এক্সপি ইন্সটলেশনের ক্ষেত্রে ব্লু এরর মেসেজের সমাধান।আপনার পিসির সব ড্রাইভার এড করে তৈরী করুন পার্সোনাল এক্সপির বুটাবেল সিডি। উইন্ডোজ ইন্সটলেসনের সাথে সাথে মাদারবোর্ডের সব ড্রাইভারগুলো ইন্সটল হয়ে যাবে।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। এখন চারিদিকে উইন্ডোজ ৮.১ নিয়ে হৈচৈ। সবাই মেতে আছে মাইক্রোসফট এর নতুন উইন্ডোজের এই ভার্সনের মজা লুটতে। আমি ব্যক্তিগত ভাবে উইন্ডোজ ৮.১ ব্যবহার করি। কিন্তু আজকের এই আধুনিক যুগেও কিছু ইউজার আছেন যে তারা এক্সপির মায়া ছাড়তে পারছেন না, বিশেষ করে সরকারি অফিস আদালতে 😆 এখনো পিসি বলতেই প্রায় চোখ বন্ধ করে ধরে নেয়া যায় উইন্ডোজ এক্সপিই রয়েছে। যদিও পরিবর্তনের হাওয়া ধীরে ধীরে লাগতে শুরু করেছে। তো তেমনি অফিসের বসদের পিসিতে যখন আপনাকে বলা হবে উইন্ডোজ এক্সপি ইন্সটল করে দিতে। আপনিতো ভ্রু কুটি বাঁকিয়েই বসে যাবেন উইন্ডোজ ইন্সটলের জন্য। ভাবখানা এ আর এমন কি 😉  তো এক্সপির সিডি থেকে বসের ল্যাপটপ/ডেস্কটপে বুট করে খুব মুড নিয়ে বসে আছেন, ওদিকে সিডি থেকে ইন্সটলেশন ফাইলগুলো কপি হচ্ছে র‌্যামে। দশমিনিট ধরে ফাইল কপি শেষে যখন পিসি রিস্টাট নেবে এবং সেই বিরক্তিকর কুখ্যাত ৩৯ মিনিটের ওয়েটিং উইন্ডোটি আসার কথা তখন আপনার সকল মুড পানি পানি করে দিয়ে আপনার সামনে হাজির হবে নিচের চিত্রের মতো একটি নীল স্ক্রীন এর এরর ম্যাসেজ। 😳

ব্লু এরর ম্যাসেজ

আপনি তো জায়গায় ব্রেক হয়ে গেলেন এমনটি তো কখনো হয়নি। তো আবার নতুন করে বুট করে শুরু করলেন কিন্তু সেই একই ম্যাসেজ আপনাকে আবার থামিয়ে দেবে।  😥 😥 😥 😥 😥
বসের সামনে প্রেস্টিজ পুরাই পাংচার। একটাই প্রশ্ন তখন মনে ঘুরপাক খাচ্ছে আর তা হলো

এই এরর ম্যাসেজের কারণ কি?

কারণ হলো আপনি যে পিসিতে/ল্যাপটপে ইন্সটলেশনের চেষ্টা করছেন ঐ পিসি/ল্যাপটপের উপযুক্ত Mass storage Driver আপনার এই উইন্ডোজ এক্সপির ডিস্কটিতে মওজুদ নাই, তাহলে........

সমাধান কি?

সমাধানের জন্য আপনি কোন একটা কিছু বলে আপাতত বসের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় গিয়ে নিজের পিসিতে বসে পড়ুন। এবার আপনার সেই এক্সপির সিডি টি সিডিরমে প্রবেশ করান। এবার সিডিটি থেকে সকল ফাইল সিলেক্ট করে কপি করে অন্য যেকোন লোকেশনে একটি ফোল্ডার তৈরি করে সেখানে পেস্ট করুন। যেমন আমি ডেস্কটপে এক্সপি নামক একটি ফোল্ডার তৈরি করে সেখানে পেষ্ট করেছি। এবার পালা আপনার এই এক্সপি ফোল্ডারে প্রোয়জনীয় ড্রাইভারগুলোকে এড করা। কিন্তু...........

কোথায় পাবো ড্রাইভারগুলো?

কোথায় আবার অনলাইনে থেকে ডাউনলোড করে নিতে হবে 😉 তবে আপনাকে এখন যেই লিংকটি দেবো এখানে ফাইলগুলো টরেন্ট ফাইল আকারে দেয়া আছে। সুতরাং আপনাকে ফাইলগুলো ডাউনলোড করতে হবে টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার দিয়ে। কিভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করতে হয় সেটি আশা করি দেখিয়ে দেয়াটা আমার বেশী পাকনামি হয়ে যাবে, তাই সে দিকে আর গেলাম না। ড্রাইভারগুলো ডাউনলোড করতে সোজা চলে যান এখানে

এবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে যান

Windows 2000/XP/2003 (x86) DriverPacks

DriverPackVersion
Bluetooth9.10download
Chipset12.09download
CPU10.05download
Graphics A12.06download
Graphics B12.06download
Graphics C12.06download
Graphics PhysX12.06download
HID12.09download
LAN12.05download
Mass Storage12.09download
Miscellaneous12.01download
Modem12.05download
Monitors10.05download
Sound A11.11download
Sound B11.11download
Webcam11.07download

দেখুন উপরের তালিকার মতো উইন্ডোজ এক্সপির জন্য এমন একটি ড্রাইভারের তালিকা পাবেন। এখান থেকে  আপনি চাইলে সবগুলো ড্রাইভারই ডাউনলোড করে নিতে পারেন। তবে  WLAN & Blutooth এই দুটি  অনেক সময় কাজ করেনা তাই ওগুলো বাদ দিয়ে শুধু জরুরী  ড্রাইভারগুলোই ডাউনলোড করে নিন।

জরুরী সর্তকতাঃ ডাউনলোডকৃত কোন ফাইলই রিনেইম করবেন না। যেমন আছে তেমনি রেখে দিন।

এবার ডাউনলোডকৃত এই ড্রাইভারগুলোকে আপনার এক্সপি সিডি কপি করে রাখা এক্সপি ফোল্ডারে এড করতে হবে। এড করার জন্য আপনাকে DPs_BASE সফটওয়্যারটি ডাউলোড করে নিতে হবে এখান থেকে

এবার ডাউনলোডকৃত সকল ড্রাইভার এবং DPs_BASE সফটওয়্যারটি একটি ফোল্ডারে রাখুন। এবার DPs_BASE সফটওয়্যারটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রা্ক্ট করার জন্য আপনার পিসিতে Winrar সফটটি ইন্সটল করা থাকতে হবে। এখান থেকে নামিয়ে নিতে পারেন উইনরার এর ট্রায়াল ভার্সন।

এবার কিভাবে ড্রাইভারগুলো কে এক্সপি ফোল্ডারে এড করেবেন তা দেখে নিন 10:28 মিনিটের এই ভিডিও টিউটোরিয়াল থেকে।

আশা করি টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই এড করে ফেলতে পেরেছেন আপনার ড্রাইভারগুলো। এবার পালা হলো উক্ত এক্সপি ফোল্ডারটিকে বুটাবেল সিডি আকারে ডিস্কে রাইট করা। তার জন্য প্রথমেই এই ফোল্ডার কে বুটাবেল আইএসও ইমেজ আকারে কনর্ভাট করবো। তার জন্য আপনাকে ছোট্ট একটি ফ্রিওয়্যার সফটওয়্যার nLite ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। 

এটি দিয়ে আমরা একটি বুটাবেল আইএসও ইমেজ তৈরি করবো। এবং সর্বশেষে যেকোন আইএসও বার্নিং সফটওয়্যার দিয়ে সেই আইএসও ফাইলটিকে বার্ন করে বুটাবেল ডিস্ক আকারে। আমি এখানে Ultra ISO Software দিয়ে করে দেখিয়েছি। আপনি Ultra ISO Trial version এখান ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। এবার বাংলা ভাষায় এই টিউটোরিয়াল থেকে দেখে নিন খুব সহজেই কিভাবে আপনি আপনার ড্রাইভার এডকৃত এক্সপি ফোল্ডারটিকে nLite ব্যবহার করে একটি ISO  ইমেজ তৈরি করবেন। এবং সর্বশেষে কিভাবে Ultra ISO Software দিয়ে সেই ISO  ইমেজ দিয়ে বার্ন করবেন আপনার পার্সোনাল একটি এক্সপি সিডি যেটি দিয়ে প্রায় সকল ল্যাপটপ ও ডেস্কটপে উইন্ডোজ দেয়ার সাথে সাথেই অবাক হয়ে দেখবেন যে নেটওয়ার্ক ড্রাইভার, অডিও ড্রাইভার, ভিডিও ড্রাইভার গুলো অটো ইন্সটল হয়ে গিয়েছে।


আশা করছি খুব সহজেই সবাই ডিস্কটি তৈরি করতে পারবেন। তবু যদি কোন সমস্যা হয় তো কমেন্টস্ বক্সতো আপনারই অপেক্ষায় আছে। আজ এ পর্যন্তই ভালো থাকুন।

বোনাসঃ আমার আপলোডকৃত ** রজনী হইসনা অবসান, বারি সিদ্দিকী লাইভ স্টুডিও কনসার্ট

এই টিউনটির সকল কৃতিত্ব উৎস্বর্গ করছি শ্রদ্ধেয় বড়ভাই কামরুল ইসলামকে উনার এই টিউনটিকেই আমি শুধু মাত্র ভিডিও রূপ দিয়েছি।

