অনলাইন মার্কেটপ্লেসে আয় করার নিয়ম-দুই।

অনলাইন মার্কেট প্লেসে আয় করার বিষয়ে আমরা সবাই কম বেশী শুনেছি। অনেক মার্কেট প্লেস রয়েছে তার মধ্য থেকে প্রচন্দের সাইটটি বেচে নিতে আমরা বরাবরই দেরী করে ফেলি। সে যাই হোক আমি আজ থিম ফরেষ্ট ডট নেট নিয়ে আলোচনা করব। জানি না আপনাদের কতটা উপকারে আসবে, তবু অ যদি কেউ একটুখানি উপকৃত হোন তবেই নিজেকে ধন্য মনে করব।
সাইটির এড্রেস হচ্ছে-http://www.Themeforest.net . প্রথমেই বলে রাখছি, এই সাইটে আয় করতে হলে আপনাকে template বিক্রয় করে আয় করতে হবে। যারা ডিজাইন করা জানেন তারা খুব সহজেই এই মাধ্যমে আয় করতে পারেন। আমরা অনেকে জানি আবার অনেকে জানি না এই টেমপ্লেট কি? আমি নতুনদের কথা বিবেচনা করে এই টিউটরিয়ালটি লিখিছি বিধায় সবগুলো পয়েন্ট সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। যারা এই বিষয়ে ধরনা রাখেন তারা আমার লেখায় বিরক্ত না হয়ে সৃজনশীল মন্তব্য করবেন এমনটাই আশা করছি। আমাদের জেনে রাখা উচিত template কি? এটিকে বলতে পারেন web site এর theme. আমরা মোবাইলে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করি। এই থিমের উপর ভিত্তি করে মোবাইলের ফাংশনগুলো সাজানো হয়। ঠিক তেমনী web site এর বিভিন্ন আংশ কিভাবে আসবে তা template এর ভিত্তি করে সাজানো হয়। কোন সাইটের হেডারের কোন টুলসকে অ টেমফ্লেট বলতে পারেন। বিভিন্ন ধরনের template রয়েছে। যেমন-Html, Flash, Joomla, WordPress, Psd, Print templates ইত্যাদি, ইত্যাদি। তবে Html template এর ব্যবহার বেশী দেখা যায়। আমরা কোন ব্লগ কিংবা সাইটে প্রবেশ করলে দেখতে পাই, Home, Profile, Tutorial, Faq, About us ইত্যাদি এটিকেঅ টেমপ্লেট বলা হয়। যারা ফোটোশপ সফটয়্যারটি ব্যাবহার করতে জানেন তারা খুব সহজেই টেমপ্লেট তৈরি করতে পারেন।
আপনার তৈরিকৃত টেমপ্লেটটি থিমফরেষ্ট এ আপলোড করার পর তারা এটার দাম ঠিক করে দিবে। (যদি আপনার টেমপ্লেট তারা সিলেক্ট করে)। আপনার টেমপ্লেট থিমফরেষ্ট সাইটে প্রদর্শন করা হবে। যারা সাইট তৈরি করে তারা হয়ত আপনার টেমপ্লটটি চোজ করল এবং কিনে নিল। এভাবেই যতবার বিক্রয় হবে তত বারই আপনার আর্নিং হবে। সত্যি এটা খুবই মজার সিসটেম। এমনো টেমপ্লেট আছে যা শত শত বার বিক্রয় হচ্ছে। যারা ডিজাইন বিষয়ক ধরনা রাখেন তারা কত সহজেই আয় করতে পারেন। আয় করতে হলে আপনাকে কোন না কোন বিষেয় পারদর্শী হতে হবে।
যাই হোক, প্রথমে আপনাকে থিম ফরেষ্ট সাইটে সাইন আপ করতে হবে। সাইন আপ করার নিয়ম এখানে উল্লেখ করছি না। নিজেরা করে নিবেন। এটা খুব কঠিন কিছু না। সাইন আপ করার পর আপনাকে কুইজে অংশ নিতে হবে । কুইজে বিজয়ের মাধম্যে আপনি আপনার টেমপ্লেট আপলোড করার জন্য যোগ্য হয়ে গেলেন। কুইজে খুব কঠিন কোন প্রশ্ন করা হয় না। সবার জন্য একই প্রশ্ন করা হয় তাই প্রশ্ন অ উত্তর গুলো আমার নতুন ফ্রিলেন্সারদের জন্য নিচে তুলে ধরছি।
Question1: Envato is responsible for any copyright breaches in my submitted file. Answer: Disagree.

Question2: I can include photos in my files that I found on google search. Answer: Disagree.

Question3: I can buy a file from another site and sell it on an envato marketplace, provided I change something about it. Answer: Disagree.

Question4: When I upload a file to an envato marketplace I am agreeing to the file being purchased and used in any way specified in the legal documentation. Answer: agree.

Question5: Envato can reject my file if they feel it is not of sufficient quality. Answer: agree.

Question6: Envato will decide how much my file will cost and what category it will be in. Answer: agree.

Question7: My file needs to be submitted in the formats specified by envato for it to be accepted. Answer: agree.

Question8: I can upload a file with an image of me or a relative of mine without a Model release. Answer: Disagree.

Question9: I can use an illustration of a product or logo in my file. Answer: Disagree.

Question10: I cannot sell a file based on a tutorial. Answer: agree.

