এসইও, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এর উপরে ভিডিও টিউটোরিয়াল ও রিসোর্স নিয়ে আসছে টিউটশেয়ার বিডির ৩য় প্রোজেক্ট “doFollow” সম্পুর্ন ফ্রী তে!

বাংলাদেশের ফ্রীলান্স খাতকে আরও সমৃদ্ধ করতে বর্তমানে আমাদের অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কৃতিত্বের পরিচয় দিচ্ছে। ফেসবুকের গ্রুপ গুলো ঘুরলেই তার যথেষ্ট উত্তর পাওয়া যায়। আর আমাদের টিউটশেয়ার বিডি হল সেই রকম একটি সেবামূলক ফেসবুক গ্রুপ যা প্রায় ৬-৭ মাস ধরে ফ্রী তে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল বিতরন করে আসছে। ছোট করে টিউটশেয়ার বিডির পরিচয় তুলে ধরলাম।

টিউটশেয়ার বিডির পরিচয়ঃ

ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 3D এনিমেশন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, ব্লগিং, এফিলিয়েট, প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, ইমেইল মার্কেটিং, সোসিয়াল মিডিয়া মার্কেটিং ইত্যাদি সেক্টরে বর্তমানে অনেকেই এসব কাজ শিখতে আগ্রহী। কিন্তু বাংলাদেশে ভাল কোন ট্রেইনিং সেন্টার নেই যেখানে এসব কাজ খুব ভাল শেখানো হয়। অনলাইন এ অনেক ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় । সেগুলো খুবি মানসম্পন্ন এবং সেগুলো থেকে ভাল কাজ শেখা যায় । কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ টিউটোরিয়াল গুলোই প্রিমিয়াম, যা অনেক টাকা দিয়ে কিনতে হয় ।

কিন্তু বাংলাদেশে যারা নতুন কাজ শিখে তাদের সেই সামর্থ্য থাকে না যে এসব টিউটোরিয়াল কিনে ব্যবহার করবে । তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের এইসব ভিডিও পাইরেসি করে ডাউনলোড করতে হয় । আবার গ্রাম অঞ্চলে ডাউনলোড করার মত স্পীড ও নেই । তাই এমন সুবিধাবঞ্চিত কাজ শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস ।

আমরা নিজেরা এসব টিউটোরিয়াল ডাউনলোড করি এবং বিভিন্ন মানুষ থেকে সংগ্রহ করি । এবং যখন অনেকগুলো টিউটোরিয়াল হয় তখন এসব টিউটোরিয়াল সবার কাছে পৌঁছে দেই । আর এর পুরোটাই আমরা করি সম্পূর্ণ ফ্রী তে । এসব টিউটোরিয়াল বিতরণ এর জন্য কারো কাছ থেকে কোন প্রকার অর্থ আমরা নেই না । এটি একটি সম্পূর্ণ Non-Profit Organization.

টিউটশেয়ার বিডি যে ভাবে কাজ করেঃ

এটা একটা ফেসবুক গ্রুপ। আমরা গ্রুপের মাধ্যমে সবাইকে ফ্রীতে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। টিউটোরিয়াল গুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের ভলেন্টিয়ার রা আমাদের সাহায্য করেন । প্রত্যেক জেলায় আমাদের ভলেন্টিয়ারগন তাদের জেলার সকল কাজ শিখতে আগ্রহী এমন মানুষের কাছে টিউটোরিয়াল গুলো দিয়ে দেয় । পোর্টেবল হার্ডডিস্ক এর সাহায্যে তারা এসব টিউটোরিয়াল সংগ্রহ করে থাকে ।

বিভিন্ন বিষয় এর উপর টিউটোরিয়াল নিয়ে আমাদের আলাদা প্রোজেক্ট করা হয় । এর মধ্যে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা প্রোজেক্ট চলছে । প্রত্যেক প্রোজেক্ট এর শুরুতে একটি মিটাপ হয় । ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এর মিটাপ হয়েছিল ৩১ মে ২০১৩ ঢাকার টিএসসি তে । সেখানে প্রায় ১৮০+ মানুষ অংশগ্রহণ করেছিল ।

সর্বমোট ৩৩৮ জিবি টিউটোরিয়াল । ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ১৯২ জিবি এবং গ্রাফিক্স ডিজাইন এর ১৪১ জিবি আর ইবুক রয়েছে ৪.৭ জিবি । আমরা সবগুলো টিউটোরিয়াল জিপ করে দিচ্ছি । জিপ করা অবস্থায় সাইজ কিছুটা কম, মোট সাইজ ৩০০ জিবি ।

টিউটশেয়ার বিডি নিয়ে আসছে সম্পূর্ণ নতুন একটি প্রোজেক্ট-doFollow!

আগামী মাসের ১ তারিখ, অর্থাৎ নভেম্বর এর এক তারিখ টিউটশেয়ার এর ৩য় প্রোজেক্ট "doFollow" রিলিজ করা হবে। এই প্রোজেক্ট এ এসইও, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, সোসিয়াল মিডিয়া মার্কেটিং এর উপরে ভিডিও টিউটোরিয়াল, ইবুক ও অন্যান্য গুরত্তপুর্ন রিসোর্স থাকবে। এ উপলক্ষে আগামী ১ তারিখ ছোট একটি মিটাপ এর আয়োজন করা হবে। ছোট বলতে আসলেই ছোট।
*** এই মিটাপ এ টিউটোরিয়াল শেয়ার করা হবেনা।

যারা টিউটোরিয়াল নিতে আগ্রহী, ভলেন্টিয়ার হতে আগ্রহী, এসইও ইমেইল মার্কেটিং এ আগ্রহী, আমাদের সাথে দেখা করতে আগ্রহী তারা এসে ঘন্টা খানেক আমাদের সাথে আড্ডা দিয়ে যেতে পারেন। মিটাপ এ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, নতুনদের গাইডলাইন দিবো, ভলেন্টিয়ারদের টিউটোরিয়াল নেয়া ও শেয়ার করা নিয়ে বোঝাবো, ভলেন্টিয়ার দের থেকে পোর্টেবল হার্ডডিস্ক কালেক্ট করবো এবং এগুলো ২-১ দিনের মধ্যে তাদেরকে টিউটোরিয়াল সহ ফেরত দিবো, আর চা-পানি তো আছেই... 🙂

স্থানঃ ধানমন্ডি ৮, রবিন্দ্র সরোবর।
সময়ঃ নভেম্বর ১, সকাল ১০ টা।

ভলেন্টিয়ার হতে হলে আপনাকেঃ

আপনিও চাইলে ভলেন্টিয়ার হয়ে আমাদের এবং দেশের ইন্টারনেট স্পীড সুবিধা বঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসতে পারেন । এজন্য একটি পোর্টেবল হার্ডডিস্ক থাকতে হবে ১০০ জিবি ফাকা যায়গা সহ। (অবশ্যই ভাইরাস বিহীন পোর্টেবল)
মানুষকে সাহায্য করার মত উদার মন মানসিকতা থাকতে হবে।

বিস্তারিত জানার জন্য বা যেকোনো প্রকার সাহায্যের জন্য গ্রুপ এ পোস্ট করুন ।

আমাদের টিউটোরিয়াল এর লিস্টঃ

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি রনি সাটিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 573 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks… 3D er Tutorial ki aache?

    Level 0

    @জাহিদ পাপ্‌পু: 3D and vedio editing আসছে আমাদের গ্রুপের ৪র্থ প্রজেক্টে। ধন্যবাদ

ভালো উদ্দোগ চালিয়ে যান।