এম এস ওয়ার্ডে কাজ করতে হয়না এমন একজন কম্পিউটার ইউজার খুজে পাওয়া মুশকিল। আর সে যে প্রফেশনেই হোক। আর বিশেয় করে যারা এমন পেশায় আছেন যাদেরকে অনেক বেশি লেখালেখি করতে হয় তাদের এম এস ওয়ার্ডো বেশ ভালো পারোদর্শি হতে হয়। আমাদেরকে অনেক সময় এর Text এর পাশাপাশি অনেক ধরনের Eqution ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা সারা মেনু বার ঘেটেও এর কোনো অপশন না দেখে প্রয়োজনিয় সমিকরনটি বসাতে পারিনা। কাজটি জানা থাকলে আমরা খুব সহজেই ওয়ার্ড থেকে Eqution এর কাজ করেত পারি ।
উপরোক্ত ইকোয়েশন সুমুহ ওয়ার্ডে বসাতে চাইলে ....
সাধারনত এই অপশরটি এম এস ওয়ার্ডের Insert এ থাকে, কাজেই এটাকে আমাদের Customize থেকে নিয়ে এসে Insert এ রাখাই ভালো ।
Tools
Customize
Customize উইন্ডো আসবে এবং সেখানে বা পাশে Insert এ ক্লিক করতে হবে। তারপর ডানপাশে Insert এর ভেতর থাকা বিভিন্ন অপশন দেখতে পাব। লিস্ট ধরে ধরে নিচে নামলে Eqution Editor নামে একটি অপশন পাব, এটির ওপর ক্লিক করে ড্রাগ করে (মাউসের ক্লিক বাটন না ছেরে) অপশনটিকে ধরে নিয়ে Insert এর ভেতর ছেরে দিব।
এবার Insert > Eqution Editor এ গেলে Eqution উইন্ডো আসবে।
এবার প্রয়োজন মতো ক্লিক করে আপনার সমিকরন বসাতে পারেন । ইদ আর বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা ।
ধন্যবাদ
মোঃ তানভীর আলম
নারায়নগঞ্জ
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
প্রযুক্তিবিদ ভাই, দুঃখের কথা কইতে নাহি । তারপরেও কই!! আমার আসায় নেট নাই। আমি অফিসে যা টাইম পাই সেখানেই টেকটিউনস এ কাজ করি। তাই ঈদে আর বিঝয় দিবসে আপনাদের পাইনাই তো তাই !!!!
ধন্যবাদ
অনেক সাধের জিনিস ……… ধন্যবাদ টিউনার কে