জেনে নিন কিভাবে প্রাইস এসএল / টিপি তে গেলে আপনাকে সাউন্ড alert দিয়ে জানিয়ে দিবে ( Forex ট্রেডার দের জন্য )

আমরা অনেকেই চাই যে এমন কোন সিস্টেম/ ইএ/ ইনডিকেটর যদি থাকতো যা আমাদের টিপি/ এসএল হিট
করার সাথে সাথে জানিয়ে দিবে। অনেক খুঁজাখুঁজির পর ও এরকম কোন কিছু পাইনি। তবে একটা
উপায়ে তা সম্ভব। এবং তা আমাদের মেটা ট্রেডার এ ই দেওয়া আছে।

হ্যাঁ Alerts অপশন এর
মাধ্যমে আপনি তা সেট করে রাখতে পারেন ।
প্রথমে Alert এ যান।  রাইট মাউস বাটন কিলিক করে Create এ ক্লিক করুন । নিচের মতো একটি বক্স আসবে ............

Symbol থেকে আপনার Pair সিলেক্ট করুন।
এরপর Value  দিন । আপনি কোন প্রাইস এ গেলে alert দিয়ে আপনাকে সতর্ক করবে সেই প্রাইস টাই Value তে দিবেন।
এখন আসেন Condition এ। এইটাই আসল।
ঠিকমত না দিলে
alert  যথাসময়ে দিবে না।
Condition থেকে Bid> এবং Bid<
এই দুইটা আপনি ব্যাবহার করবেন । আপনার যদি বাই থাকে তাহলে Bid > ইউস করবেন টিপি এর জন্য এবং Bid < ইউস করবেন এসএল এর জন্য । সেল এর ক্ষেত্রে
ঠিক উল্টো।
এই Condition টা Value এর সাথে সম্পর্কযুক্ত। আসলে আপনি লেখাটা
পড়ে কিছু
Confused  হয়ে যেতে পারেন । কিন্তু যারা < > এই দুটি সাইন ভালভাবে বুঝে তাদের সমস্যা
হওয়ার কথা না।
Source থেকে আপনার
পছন্দ অনুযায়ী সাউন্ড
Alert দিয়ে রাখতে
পারবেন।
Timeout যত সিলেক্ট
করবেন তত সময় পর্যন্ত
alarm দিবে।
Iteration যত দিবেন ঠিক
তত বার এইটা
alarm দিবে।
এইটা আপনি ভিবিন্ন ভাবে ব্যাবহার করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন প্রাইস
নির্দিষ্ট একটা মূল্যে গেলে আপনাকে জানিয়ে দিবে এর জন্যও ব্যাবহার করতে পারেন।

Source : https://www.facebook.com/groups/LearnToTradeWithTheLoser/

আজ এ পর্যন্তই J




....................


Level 5

আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Great!!