থিম ফরেষ্ট সাইটি বিখ্যাত এনভাটো গ্রুপের একটা প্রতিষ্টান। এই সাইটে কাজ জমা দিয়ে ধোকা খাোয়ার কোন সম্ভাবনা নাই। আপনি এনভাটো গ্রুফের অন্য কোন সাইটে সাইন আপ করে থাকলে সেই আইডি দিয়ে অ লগিন করতে পারেন। সবগুলো সাইটেই কুইজে অংশ নিতে হয় এবং একই রকমের প্রশ্ন করা হয়।
আপনারা যাতে সহজেই বিজয়ী হতে পারেন তার জন্য এই অংশটুকু উল্লেখ করেছি। আমরা সাইন আপ করলাম , কুইজে অংশ নিলাম, এবার কি করব? এবার আমরা আমাদের টেমপ্লেট থিমফরেষ্টে আপলোড করব। আপলোড মূলত একটা নিয়মে করতে হবে। সে সব নিয়ম আমরা সাইটটিতে পাব। তাদের রোটেশন অনুযায়ী আপলোড করতে পারলে ১-২ দিনের মধ্যে তাদের সাইটে আপনার ডিজাইনটি প্রদর্শীত করানো হবে। আর যতবার বিক্রয় হবে ততবারের উপর আপনি আজীবন ডিস্কাউন্ট পেতে থাকবেন। একটু ভেবে দেখুন, যারা সামান্য ডিজাইনের কাজ জানি তারা কত সহজেই আয় করতে পারি। এর জন্য আপনাকে সিরিয়াস হতে হবে। আর একটা টেমপ্লট তৈরি করা খুব কঠিন কিছু না। এ বিষেয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাইটটিতে অ এ বিষেয় ভিডি অ টিউটরিয়াল দেয়া হয়। যারা একেবারেই নতুন। সাইন আপ করতে জানেন না। ইংরেজী কম বুঝেন তাই ট্রামস এন্ড কন্ডিশন বুঝতে পারছেন না, টেমপ্লেট আপলোড করার নিয়মগুলো বুঝতে পারছেন না তারা আমার এই সাইটি ভিজিট করতে পারেন।
http://www.freelearnbd.blogspot.com
অনলাইন মার্কেট প্লেসে আয় করার নিয়ম বিষয়ক এটি আমার দৃতীয় লেখা। আমার প্রথম টিউনটি এখানে। আপনাদের আগ্রহ আর আমাকে সাহস দেয়ায় এই টিউনটি লিখে ফেললাম জানি না আপনাদের কেমন লাগবে।। আমার কাছ থেকে বড় ধরনের কোন সহযোগীতা আশা করবেন না। কেননা, একটা বিষয় নিজে বুঝা আর অন্যকে বুঝানো এক নয়। তবু অ আমার পক্ষে যতটা সম্ভব সহজভাবে উপস্হাপন করার চেষ্ট করেছি। ধন্যবাদ, সবাই ভাল থাকবেন।

Level 0

আমি গর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Valo achi vhalo theko..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই বলে ইন্টারনেটে নাকি টাকা কামানো যায়…………..কিন্তু আমার কেবল ইন্টারনেটে প্রতি মাসে টাকাই খরচ হচ্ছে………..দেখি এবার কিছু হয় কিনা!!! ধন্যবাদ আপনাকে….

    টিউনটি উপকারে আসলে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে টিউন করার সাহস পাই। ধন্যবাদ।

    ঘুমন্ত জাহাঙ্গীর ভাইয়ের সাথে সহমত…. কাজ হলে ভাল…..গর্জন ভাই ধন্যবাদ ।

Dhonybad apnake.
kaje asbe……………

ভাল এবং সুন্দর টিউন। এ তথ্যবহুল টিউনটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সত্যই দারুন একটি টিউনস। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের টিউনস অরো চাই।

    আপনারা বললে আরো পোষ্ট দেব, একটু সবর করেন।

এ রকম বিষয় নিয়ে টিউন করার ইচ্ছা ছিল !! কিন্তু সাহস পাই 😉

গর্জন ভাই তো একেবারেই গর্জিয়ে উঠলেন। :))

    ও তাই না কি? দোয়া করবেন, ভবিষ্যতে আরো ভাল কিছু করতে চাই।

ধন্যবাদ গজ’ন ভাই । দেখি কাজে আসে কি না ।

    কোন সমস্যা হলে ইমেলে যোগাযোগ করবেন।

Bhai taka paowar process ta jodi boltan?
Oooonake valo hoto!!!!!!!!
ami ai prothom techtunes a comment korlam

    কিছু টাকা জমা হলে মাই একাউন্টে প্রবেশ করলে টাকা আনার অপশন পাবেন। মানি বোকার্স দিয়ে আনতে পারেন। সেক্ষেত্রে আপনার মানি বোকার্সের ইমেল আইডি দিয়ে দিলেই হবে। মানি বোকার্সে সাইন আপ করার নিয়ম আমার সাইটে পাবেন।
    http://www.freelearnbd.blogspot.com

ধন্যবাদ গর্জন ভাই। দেখি কি করা যায়। নিজে তো ডিজাইন করতে পারব না, অন্যেরটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখি 😉

    খবরদার, এরকম করে কোন লাভ নাই। নিজে ডিজাইন শিখেন। ডিজাইন শেখা নিয়ে টিউন করার ইচ্ছা ছিল …

অনেক ধন্যবাদ ।