সাবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আমার গত টিউনটি ছিলো কিভাবে Windows XP ইন্সটল করতে পারবেন মাত্র দশ মিনিটে সে বিষয়ে, যদি কেউ প্রয়োজন মনে করে থাকেন তো এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন।
তো গত টিউনের ধারাবাহিকতায় আজকের টিউন সাজিয়েছি Windows 7 কিভাবে Install করতে হবে সেটি নিয়ে। একেবারে আনাড়ীদের জন্য উপযোগী করে ভিডিও টিউটোরিয়ালটি তৈরী করার চেষ্টা করেছি। তো আর নয় বড় ভাইদের কাছে দৌড়াদৌড়ি। এবার নিজেই নিজের পিসির উইন্ডোজ ফরমেট করে নতুন করে দিয়ে ফেলুন Windows 7
টিউনটির ভালো মন্দ দিক সহ যেকোন প্রশ্ন জানতে আপনার জন্য নিচের টিউনমেন্ট বক্স অপেক্ষায় আছে। যদি মনে করেন যে বাংলা ভাষায় তৈরী এই টিউটোরিয়ালটি আপনি ছাড়াও আপনার আরো বন্ধুদের কাজে লাগবে তাহলে নিচের ফেসবুক লাইক বাটনে ক্লিক করে ছড়িয়ে দিন আপনার ফেসবুক টাইমলাইনে। শেয়ার করুন গুগল প্লাসে। মনে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী টিউনে আবার কথা হবে ইনশাল্লাহ্ । সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।
বোনাসঃ মা শিল্পী. বারি সিদ্দিকী স্টুডিও লাইভ কনসার্ট, আমার নিজের রেকডিং ও আপলোড কৃত।
এক থালা ভাত সামনে নিয়ে কান্দে বৃদ্ধা মায়।
মায়ের হাত নিয়া, ভাত নিয়া যারা করতো মারামারি
কেউ এসে আর খায়না সেই ভাত করেনা কাড়াকাড়ি
সেই মায়ের মাখা ভাত এখন কাক পক্ষীরা খায়এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মায়।
এমনি হৃদয় ছূয়ে যাওয়া গানটির কথা লিখেছেনঃ দেলোয়ার আরজুদা শরফ ও মান্নান মোহাম্মদ সুরকারঃ মান্নান মোহাম্মদ শিল্পী. বারি সিদ্দিকী
আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ খালেদ ভাই @ আর ভিডিও টিউটোরিয়াল করার Software টা কি দেওয়া যাবে?