অনলাইন মার্কেট প্লেসে আয় করার নিয়ম।

ইন্টারনেট থেকে আয় করার মূলত শ'খানিক পথ রয়েছে। তবে গেট এ ফ্রিলেন্সার ,রেন্ট এ কোডার ইত্যাদি সাইটে কাজ করে আয় করার চেয়ে নিরাপদ আর কোথায় অ নেই।আমার সাইটটি সার্চ করলে আরো জানতে পারবেন। http://www.freelearnbd.blogspot.com
আমরা না জেনে অনেক ভুয়া সাইটে কাজ করে ঠকা খাই। আয় করতে চাইলে নিজেকে
যোগ্য করা ছাড়া বিকল্প নেই। অন্তত্য যে কোন একটি বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। ডাটা এনট্রি কেপচা এনট্রির মত কাজে অনেকে মনে করেন দক্ষতার প্রেয়াজন নাই। আসলে সব কাজেই দক্ষতার প্রয়োজন আছে। দক্ষতার বিকল্প নেই। তবে ভেঙ্গে পড়লে চলবে না। পৃথিবীটাই সংগ্রাম করার জন্য। এখানে সংগ্রম করে টিকে থাকতে হয়। আমি বলব সব কাজের কাজী না হয়ে যে কোন একটি বিষেয পারদর্শী হোন। এটাই উত্তম। আপনি যদি গ্রফিক্স ডিজাইনের মত কাজে দক্ষ না হোন তবে ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেন। মনে রাখবেন, আমরা দক্ষ হয়েই জন্ম নেই নি বরং শ্রম আর আত্নবিশ্বাস আমাদের দ্ক্ষ করে তুলে। গ্রাফিক্স ডিজাইনের মত কাজ জানলে আপনি ১৫০-৩০০০ ডলারের কাজ পাবেন। তবে প্রথমে আমাদের ছোট ছোট কাজ করে আনিং শুরু করা উচিত। ডাটা এন্ট্রির মত কাজে ভাল আর্ন করার সুযোগ আছে। ডাটা এন্ট্রি করে আপনি ৩০-২৫০ ডলারের কাজ বাগিয়ে নিতে পারেন। rant a coder or get a freelancer সাইট গুলোতে কাজ করে টাকা পাননি এমন কথা আমি আজো শুনিনি। আজে বাজে সাইটে কাজ করে ধুকা খায়ার চেয়ে প্ররিশ্রম করে অল্পই আয় করা উত্তম। যাই হোক এসব সাইটে কাজ পেতে হলে ফ্রি সাইনআপ করতে হবে। নিয়ম আমার সাইটে দেয়া আছে। অথবা আমার সাইট থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আমাকে কল দিন। আমি ফ্রি সাইনআপ করে দেয়ার চেষ্টা করব। আসলে এটি আমার প্রথম টিউন। টিউন করার কোন ইচ্ছা ছিল না। আসলে অনেকে এই পথে সময় দিয়ে সঠিক গাইড লাইন না থাকায় ধোকা খাচ্ছেন। তাদের কথা চিন্তা করে টিউন করলাম। আমি বলছি না, এই টিউন আপনাকে সব ইজি করে দিবে। আয় করার জন্য যা প্রয়োজন যা সত্যি আমি তাই বলেছি। তবে আয়ের আরো নিরভর যোগ্য নিয়ম আছে যা এই টিউনে না বলে সময় নিযে পরের টিউনে বিস্তারিত বলব (যদি আপনারা চান)। আজ এটুকু বলব, আর্ন করার জন্য গুগল এডসেন্স থেকে মজা অন্য কিছুতে নেই। তবে এর জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে। এটা আমার প্রথম টিউন তাই ভাল কমেন্ট না পেলে আর টিউন করব না। ধন্যবাদ ভাল থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি গর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Valo achi vhalo theko..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Next লেখা পেতে ইমেল করুন: [email protected]

    গর্জন says:
    ২২ মে, ২০১০ at 5:39 অপরাহ্ন

    Nest লেখা পেতে ইমেল করুন: [email protected]

    নিশ্চিই আপনার গোপন(!!!) ব্যাপার আছে
    ইমেইল করবো কেন এথানে টিউন করবেন???

    Level 0

    আপনি কি আমাদের জানানোর জন্য টিউন করেছেন নাকি এড দেওয়ার জন্য!!!!!!!!!!!!!

    আর পরবর্তি টিউনের জন্য আপনাকে কেন ইমেইল করতে হবে??????????

