Use Router as DHCP Server সিলেক্ট করুন।এতে করে আপনার মেশিনে ম্যানুয়েলি IP set করতে হবে না।

পিক-৭

সর্বশেষ Remote Management এ গিয়ে Turn Remote Management on সিলেক্ট করে Everyone radio button এ ক্লিক করুন।এরফলে আপনি বাইরের IP থেকে remotely router এ লগইন করতে পারবেন।এক্ষেত্রে আপনার IP যদি 209.34.30.102 হয় সেক্ষেত্রে লগিন এড্রেস হবে http://226.34.30.11:8080 এরপর লগআউট করে বের হয়ে আসুন।ধন্যবাদ।

Level 0

আমি কল্পতরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনােক আেনক ধন্যবাদ ।

ভাই সুন্দর হয়েছে, এইভাবে আরো আশা করি।ধন্যবাদ টিউনের জন্য।

    উৎসাহব্যঞ্জক মন্ত্যব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

ভাইরে একবার এই রাউটার নিয়া কি ঝামেলায় পড়ছিলাম। আপনের এই সিস্টেমে সব করসিলাম, মাগার ব্রাউজিং করবার পারি নাই। ইয়াহু, গুগল সব জাগায় ping পাইতো। দেখি আপনার টিউটোরিয়ালটা কাজে লাগে কিনা।

এমনিতেই অনেক সুন্দর হইছে টিউনটা, ধন্যবাদ আপনাকে অনেক।

আচ্ছা ভাইয়া আমার ISP যদি আমাকে একটা Private IP যেমন 10.0.0.1 দেয় তখনও কি same process হবে?

    হ্যাঁ,সেক্ষেত্রেও একই process হবে।এজন্য আপনাকে ISPএর কাছ থেকে gateway,DNS address জেনে নিতে হবে।

টিউনের মান ভাল হইছে আশা করি সামনেও ভাল ভাল টিউন করবেন,টিউনের জন্য ধন্যবাদ।

হুম কাজের জিনিস …………………

Level 0

মেইল দেখুন, এই ব্যাপারে আরো কিছু জানার আছে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার অফিসে 54mbps netgear wireless access point WG602 v3 router setup করা আছে। আমি এই router এর সাহায্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চাই। কি ধরনের ফিচার সমৃদ্ধ মোবাইল দরকার এই router বা wireless access point থেকে ইন্টারনেট ব্যবহার করার জন্য। মোবাইল হিসাবে নোকিয়া মোবাইল আমার প্রথম পছন্দ। দয়া করে পরামর্শ দিলে উপকৃত হবো।

    হিমালয় ভাই Wi-Fi supported যেকোন মোবাইল আপনি ব্যবহার করতে পারেন।এজন্য আপনি মোবাইল থেকে প্রথমে SSID search দেবেন।এরপর আপনার কাংখিত SSID টা পেলে WEP key or WAP key দিয়ে নেটে connected হবেন।সেজন্য আপনাকে Routerটির WEP or WAP key জানতে হবে।

ধন্যবাদ আপনাকে,
আপনি বলেছেন Router টির WEP or WAP key জানতে হবে। WEP or WAP key বলতে কি IP এড্রেস কে বোঝায়? WLAN support মোবাইল হলে হবে কি? যেমন: নোকিয়ার ৫৬৩০, ৫২৩৩ বা এ যাতীয় আরো কিছু মোবাইল মডেল নাম্বার ও সেট এর দাম জানতে চাই। WLAN-Wi-Fi-3G এদের মধ্যে পার্থক্য বা এদের কাজ সম্পর্কে বিস্তারিত অথবা অল্প কিছু ধারনা দিলে উপকৃত হই। দয়া করে জানাবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    হিমালয় ভাই সামনে এ নিয়ে বিস্তারিত টিউন করার চেষ্টা করবো।

Level 0

আমি গ্রামীন ফোনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি নকিয়া E51 সেট দিয়ে। আমার কাছে D-Link এর একটি ওয়্যারলেস রাউটার আছে।আমাকে কেউ কি বলবেন এর জন্য আমাকে আর কোন আনুসাঙ্গিক কিছু কিনতে হবে কিনা যা দিয়ে আমি আমার কানেকশান কে রাউটারে কানেক্ট করবো কেউ কি দয়া করে জানাবেন।

vaia, amar banglalion postpaid usb modem dia TP LINK WR740N router dia wifi share korte parcina. modem k Ethernet port er maddhome router er sathe connect korte bole, but modem to usb, ethernet port pabo koi? kindly HELPAN :’(

আচ্ছা এই ম্যাক আইডি কাস্টম করার ওপসান টা নেটগিয়ার বা অন্য কোন রাউটারের কোন কোন মোডেল এ থাকে, সেটা যদি একটু বলে দেন তাহলে আমার অনেক উপকার হয়। কারন আমি নিজে ম্যাক আইডি চেন্জ করার সুবিধাসম্পন্ন একটা রাউটার কিনতে চাইছি