আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন

যারা ওয়ার্ডপ্রেস(.) কম এ ব্লগিং করেন এবং ভাবছেন ডোমেইন ও হোষ্টিং কিনবেন। তারা প্রথমে লোকাল হোষ্ট-এ (আপনার কম্পিউটারে) ইন্সটল করে ব্যাবহার করে দেখতে পারেন। তারপর না হয় সার্ভারে ইন্সটল করবেন। সার্ভারে ইন্সটল করা জন্য আমার প্রিয় জিন্নাত ভাইয়ের এ পোষ্টটি পড়তে পারেন। আর লোকাল হোষ্ট-এ (আপনার কম্পিউটারে) ইন্সটল করার জন্য আমার এই পোষ্ট। প্রথমে বলে রাখা ভাল আমি এই বিষয়ে কোন অভিজ্ঞ লোক নাই। আমি যেভাবে ইন্সটল করেছি তা শুধু মাত্র সবার সাথে শেয়ার করার জন্য আমার এই পোষ্ট।

আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনাপর যা যা প্রয়োজন হবে :

১। XAMPP সফটওয়্যার (এখান থেকে ডাউনলোড করুন)
২। WordPress  (এখান থেকে ডাউনলোড করুন )

XAMPP ইন্সটল করুন এবং XAMPP/htdocs/ ফোল্ডারে আপনার wordpress আনজিপ করে স্হাপন করুন।
এখন একটি ডাটাবেজ তৈরী করুন। আপনার ব্রাউজার খুলুন এবং এড্রেস বারে http://localhost/phpmyadmin/ লিখে এন্টার দিন। এখান থেকে wordpress নামে একটি ডাটাবেজ তৈরী করুন।
এখন আপনার ব্রাউজার এড্রেস বারে  //localhost/wordpress/ লিখে এন্টার দিন।
configuration file তৈরী করার জন্য বলবে। তৈরী করার জন্য  Create Configuration file ক্লিক করে পরবর্তি ধাপ গুলো অনুসরন করুন। নিচের তথ্যগুলো নির্দিষ্ট ফিল্ডে দিয়ে ধাপগুলো অনুসরন করুন।

DB_NAME: wordpress
DB_USER: root
DB_PASSWORD:     (কোন পাসওয়ার্ড দিবেন না)
DB_HOST: localhost
Table Prefix: WP_

বাস শেষ হয়ে গেল আপনার কাজ। চেষ্টা করে দেখুন আশা করি পারবেন। যেকোন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। জানা থাকলে অবশ্যই সমাধান দেবো।

ভিডিও সহ পোষ্টটি দেখতে পারেন এখানে।

Level 3

আমি মোহাম্মদ সাজ্জাদ এইচ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং, ওয়েব পেইজ , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডোমেইন , হোস্টিং এগুলো সম্পর্কে আমার জ্ঞান খুবই সাধারন মাপের এবং আমি এবিষয়ে কোন এক্সপার্ট না। আমি বিষয় গুলো শেখার চেষ্টা করছি মাত্র।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভালোই

ভালো টিউন চালিয়ে যান

ভাল টিউন ধন্যবাদ।

ধন্যবাদ আপনাদেরকে পোষ্টটি পড়ার জন্য।