শ্রদ্ধেয় বড় ভাই কামরুল ইসলাম

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে খালিদ ভাই @ আরো কিছু জটিল টিউন আমাদের উপহার দিন…।।

ধন্যবাদ ভাইয়া…… উপকারী জিনিস…

vai tune ta khub valo.r apnar kontho ta khub sundor.
🙂

Level 0

Vai tune ta khub valo..bt ei rokom akta problem amar win7 e hoy..amar ta hotath restart ney…
then eita show kore…kindly eitar solution kew janle aktu janan vai..khub pain e asi eita nea.
Windows has recovered from an unexpected shutdown. and then restart dile ei message show kore

windows has recovered from an unexpected shutdown
Problem signature:
Problem Event Name: BlueScreen
OS Version: 6.1.7600.2.0.0.256.48
Locale ID: 1033
Additional information about the problem:
BCCode: d1
BCP1: 0000000000000028
BCP2: 0000000000000002
BCP3: 0000000000000000
BCP4: FFFFF88001444C1E
OS Version: 6_1_7600
Service Pack: 0_0
Product: 256_1

    @ziajuel: ধন্যবাদ ভাই, কিন্তু আপনার সমস্যার সমাধান আমার জানা নেই, তবে যেহেতু টেকটিউনস্ রথি মহারথিদের বিচরণস্থল সেহেতু আশা করছি কেউ না কেউ আপনার সাহায্যে নিশ্চয় এগিয়ে আসবে।

Level 0

vai tune ta kub valo hoyese.

Level 0

খালিদ ভাই আপনার ফোন নাম্বার টা একটু দেন Pls!

Bhai amar ekta porblem hoi..
win 7 amr lapi te istall hoi na.. install korar somoy jokhn e kono drive install korte jai tokhn e erokom ekta msg ase
“Setup was unable to use the existing system partition because it does not contain the required free space”

kintu amr lapi te bohut space ache.. bhai kono solution thakle obbosoy janaben.. karon amake xp use korte ar bhalo lage na.. amr bondhura ki sundor sob 7 use korche r ami sei Xp niye Ghor korchi… pls bhai janaben…

    @Md Faruk Alam: ভাই সচরাচর এমন সমস্যা সেভেন এ দেখা যায়না। আপনি প্রথমত অন্য ডিস্ক থেকে ইন্সটল করার চেষ্টা করে দেখতে পারেন। তাতেও যদি কাজ না হয় তাহলে এই টিউন এ দেখানো প্রক্রিয়া অনুসরন করে দেখুন, এখানে এক্সপি দিয়ে করে দেখানো হয়েছে আপনি একই কাজ সেভেন দিয়ে করবেন। এবং টিউনে উল্লেখিত সাইটে থেকে সেভেন এর জন্য যে ড্রাইভারগুলো আছে সেগুলো ডাউনলোড করে চেষ্টা করে দেখুন। ধন্যবাদ ভাই

    @Md Faruk Alam: FARUK ভাই আপনার ল্যাপটপ এ সেভেন ইন্সটল না হবার কারণ
    আপনার সি ড্রাইভ এ DYNAMIK WILLIAM CREAT হয়েছে। এর থেকে রেহাই পেতে আপনাকে সি ড্রাইভ এ XP INSTALL
    দিতে হবে। তারপর সি ড্রাইভের PARTITION টা DELETE করে দিন। দেখবেন সব PARTITION DELETE হয়েগেছে।
    তারপর পার্টিশান বানিয়ে সেভেন ইনস্টল দিন। কাজ হয়ে যাবে। Last but not the least, don’t forget to back up your hard
    disk before deleting partion. ৥ সৌরজিৎ সর্দার ভাইয়ের পরামর্শ মোতাবেক কাজ করে দেখতে পারেন

অশেষ ধন্যবাদ খালিদ ভাই, আমি এই রকম একটা টিউন খুজতে ছিলাম।

    @মাহ‌্‌বুব হাছান: ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মনের মতো টিউন উপহার দিতে পেরে নিজেরও খুব ভালো লাগলো

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। চারিদিকে উইন্ডোজ ৮.১ নিয়ে হৈচৈ শুনে আমিও গত কালকে উইন্ডোজ ৮.১ দিলাম কিন্তু ওতে কিছু ড্রাইভার নাই যেমন mass storage controller, video controller আর একটা কি যেন । এগুলো কোথা থেকে নামানো যায় কোন link থাকলে দিতে পারেন।
আর মেইন সমস্যা এটা একটিভ করব কিভাবে ?

