ইন্টারনেট থেকে আয় করার মূলত শ'খানিক পথ রয়েছে। তবে গেট এ ফ্রিলেন্সার ,রেন্ট এ কোডার ইত্যাদি সাইটে কাজ করে আয় করার চেয়ে নিরাপদ আর কোথায় অ নেই।আমার সাইটটি সার্চ করলে আরো জানতে পারবেন। http://www.freelearnbd.blogspot.com
আমরা না জেনে অনেক ভুয়া সাইটে কাজ করে ঠকা খাই। আয় করতে চাইলে নিজেকে
যোগ্য করা ছাড়া বিকল্প নেই। অন্তত্য যে কোন একটি বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। ডাটা এনট্রি কেপচা এনট্রির মত কাজে অনেকে মনে করেন দক্ষতার প্রেয়াজন নাই। আসলে সব কাজেই দক্ষতার প্রয়োজন আছে। দক্ষতার বিকল্প নেই। তবে ভেঙ্গে পড়লে চলবে না। পৃথিবীটাই সংগ্রাম করার জন্য। এখানে সংগ্রম করে টিকে থাকতে হয়। আমি বলব সব কাজের কাজী না হয়ে যে কোন একটি বিষেয পারদর্শী হোন। এটাই উত্তম। আপনি যদি গ্রফিক্স ডিজাইনের মত কাজে দক্ষ না হোন তবে ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেন। মনে রাখবেন, আমরা দক্ষ হয়েই জন্ম নেই নি বরং শ্রম আর আত্নবিশ্বাস আমাদের দ্ক্ষ করে তুলে। গ্রাফিক্স ডিজাইনের মত কাজ জানলে আপনি ১৫০-৩০০০ ডলারের কাজ পাবেন। তবে প্রথমে আমাদের ছোট ছোট কাজ করে আনিং শুরু করা উচিত। ডাটা এন্ট্রির মত কাজে ভাল আর্ন করার সুযোগ আছে। ডাটা এন্ট্রি করে আপনি ৩০-২৫০ ডলারের কাজ বাগিয়ে নিতে পারেন। rant a coder or get a freelancer সাইট গুলোতে কাজ করে টাকা পাননি এমন কথা আমি আজো শুনিনি। আজে বাজে সাইটে কাজ করে ধুকা খায়ার চেয়ে প্ররিশ্রম করে অল্পই আয় করা উত্তম। যাই হোক এসব সাইটে কাজ পেতে হলে ফ্রি সাইনআপ করতে হবে। নিয়ম আমার সাইটে দেয়া আছে। অথবা আমার সাইট থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আমাকে কল দিন। আমি ফ্রি সাইনআপ করে দেয়ার চেষ্টা করব। আসলে এটি আমার প্রথম টিউন। টিউন করার কোন ইচ্ছা ছিল না। আসলে অনেকে এই পথে সময় দিয়ে সঠিক গাইড লাইন না থাকায় ধোকা খাচ্ছেন। তাদের কথা চিন্তা করে টিউন করলাম। আমি বলছি না, এই টিউন আপনাকে সব ইজি করে দিবে। আয় করার জন্য যা প্রয়োজন যা সত্যি আমি তাই বলেছি। তবে আয়ের আরো নিরভর যোগ্য নিয়ম আছে যা এই টিউনে না বলে সময় নিযে পরের টিউনে বিস্তারিত বলব (যদি আপনারা চান)। আজ এটুকু বলব, আর্ন করার জন্য গুগল এডসেন্স থেকে মজা অন্য কিছুতে নেই। তবে এর জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে। এটা আমার প্রথম টিউন তাই ভাল কমেন্ট না পেলে আর টিউন করব না। ধন্যবাদ ভাল থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।
আমি গর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo achi vhalo theko..
Next লেখা পেতে ইমেল করুন: [email protected]