অনলাইন মার্কেট প্লেসে আয়ের নিয়ম-৩।

বর্তমানে বাংলাদেশের তরুন প্রজস্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং । আইটি সাইটে সব থেকে দীর্ঘ সময় ধরে আলোচিত ও সমালোচিত। সমালোচিত কারণ, অনেকেই এই পথে ধীর্ঘ সময় ব্যায় করে সঠিক গাইডের অভাবে ব্যার্থ। যদিও বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে বহুদিন হতেই স্বীকৃত। অনেকেই বিষয়টি বিশ্বাস করতে চান না। না চাওয়ারই কথা। ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার। অনলাইনে ঘরে বসে বিলিয়ন বিলিয়ন ডলার আয় কে বা বিশ্বাস করবে???? উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। আর আমাদের মত দেশে তার মান অনেক বেশী। সেজন্যই অনলাইনে এত টাকা কারো কাছে হাসি খেলা কারো কাছে চৈত্রের....
ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এনিমেশন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং এমনকি ডাটা এন্ট্রির মত সাধারণ কাজ। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্থান বিষয়টি ভালভাবেই কাজে লাগিয়েছে। তাদের একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, এমনকি একজন গৃহিনীও ফ্রিল্যান্সিং করে প্রচুর বৈদিশিক মুদ্রা উপার্জন করছে। আমাদের বাংলাদেশেও অনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর উপার্জন করছে। তবে অনেকেই বা কোন কোন ক্ষেত্রে অধিকাংশের আজো অজানা। আয়ের দিক থেকে এসব কাজ কোন অংশে কম নয়। উদাহরণ স্বরুপ, একটি সাধারণ মানের ওয়েব ডিজাইনের কাজের পারিশ্রমিক ২০০ হতে ১০০০ ডলার বা তদূর্ধে হয়। প্রতি মূহুর্তেই নতুন নতুন কাজ আসছে। এক অসীম সম্ভাবনাময় কাজে আমাদের বাংলাদেশের তরুন প্রজন্ম এগিয়ে আসলে অদূর ভবিষ্যতে ফ্রিল্যান্সিং হতে পারে গার্মেন্টস শিল্পের বিকল্প, বৈদেশিক মূদ্রা অর্জনের প্রধান বা অন্যতম হাতিয়ার। অনেক দিক থেকেই বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ সুবিধা করতে সক্ষম। বিশেষত, তুলনামূলক কম খরচে আমরা কাজ করে দিতে পারব। প্রয়োজন শুধু, কম্পিউটারের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও সিরিয়াস হওয়া।
ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়ার জন্য অনেক নির্ভরযোগ্য সাইট রয়েছে। যাদেরকে ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয়। এসব সাইট নিয়ে আমি বিভিন্ন স্থানে পোষ্ট করেছি। আজ আরো সামান্য ধারণা দিচ্ছি। এসব সাইটে যারা কাজ জমা দেয়, তাদেরকে বলা হয় বায়ার এবং যারা কাজটি করে দেয় তাদেরকে বলে Freelancer বা coder. একটি কাজের জন্য অনেক ফ্রিল্যান্সার bid বা আবেদন করে। কাজটি কে কত ডলারে করতে পারবে তা উল্লেখ করে। যেসব কাজে পূর্বে তৈরিকৃত sample দেখানো সম্ভব সেসব sample যুক্ত করে ক্লায়েন্টকে দেখানোর জন্য। এদের মধ্যে হতে ক্লায়েন্ট একজনকে নির্বাচিত করেন। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ, পূর্ববর্তী কাজের sample কাজ পেতে সাহায্য করে। তবে কাজ পেতে টাকার পরিমাণ কম দিলেই হবে এমন ধারণা সত্য না। কেননা, ডিজাইনিং কাজে টাকার পরিমাণের থেকে অভিজ্ঞতা বেশী দেখা হয়।
ক্লায়েন্ট কাউকে কাজ দেওয়ার পরে কাজের সম্পূর্ণ টাকা সাইটে জমা দিয়ে দেন। ফলে কাজ শেষে উক্ত কাজের টাকা পাওয়ার ১০০% নিশ্চয়তা থাকে। একটি কাজ পেলে একজন ফ্রিল্যান্সারকে উক্ত কাজের জন্য ১০% হতে ১৫% পর্যন্ত কমিশন সাইটকে দিতে হয়।
এসব সাইটে ছোট ছোট কাজ যেমন, ডাটা এন্ট্রি, লোগো ডিজাইন, ক্যাপচা এন্ট্রি ইত্যাদি কাজ পাওয়া খুবই সহজ। নুতন ফ্রিল্যান্সাররা এসব ছোট কাজ করে বায়ার কর্তৃক দেয়া রেটিং বাড়াতে পারেন, যা পরবর্তীতে বড় কাজ পেতে খুবই সহায়ক হয়।
নিম্নে কতিপয় নিভর্রযোগ্য ফ্রিল্যান্সিং সাইটের ঠিকানা প্রদত্ত হল-
http://www.getafreelancer.com
http://www.rentacoder.com
http://www.getacoder.com