    @samir01: ভাই মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ। আপনার শেষ প্রশ্নের জবাবে বলতে চাই আমি ব্যক্তিগত ভাবে ফেসবুকের এই গ্রুপের দেখানো পন্থা অনুসরন করে স্কাইপি দিয়ে খুব সহজেই মাইক্রোসফট এর কাছ থেকে কী পেয়েছি এবং সেটি দিয়ে এ্যাকটিভ করেছি। গ্রুপের নাম “জানালা৮“ https://www.facebook.com/groups/janala8/
    আর ড্রাইভার সংক্রান্ত কোন ঝামেলাতো ৮এ হয়না, আপনি কি ল্যাপটপ না ডেস্কটপ এ সেটআপ করেছিলেন তা জানাবেন। তাছাড়াও উইন্ডোজ ৮ সংক্রান্ত যেকোন সমস্যায় আপনি এই গ্রুপের হেল্প পাবেন।

Level 0

thanks

ভাই এইটা তো পুরানো জিনিস। নতুন কোন জিনিস থাকলে জানান।

    @আব্দুল আহাদ মিয়া: ভাই অনেক ধন্যবাদ সুন্দর করে কথাটা বলার জন্য। আপনি যথেষ্ট জ্ঞানী মানুষ তাই আপনার কাছে এগুলো অনেক পুরানো, আমি ভাই স্বল্প জানা মানুষ কিছুদিন আগে নিজে এই সমস্যায় পড়েছিলাম এবং সেখান থেকে উত্তরনের পর ভাবলাম যে ব্যাপারটা শেয়ার করি আমার মতো কমজানেওয়ালা মানুষের সাথে। আর আমি টিটি সার্চ করে দেখেছি আমি যেভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে শেয়ার করেছি এভাবে কেউ ভিডিও আকারে বিষয়টি শেয়ার করেননি। ভিডিও টি দেখে আমার মতো স্বল্প জ্ঞানী মানুষেরা খুব সহজেই কাজটি করতে পারবে ভেবেই শেয়ার করেছিলাম। আহাদ ভাই আপনার কাছ থেকে নতুন নতুন প্রযুক্তির টিউন আশা করছি।আগামীতে চমৎকার সব টিউন করে আমাদের আরো কিছু শেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ

আব্দুল আহাদ মিয়া আপনার আক্কেল জ্ঞান বলতে কিছু নাই ? কেউ কোনো পোষ্ট করলে তাকে আরো ভালো পোষ্ট করার জন্য উৎসাহ দিতে হয় । আর সেখানে আপনি উনাকে নিরাস করছেন । মিয়া কলা গাছে দড়ি দিয়া মইরা যান । আপনার মত লোক বাংলাদেশে দরকার নাই 😛

দাদা ড্রাইভার এ্যাড তো বুঝলাম কিন্তু প্রয়োজনীয় প্রোগ্রাম কিভাবে বুটেবল সিডি তে এ্যাড করা যায় তাও যদি জানাতেন তাহলে একবারেই সব কাজ হয়ে যেত। উইন্ডোজ এর সাথে সাথে ড্রাইভার প্রোগ্রাম সব হয়ে গেলে কত মজাই না হতো। সেই অপেক্ষায় থাকলাম।

    @ছালাউদ্দিন মজুমদার (মাসুদ): ভাই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনি যেটি চাইছেন যেমন অফিস বিজয় ইত্যাদি প্রোগ্রাম ও উইন্ডোজের সাথে এড করে দেবেন সেটি নিযে আমার শ্রদ্ধেয় কামরুল ভাইয়ের এই সাইটে http://kamrulcox.blogspot.com/ প্রচুর টিউন আছে, আমার ও ইচ্ছে আছে আগামীতে এ বিষয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরী করার।

Level 0

ধন্যবাদ ভাই অনেক কিছু জানলাম ।

এই টিউন টা করার জন্য খালিদ ভাই কে অনেক ধন্যবাদ। আর FARUK ভাই আপনার ল্যাপটপ এ সেভেন ইন্সটল না হবার কারণ
আপনার সি ড্রাইভ এ DYNAMIK WILLIAM CREAT হয়েছে। এর থেকে রেহাই পেতে আপনাকে সি ড্রাইভ এ XP INSTALL
দিতে হবে। তারপর সি ড্রাইভের PARTITION টা DELETE করে দিন। দেখবেন সব PARTITION DELETE হয়েগেছে।
তারপর পার্টিশান বানিয়ে সেভেন ইনস্টল দিন। কাজ হয়ে যাবে। Last but not the least, don’t forget to back up your hard
disk before deleting partion.

Level 0

Brother, ami Windows 7 ar driver pack web site theke driver namiase windows 7 ar. But add korti parini. If kono software thake thahole janian.