    এখানে কি আপনি …………………………………

Level 0

গর্জন ভাই, দেখি কাজ করে ধন্যবাদ ।

    ভাই এখানে নয়, কাজ করবেন নেটে আপনি দেখছি মাটি কাটছেন। তা অ ভাল ! যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে দুই নম্বারি করছে তাদের তুলনায় এটা অ অনেক ভাল। মাটি কাটে ট্রায়ার্ড হয়ে গেলে বলবেন। আমি এসে হেল্প করব। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

স্বাগতম আপনাকে টিউন ভাল হয়েছে সামনে আরো ভাল অ উন্নত মানের টিউন আশা করছি ধন্যবাদ।

    স্বাগতম আপনাকে টিউন ভাল হয়েছে সামনে আরো ভাল ও উন্নত মানের টিউন আশা করছি ধন্যবাদ।

    আপনার মূল্যবান কমেন্টের জন্য শুকরিয়া।

Level 0

যাই হোক পরথম টিউনের জন্য স্বাগত বানী পেতে পারেন

কমেন্ট করার জন্য সবাই কে ধন্যবাদ। আতাউর রহমান ভাইয়ার কমেন্ট ভাল লেগেছে। ভাল কমেন্ট পেলে কাজের স্পৃহা বাড়ে আর একটু ঝাল কমেন্ট পেলে নিজেকে আরো সংসুধন করার সুযোগ আসে। প্রথমে বলব ইমেল আইডি দেয়ার কারণ। আমার সাইটে যারা ভিজিট করেছেন তারা লক্ষ্য করেছেন সেখনে ভিডি অ টিউটরিয়াল রয়েছে (পরিমানে খুবই কম)। অধিক ভিডি অ দিলে সাইট স্লো হয়ে যায় তাই দিতে পারি নি । আপনারা ইমেলে রিকুয়েষ্ট করলে আপনাদের আগ্রহের বিষয়ে ভিডি অ টিউটরিয়াল ডাউনলোড করার লিংক দিতাম। ভিডি অ দেখে আনিং শিখতে পারতেন। আথবা আর্ন করতে গিয়ে যে সমস্যায় পড়লে ইমেলে পারসনাল ভাবে হেল্প করার চেষ্টা করতাম। এর বাইরে কোন ধান্দা নাই।
এড দেয়ার বিষেয় বলব, আপনি একে বারে মন্দ বলেন নি। মিথ্যা বলতে পারতাম কিন্তু মিথ্যা বলা ছেড়ে দিয়েছি। যদি অ এক সময় প্রচুর বলতাম। আমার সাইটের এড্রেস দেয়ার কারণ হল, যে বিষয়ে অলরেডি লিখা
হয়েছে তা আবারো লিখতে মন চায় নি। আর এতে কারো কি ক্ষতি হচ্ছে? আপনি জানার জন্য ক্লিক করবেন , আপনার লাভে। যদি এডে ক্লিক পড়ে তাতে আমার লাভ , না পড়লে শুন্য। লাভ হলে উভয় পক্ষের লাভ হচ্ছে। এতে দোষের কিছু দেখছি না। আরেকটি কথা বলতে চাই। এই লাভের জন্যই কিন্তু বিশাল বিশাল বাজেট নিয়ে এত এত মার্কেট প্লেস গড়ে উঠেছে। গুগল কিন্তু এটাকে সেবা হিসেবে দেখছে। আপনি অ তাই মনে করতে পারেন । আপনি ফ্রি শিখছেন মাঝখান থেকে আমরা দু চার কড়ি কামাচ্ছি। আর আমি এটাকে হালাল মনে করি। যদি অ ব্যাখা দিতে পারব না। অনেক কথা বলে ফেলেছি মাফ করবেন। শেষ করার আগে আরো একটি প্রফেশনাল কথা বলে শেষ করতে চাই। আমার দেয়া লিংক গুলো থেকে যারা ডাউনলোড করছেন বা করবেন তাতে অ আমার আর্ন হবে। এবার দেখুন আপনি ইমেল করবেন কি না? যদি আর্নিংয়ের ভিডি অ চান তবে করতে পারেন। কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ।

আমি করতে চাই…পরবর্তি টিউনে এর ওপর ক্লিয়ার ধারনা দিবেন আশা করি।

    চেষ্টা করব । ইনশাল্লাহ

আপনাকে টেকটিউনস পরিবারে সাগতম । আর এই সব বিষয় অনেক টিউন আছে । যা হক আপনি আর ভাল ভাবে এই বিষয় গুলো উপস্থপন করবেন এই আশা করি ।