http://www.odesk. com
সাইন আপ করতে এবং কাজ করতে কোন সমস্যা হলে বলবেন। আমি সবোচ্চ হেল্প করব।
ফ্রিল্যান্সিং সাইটগুলি বিভিন্ন পদ্ধতিতে payment করে থাকে, যেমন-Money bookers, Western unioun, pioneer debt card, Bank wire transfer ইত্যাদি.
ফিল্যান্সিং সাইটসমূহের payment পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে আমার সাইটে। এই পোষ্টটি আমার এই সাইট থেকে আনা হয়েছে।
23

Level 0

আমি গর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Valo achi vhalo theko..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for ur information.

Level 0

ভাই আপনােক ধন্যবাদ

Level 0

Wow very informative post about freelance .ধন্যবাদ জাকারিয়া ভাই আপনার টিউনটির জন্য। অনলাইনে আয় করার হাজারো পদ্ধতি রয়েছে কিন্তু আমরা অনেকেই সঠিক পদ্ধতি জানিনা। আবার আমরা অনেকেই কোন পরিশ্রম না করেই অনলাইন থেকে আয় করার কথা ভাবি। আসলে এ ধরনের ধারনা ঠিক না। মেধা এবং পরিশ্রম ছাড়া কোন কিছু আশা করা বোঁকামি। আমি অনেককেই দেখেছি যারা আনলাইনে আয় করার জন্য প্রথমে খুব আগ্রহী থাকে কিন্তু কিছুদিন পর আর তাদের খুঁজে পাওয়া যায় না। আসলে আমরা বাঙ্গালীরা এ-রকমই আমরা কাজ করার আগেই টাকা চাই আবার কোন পরিশ্রম ও করতে চাই না। যাই হোক যারা সত্যিই অনলাইন থেকে টাকা উপর্জন করতে চান তাদের কাছে আমার প্রশ্ন ১.আপনি কি পরিশ্রমী..? ২. আপনি কি ধৈর্য ধরতে পারেন..? আমি জানি এ প্রশ্নের উত্তরে সবাই হ্যা বলবে কিন্তু বাস্তবে কিছুই না। যারা আসলেই seriously কাজ করতে চান তারা আমার সাইটটি দেখতে পারেন। এখান থেকে ডাটা এনট্রির কাজ করতে পারবেন, বিপুল জনপ্রিয় অনলাইন মাইক্রো জব করতে পরবেন,যারা নতুন তাদের জন্য রয়েছে ৩৭ টি ptc সাইট । এই ৩৭ টি ptc সাইটের ২৫ সাইট থেকেই আমি টাকা পেয়েছি। বাকিগুলোতে কাজ করছি এখনো Minimum pay out এ পৌছাইনি। যারা কাজ করতে আগ্রহী তারা আমার এই সাইট থেকে কাজ নিতে পারন. http://gsmbd24.blogspot.com . যদিও সাইট টি নতুন তারপরেও এখানে প্রতিদিন নতুন নতুন অনলাইন আয় বিষয়ক বিভিন্ন তথ্য দেয়ার চেষ্টা করে থাকি. http://gsmbd24.blogspot.com সাইট টি তে আমার যাবতীয় Contact information দেয়া আছে।
সাবাইকে ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে খুবই পজেটিভ একটা বিষয় নিয়ে নিয়মিত লেখার জন্য। আপনার টিউনস পরে অনেকেরই উৎসাহ বাড়বে।
তবে একটা কথা “ফ্রিল্যান্সিং এ আগ্রহি প্রায় সকলই এ ধরনের তথ্য জানে” কিন্তু ফ্রিল্যান্সার হওয়া তো খুব সোজা —
——
তাই আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি? একজন ফ্রিল্যান্সার নাকি শুধুই গুগল এডসেন্সর ?
জানাবেন প্লিজ।

তাহলে বুঝতে পারবো আপনার কাছ থেকে কতটা সাহায্য পাওয়া যাবে।
আর আপনার বিট করার অভিজ্ঞতা নিয়ে একটা টিউন আশা করছি।

কিছু মনে করবেন না, বিট করতে করতে আর ভাল লাগেনা। আপনার সাইটে ফ্রিল্যান্সার হওয়ার জন্য টিউটোরিয়াল দিবেন, তহলে আপনার সাইটে আমার মত অতি উৎসাহিরা দলে দলে ভির করবে।

