একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার ‘ইমেল স্ট্রাকটর’ এর ব্যাবহার

অনেক সময় অনেক ফোরামে বা অনেক সাইটে ইমেল লিষ্ট পাওয়া যায়। কখনো কখনো সেই ইমেল লিষ্ট আবার অগুছালো থাকে। তাই প্রয়োজন পড়ে ইমেল স্ট্রাকটর এর। ভালো হয় যদি ইমেল স্ট্রাকটর আপনার পি.সি তে সফটওয়ার ইন্সটল দেয়া থাকে। এই সফটওয়ার দিয়ে যে কাজ করা সম্ভব তা অনলাইন ভিত্তিক এসব পেইজে পাওয়া যায় না। কিন্তু কোন কারনে যদি অনলাইনে ইমেল লিষ্ট ভেরিফাই করে নেয়ার প্রয়োজন পড়ে তাহলে এই সুযোগটি যে কেউ সহজেই ব্যবহার করতে পারেন। নিচের সাইটটিতে প্রবেশ করে নিচের দেখানো স্ক্রীন সর্ট অনুযায়ী এগিয়ে গেলে সহজেই এই কাজটি করতে পারেন।

১। এখান থেকে নিচের পেইজে গিয়ে লাল দাগ দেয়া অপশনে ক্লিক করুন।

২। তারপর বড় বক্সে আপনার ইমেল এড্রেস পেস্ট করুন। ইমেল এড্রেস পাওয়ার জন্য সাইটটির উপরের মেনুর ডানদিকে marketing মেনুতে ক্লিক করুন।

৩। সব শেষে প্রসে এ ক্লিক করুন। কাজ শেষ। ভেরিফাইড ইমেল এড্রেস কিছু সময় পর নিচের দিকে শো করবে।

সবাইকে ধন্যবাদ। ভালো লাগবে আমাকে ফেইসবুকে এড করুন

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস