শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার সব অবসান শেষে সম্পূর্ণ নতুন একটি প্রোজেক্ট অবমুক্ত করতে যাচ্ছে টিউটশেয়ার বিডি। সেই শুরুর সময়কাল থেকে টিউটশেয়ার বিডি একটু একটু করে এগিয়ে যাচ্ছে সাথে সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রযুক্তি প্রিয় ও জ্ঞান পিপাসু মানুষদের। মাত্র ৭০ জনকে নিয়ে পথ চলা শুরু করে আজ ৬০০০+ মেম্বারের বিশাল পরিবার। যার ফলস্বরূপ এখন পর্যন্ত সর্বমোট তিনটি প্রোজেক্ট সাকসেসফুলি সম্পূর্ণ করতে পেরেছে যা আমাদের অনেক বড় চাওয়া পাওয়ার একটি। আর সব কিছুই সম্ভব হয়েছে আপনাদেরই মত মানুষদের জন্য যাদের অতুলনীয় সাপোর্ট আমাদের এখনো অব্দি কাজের প্রেরণা জুগিয়ে আসছে। যারা ইতিপূর্বেই টিউটশেয়ার বিডির সাথে আছেন তাদের জন্য না হলেও এখন নতুন অনেকেই এই টিউটশেয়ার বিডি সম্পর্কে ভালো মত জানেন না বা আমাদের কথা শোনেনই নি। তাদের জন্য টিউটশেয়ার বিডির পরিচয় তুলে ধরাটা প্রাসঙ্গিক।
ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 3D এনিমেশন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, ব্লগিং, এফিলিয়েট, প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, ইমেইল মার্কেটিং, সোসিয়াল মিডিয়া মার্কেটিং ইত্যাদি সেক্টরে বর্তমানে অনেকেই এসব কাজ শিখতে আগ্রহী। কিন্তু বাংলাদেশে ভাল কোন ট্রেইনিং সেন্টার নেই যেখানে এসব কাজ খুব ভাল শেখানো হয়। অনলাইন এ অনেক ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় । সেগুলো খুবি মানসম্পন্ন এবং সেগুলো থেকে ভাল কাজ শেখা যায় । কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ টিউটোরিয়াল গুলোই প্রিমিয়াম, যা অনেক টাকা দিয়ে কিনতে হয় ।
কিন্তু বাংলাদেশে যারা নতুন কাজ শিখে তাদের সেই সামর্থ্য থাকে না যে এসব টিউটোরিয়াল কিনে ব্যবহার করবে । তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের এইসব ভিডিও পাইরেসি করে ডাউনলোড করতে হয় । আবার গ্রাম অঞ্চলে ডাউনলোড করার মত স্পীড ও নেই । তাই এমন সুবিধাবঞ্চিত কাজ শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস ।
আমরা নিজেরা এসব টিউটোরিয়াল ডাউনলোড করি এবং বিভিন্ন মানুষ থেকে সংগ্রহ করি । এবং যখন অনেকগুলো টিউটোরিয়াল হয় তখন এসব টিউটোরিয়াল সবার কাছে পৌঁছে দেই । আর এর পুরোটাই আমরা করি সম্পূর্ণ ফ্রী তে । এসব টিউটোরিয়াল বিতরণ এর জন্য কারো কাছ থেকে কোন প্রকার অর্থ আমরা নেই না । এটি একটি সম্পূর্ণ Non-Profit Organization.