বিদ্রঃ এটা সবাই উপলব্ধি করে যে আউটসোর্সিং এর মাধ্যমে দেশের উন্নতি সম্ভব।

    ফ্রিল্যান্সার এবং গুগল এডসেন্সর। আমার বিট করার অভিজ্ঞতা নিয়ে একটা টিউন করার ইচ্ছা আছে
    ।। আমার সাইটে ফ্রিল্যান্সার হওয়ার জন্য টিউটোরিয়াল দিবো। বাংলা সাইটিতে কাজের সময় বের করতে কষ্ট হচ্ছে। আমার যে সাইট
    টেক টিউনে দেখছেন তা ফ্রি সাইট এবং আপনাদের জন্য তৈরি করেছি। আমার ইংলিশ
    সাইটের এড এই টেক টিউনে কখনো দেই নি। আর সেই সাইটে আমার ভিজিটর এমনিতেই
    আসে। সেখান থেকেই আমার প্রকৃত ইনকাম হচ্ছে। ফ্রিল্যান্সার হিসেবে দেড় বছর
    পর ভাল অবস্হান তৈরি করেছি। এখন মার্কেট প্লেস গুলো কে আগ্রহ বেশী দিচ্ছি।
    অবস্হান তৈরি করতে পারলে এখানেই অনেক টাকা। কম শ্রমে লাভ বেশী আসছে। গ্রফ্রিক্স রিভারে ভাল মানের টেমপ্লেট জমা দিলে আপনি অ এ লাভ পেতে পারেন। যারা সফলতা পেতে চান তাদের বলব, কোন একটি সাইটে আপনি আগে নিজেকে দক্ষ করে নিন। ধন্যবাদ।

    তাহলে বোঝা যাচ্ছে আপনার কাছ থেকে সাহায্য পাব।
    আপনার বিট করার অভিজ্ঞতা নিয়ে একটা টিউন আশা করছি।
    আপনি বলেছেন “যারা সফলতা পেতে চান তাদের বলব, কোন একটি সাইটে আপনি আগে নিজেকে দক্ষ করে নিন” একমত
    আসলেই এক সাথে অনেক কিছু করতে গিয়ে কনোটাই হয় না।

গর্জন ভাইদেখি কোন রিপলাই দিচ্ছেননা।আসলে যারা ফ্রিল্যান্সিং এ সফলতা যারা পেয়েছে তাদেরচেয়ে বেশি এই বিষয়টা নিয়ে টিউন করে যারা এখনো সফলতা পায়নি।যারা ফ্রিল্যান্সিং এ সফলতা পেয়েছে তারা যদি এই বিষয় গুলি নিয়ে টিউন করতেন তাহলে আমাদের অনেক বেশি উপকার হত।

    চাপে আছি মাফ করবেন। আমি সারাক্ষন এখানে থাকতে পারি না। দিনে সর্বাধিক ৩-৪ বার। আর আপনার প্রশ্ন আমার বোধ্যগম্য নয়। কি বলেছেন আরো সহজ করে বললে ভাল হত।

গর্জন ভাইদেখি কোন রিপলাই দিচ্ছেননা।আসলে যারা ফ্রিল্যান্সিং এ সফলতা যারা পেয়েছে তাদেরচেয়ে বেশি এই বিষয়টা নিয়ে টিউন করে যারা এখনো সফলতা পায়নি।যারা ফ্রিল্যান্সিং এ সফলতা পেয়েছে তারা যদি এই বিষয় গুলি নিয়ে টিউন করতেন তাহলে আমাদের অনেক বেশি উপকার হত।কারো কিছু বিক্রি করার দরকার হলে এই সাইটটি দেখতে পারেন http://kroybikroy.com

    সফলতা পেতে টিউন করি নি। এখানে সফল হলে লাভ কি?? কাজের ফাকে এসব আপনাদের সাথে আলোচনা করি। আমাকে অযোগ্য মনে হলে সরাসরি বলবেন। এসব নিয়ে টিউন ছেড়ে দেব। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

আমার কম্পিউটারের সাধারন নলেজ আছে আমি অন লাইনে আয় করতে চাই আমার জন্য কোন কাজের সাইট থাকলে শেয়ার করুন প্লিজ । পিটিসি সাইটের লিংক দেবেন না দয়া করে ।

Level 0

আমার কম্পিউটারের সাধারন নলেজ আছে আমি অন লাইনে আয় করতে চাই আমার জন্য কোন কাজের সাইট থাকলে শেয়ার করুন প্লিজ । পিটিসি সাইটের এড্রেস দেবেন না দয়া করে ।