আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট এ দেখিয়েছি বাংলা ভাষা নিবার্চন করলে অটোমেটিক বাংলা ভাষায় হয়ে যায় পুরো সাইট এভাবে যে কোন ভাষায় রুপান্তরিত করা যায়, এ সিস্টেম হল ট্রান্সলেটর ব্যবহার করে, তা আসলে Google এর একটা সার্ভিস। এটা তৈরী করা খুব সহজ। যে কেউই এটা তার সাইটে ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমেই এখানে ক্লিক করুন তাহলে Google এর ট্রান্সলেটর টুল আসবে।
আর আপনার যদি Gmail লগইন করা না থাকে Login করে নিন।
তারপর Add to your website now তে ক্লিক করুন।
এখন Website URL বক্স এ আপনার ওয়েব সাইটের নাম দিন, আমি আমার সাইটের নাম দিলাম। তারপর Next বাটনে ক্লিক করুন।
এখন এখান থেকে সব ভাষায় আপনার সাইট ট্রান্সলেটর রাখতে চাইলে “All language” রেডিও বাটনে ক্লিক করুন আর নির্দিষ্ট কোন ভাষা চাইলে Specific languages রেডিও বাটনে ক্লিক করে আপনার পছন্দ মত ভাষা সিলেক্ট করুন।
তারপর Display mode থেকে আপনার পছন্দমত মোড সিলেক্ট করুন। সবশেষ Get Code বাটনে ক্লিক করলে কোড দেখতে পাবেন।
এবার এই কোড গুলো কপি করে আপনার সাইটে পেষ্ট করুন নিচের মত করে।
উপরের নিয়মে খুব সহজে আপনি আপনার ব্লগে/ওয়েব সাইটে গুগোলের ট্রান্সলেটর ব্যবহার করতে পারবেন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
valo laglo