এটা একটা ফেসবুক গ্রুপ। আমরা গ্রুপের মাধ্যমে সবাইকে ফ্রীতে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। টিউটোরিয়াল গুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের ভলেন্টিয়ার রা আমাদের সাহায্য করেন । প্রত্যেক জেলায় আমাদের ভলেন্টিয়ারগন তাদের জেলার সকল কাজ শিখতে আগ্রহী এমন মানুষের কাছে টিউটোরিয়াল গুলো দিয়ে দেয় । পোর্টেবল হার্ডডিস্ক এর সাহায্যে তারা এসব টিউটোরিয়াল সংগ্রহ করে থাকে ।
তাছাড়া নামমাত্র মূল্যে ডিভিডির মাধ্যমে টিউটোরিয়াল গুলো সংগ্রহ করা যায় যা একটি নতুন সংযজন। এই ব্যবস্থা শুধুমাত্র তাদের জন্য যাদের কোন পোর্টেবল হার্ডডিস্ক নেই।
বিভিন্ন বিষয় এর উপর টিউটোরিয়াল নিয়ে আমাদের আলাদা প্রোজেক্ট করা হয় । এর মধ্যে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন (২য় প্রোজেক্ট) নিয়ে একটা প্রোজেক্ট চলছে । প্রত্যেক প্রোজেক্ট এর শুরুতে একটি মিটাপ হয় । ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এর মিটাপ হয়েছিল ৩১ মে ২০১৩ ঢাকার টিএসসি তে । সেখানে প্রায় ১৮০+ মানুষ অংশগ্রহণ করেছিল । সর্বমোট ৩৩৮ জিবি টিউটোরিয়াল । ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ১৯২ জিবি এবং গ্রাফিক্স ডিজাইন এর ১৪১ জিবি আর ইবুক রয়েছে ৪.৭ জিবি । আমরা সবগুলো টিউটোরিয়াল জিপ করে দিচ্ছি । জিপ করা অবস্থায় সাইজ কিছুটা কম, মোট সাইজ ৩০০ জিবি ।
এর পরের প্রোজেক্টটি ছিল এসইও, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এর উপর। প্রোজেক্টর নাম ছিল ডু-ফলো (৩য় প্রোজেক্ট)। এটির মিটআপ সম্পূর্ণ করা হয় রবিন্দ্র সরোবরে। সেখানেও লোক সমাগম ছিল প্রশংসা করার মত। এই প্রোজেক্টটির সর্বমোট টিউটোরিয়ালের সাইজ ২২.৮ জিবি এবং সম্পূর্ণ ইংলিশে।
আর কোন ফাঁকি নাই। আসছে প্রোগ্রামিং এর উপর নতুন একটি প্রোজেক্ট। গত বছরের নভেম্বরে ৩য় প্রোজেক্ট ডু-ফলো শেষ হবার পর পরই নতুন এই প্রোজেক্টের কাজ শুরু করা হয়। এবারের হ্যালো ওয়ার্ল্ড প্রোজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত মানে নাম নির্বাচন, টিউটরিয়াল গুলোর লিঙ্ক সংগ্রহ ও ডাউনলোড এর মুলে গ্রুপের এডমিন নিলয় ভাই ও শ্যামল ভাই এর অবদান ছিল সবচাইতে বেশি। এবারের টিউটোরিয়াল গুলো বেশ মানসম্মত ও বেছে বেছে ডাউনলোড করা। কম্পিউটার সায়েন্স এ অধ্যায়ন রত নিলয় ভাই সব টিউটোরিয়াল যাচায়-বাছায় করেছেন এবং সব গুলো ডাউনলোড করেছেন শ্যামল ভাই। পাশাপাশি গ্রুপের অন্যরাও টিউটোরিয়াল লিঙ্ক খুঁজে দিতে যথেস্ট সাহায্য করেছেন।
এবারের প্রোজেক্টের লিস্টটি সাজানো হয়েছে প্রোগ্রামিং কে কেন্দ্র করে। এতে থাকছে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইংলিশ ভিডিও টিউটোরিয়াল, রিসোর্স এবং নামিদামি কিছু ইবুক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে রয়েছে C,C++,C#,Java,Python,Ruby,.net মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এর মধ্যে রয়েছে Facebook Application,Mobile Application, ios Application, এন্ড্রয়েড এ রয়েছে সকল প্রকার এন্ড্রয়েড ডেভেলপমেন্ট টিউটোরিয়াল ও রিসোর্স। এই সকল টিউটোরিয়াল আপনাদের একটু হলেও প্রোগ্রামিং এর খিদা মিটাবে আশা করছি।
এক নজরে দেখে নিতে পারেন এই প্রোজেক্টের একাংশ।
সব টিউটোরিয়াল একসাথে ( টোটাল সাইজঃ ১৩০ জিবি )
লিন্ডা (Lynda.com)
টুটসপ্লাস (Tutsplus.com)
নিউবোস্টন (TheNewBoston)
ইউটিউব (Youtbube)
সাথে থাকছে বিপুল পরিমান ইবুক
স্থান - রবীন্দ্র সরোবর
সময় - ২ মে রোজ শুক্রবার বিকাল ৪.০০ - ৫.০০ টা
টিউটোরিয়াল নেয়ার জন্য বিস্তারিত জানতে গ্রুপের পিন পোস্ট টি দেখুন। আর মিটআপ নিয়ে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে হলে
-------------------------------
শ্যামল - ০১৭৭৭৮৮৮১৯৬
নিলয় - ০১৬৭৬৭৫৮৫০০
আমাদের গ্রুপঃ TutshareBD
সবশেষে আমাদের সবার আগমন কামনা করছি। ভালো থাকবেন।
আমি রনি সাটিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 573 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gulu..gulu..rappa…. rappa