    দোয়া করবেন, যেন আরো ভালো করতে পারি।

Level 0

জাকারিয়া ভাই আপনার সাইটটি আমার খুবই ভাল লাগে। সত্যিই আপনার সাইটটি নতুন ফ্রীল্যান্সারদের জন্য খুবই উপকারি। ভাই অর্থ উত্তোলনের সকল পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম আপনার সাইট থেকে কিন্তু এলার্ট-পে সম্পর্কে তো কিছুই বললেন না। এলার্ট-পে ও তো অর্থ উত্তোলনের আরেকটি জনপ্রিয় পদ্ধতি। যাই হোক ভাই আশা করি এলার্ট-পে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আপনার সাইট থেকে। আমি মাইক্রোওয়ার্কস থেকে মোট ৮০ ডলার সেন্ট করেছি আমার এলার্ট-পে একাউন্টে। বর্তমানে আমি মাইক্রোওয়ার্কস এর মত আরো কয়েকটি সাইটে কাজ করতেছি এবং সেই সাথে বেশ কয়েকটি PTC সাইটেও কাজ করতেছি যার বেশীর ভাগ সাইট এলার্ট-পে এবং পেপাল সাপোর্ট করে। বর্তমানে আমার এলার্ট-পে একাউন্টে ২৯০ ডলার জমা করেছি তাই খুব টেনশনে আছি কবে যে টাকা টা হাতে পাবো।
আমি ওডেস্কে অনেকদিন আগে রেজিসট্রেশন করেছি এবং বিভিন্ন পরীক্ষা দিয়ে স্কীল ১০০ তে উপনিত করেছি বেশ কয়েক বার বিড করেছি কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে কোন কাজ পাইনি। তাই এখন আর বিড কারি না। ওডেস্ক থেকে একটি ডেবিট মস্টার কার্ডও পেয়েছি। কিন্তু কার্ডে টাকা লোড দিতে ভয় হচ্ছে। যাই হোক আমি আবার ওডেস্কে কাজ করতে চাই এ ব্যেপারে আপনার সাহায্য আশা কারছি। আমি যে সকল সাইটে কাজ করি তার বিস্তারিত এখানে আছে http://www.gsmbd24.blogspot.com

    Bulbul ভাই, আমি জাকারিয়া সাহেব কে চিনি না। আমার সাইট ভালো লেগেছে তাই শুকরিয়া। আপনি অনেক শ্রম দিয়ে পি.টি.সি সাইটে আয় করছেন তাই আবারো শুকরিয়া। তবে পি.টি.সি সম্পর্কে আমি মানুষকে আগ্রহ দেখাই না। অনেকে টাকা পেয়েছে আবার অনেকে নেট ইউজ করা ছেড়ে দিয়েছে। হা..হা.. হা..। আসলে পি.টি.সি তে মানুষকে ধোকা দেয়া ছাড়া ভাল কিছু শেখানো আমার পক্ষে সম্ভব না। হয়ত, আপনি ভাল কিছু শেখাতে পারবেন। চালিয়ে যান। আপনি এলার্ট পে সম্পর্কে জানতে চান অথচ আপনার সাইটে ঢুকে দেখলাম এলার্ট পের এড ঝ্বল ঝ্বল করছে। এলার্ট পে সম্পর্কে আমার সাইটে লিখব কি না ভাবছি। কারণ, এতে বিদেশে নিকট জন থাকতে হবে। যদি অ অধিকাংশ সিলেটির নিকট জন লন্ডনে আছে তবু অ সাধারণ জনতা খুব কমই উপকৃত হবে। মানি বোকার্স সেরা (আমার মত সাধারণ জনতার জন্য)। তাই আমার সাইটে এ বিষয়ে ডিটেইলস বলেছি। এলার্ট পের প্রযোজন নাই সে কথা বলছি না। তবে সাধারন মানুষের জন্য এটাই সেরা। আপনি যখন বলছেন তাই এ বিষয়ে পরে আমার সাইটে পোষ্ট দেব। আর জাকারিয়া ভাইটা কে জানাবেন।

nice tunes.next a aro tune korben asa kori.thank you

Level 0

ভালোই……………

Freelance মাকেট প্লেসে আপনাদের আগ্রহ দেখে আমার সাইটে আরো পোষ্ট দিয়েছি। ধন্যবাদ।

aamar vhalo legeche!!!