আপনার প্রিয় যেকোন মুভির বাংলা ভাষায় সাবটাইটেল তৈরী করুন এবার নিজেই (HD Video Tutorial)

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
কিছু দিন আগে আমি 3 Idiots (2009) মুভিটির বাংলা সাবটাইটেল তৈরি করে টিটির বন্ধুদের উপহার দিয়েছিলাম। টিউনটি দেখতে পারেন এখান থেকে
তার পর অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন যে কিভাবে বাংলা সাবটাইটেল তৈরী করতে হয়?
সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন।
বাংলা সাবটাইটেল তৈরী করতে আপনার প্রয়োজন হবে মাত্র দুটি জিনিষের
১। ইউনিকোড সাপোর্টেড যেকোন বাংলা ফন্ট যেমন Siyamrupali ডাউনলোড করে নিন এখান থেকে। ডাউনলোড শেষে ডাবল ক্লিক করে ফন্টটি আপনার পিসিতে ইন্সটল করে নিন।

২। বাংলা সাপোর্ট করা এই এসআরটি ফাইলটি যেটি ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করা শেষ! তারমানে এবার আপনার যোগার যন্ত্র মোটামুটি সম্পন্ন হয়েছে।
এবার আপনি যে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরী করতে চাচ্ছেন সেই মুভিটির একটি ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। আর সেই ব্লুরে প্রিন্টের  ডায়লগের এর সাথে ম্যাচ ম্যাচ (সিংক্রোনাইজিং) করে করে এমন একটি ইংরেজী ভাষার সাব টাইটেল ডাউনলোড করে নিন। ব্লুরে রিপ প্রিন্টের উপর আমি জোর দিচ্ছি কারণ আপনি কষ্ট করে যে সাব টাইটেলটি তৈরী করছেন তা যুগের পর যুগ মানুষ ডাউনলোড করে দেখবে। কিন্তু যদি আপনি বাজে মানের একটি প্রিন্টের ডায়লগ সাথে ম্যাচ (সিংক্রোনাইজিং) করে  সাব টাইটেল টি  তৈরী করেন যে প্রিন্ট বেশীর ভাগ মানুষই দেখতে পছন্দ করবেনা, তাহলে তারা আপনার তৈরী করা সাব টাইটেলটিও দেখতে পারবে না। কারণ লো কোয়ালিটির প্রিন্টের উপযুক্ত সাবটাইটেল বেশীর ভাগ ক্ষেত্রেই ব্লুরে রিপ প্রিন্টের ডায়লগের সাথে সিংক্রোনাইজিং করবে না। অর্থ্যাৎ দেখা যাবে যে ডায়লগ বলে ফেলেছে তার পর আপনার সাবটাইটেলটিতে উক্ত ডায়লগ প্রদর্শিত হচ্ছে, কিংবা ডায়লগ এখনো বলেই নি অথচ আপনার সাবটাইটেল উক্ত ডায়লগ প্রদর্শন অলরেডি শেষ করে ফেলেছে। তাই কষ্ট করে হলেও ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসমর্থ হলে নিকটস্থ কারো কাছ থেকে যোগার করে নিন।

এবার কিভাবে কি করতে হবে তা বিস্তারিত দেখে নিন ১৮ মিনিটের এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে।

এখানে যে এসআরটি ফাইলটি শেয়ার করা হয়েছে তা আমার তৈরী নয়, এটির পুরো কৃতিত্ত্ব পাবে ফেসবুকের বাংলা সাবটাইটেল গ্রুপ এর

বাংলা সাবটাইটেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে উক্তগ্রুপে লাইক দিতে পারেন।

সাবটাইটেল তৈরী শেষে এবার সেটি পাবলিশ করার পালা। সাবসিন সাবটাইটেল ডাউনলোড করার জনপ্রিয় একটি সাইট। আপনি চাইলে এখানে আপনার তৈরীকৃত সাবটাইটেলটি আপলোড করে ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বে। তার জন্য শুরুতেই সাবসিনে আপনার ইমেইল ঠিকানা দিয়ে একটি ফ্রি একাউন্ট খুলে ফেলুন আর এবার আপলোড করে লিংক শেয়ার করে দিন ব্যাস পাবলিশ হয়ে গেলো।

পরিশেষে একটি দুঃখের কথা বলি,

আমার তৈরী করা সাবটাইটেলটি এখন পর্যন্ত ৮০০ জনেরও উপরে, মানুষ এটি ডাউনলোড করেছে কিন্তু..........

রেটিং করেছে ..... মাত্র ৪জন মানুষ।

অথচ আপনি যদি একটু কষ্ট করে সাবসিনে একটি একাউন্ট করে নিয়ে সকল বাংলা সাবটাইটেল গুলোকে গুড রেটিং দেন তাহলে ধীরে ধীরে বাংলা ভাষাটিও সাবসিনের কাছে একটি পপুলার ভাষা হিসেবে গন্য হবে। তাই যাদের সামর্থ আছে সকলের কাছেই অনুরোধ থাকলো বাংলা ভাষায় তৈরী সাবটাইটেলগুলোকে মাত্র একটিবার গুড রেটিং দিয়ে ভাষাকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখুন। কারণ আপনার দেয়া রেটিং এ উক্ত সাবটাইটেল আপলোড কারীর পকেটে এক পয়সাও উঠবেনা শুধু তার একটু উৎসাহ বাড়বে এই যা!

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি আমি পারি কিনা! @ ধন্যবাদ খালেদ ভাই

Level 0

নিয়মিত বাংলা সাবের খবর পেতে এখনি জয়েন করুন এই গ্রুপে—http://www.facebook.com/bangla.subtitles

আমার মনে হয় সাবটাইটেল তৈরী করা বিশাল ধৈর্য্য এবং সময় সাপেক্ষ ব্যাপার।ধন্যবাদ আপনাকে এই কঠিন কাজটি করার জন্য।অনেকেই অনুপ্রানীত হবে।

    @প্রবাসী: ভাই অনেকেই অনুপ্রানীত হবে কিনা জানিনা তবে আপনার উপস্থিতি আমাকে অবশ্যই অনুপ্রানীত করে।

Level 0

খালিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন উপহার দেওয়া জন্য । এই টিউন দেখে অনেকই বিভিন্ন মুভির বাংলা সাবটাইটেল তৈরি করতে পারবে বলে আশা করি ।

Level 4

ভাই আপনাকে অনেক ধন্যবাদ ////// বাংলা ভাষায় সাবটাইটেল তৈরী করেছি করতে পেরে খুবভাল লাগল
পরবর্তী আরও ভাল কিছু উপহার আশা করছি …………