আমাদের টেকটিউনস আমরাই সমৃদ্ধ করবো

১। ফালতু বিষয় নিয়ে টিউন করবো না।
২। টিউনের কোয়ালিটি বিসর্জন দিয়ে কোয়ান্টিটি বাড়াবো না।
২। সংগৃহীত বা সঙ্কলিত কোন বিষয় নিয়ে টিউন করলে সূত্র উল্লেখ করবো।
৩। বাংলা বানানের দিকে যথাসম্ভব নজর দিব।
৪। মন্তব্য বা মন্তব্যের রিপ্লাই দেয়ার ক্ষেত্রে আবেগতাড়িত হবো না।
৫। যার টিউন নিয়ে মন্তব্য করছি, টিউনার হিসেবে তিনি নবীন না প্রবীণ (এটি তার কতো নম্বর টিউন) তা দেখে নেব। নবীন হলে তার ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার পাশাপাশি তাকে প্রেরণা দিব।
৬। কোন টিউনার বা মন্তব্যকারীর প্রতি রাগ পুষে রাখবো না।
৭। জেনে শুনে সম্প্রতি প্রকাশিত কোন টিউনের কোন কপি করবো না।
৮। কোন সফটওয়্যার সম্পর্কে টিউন করার আগে নিজে তা ডাউনলোড/ ইনষ্টল করে দেখে নেবো। সফটওয়্যারটির সুবিধা/ অসুবিধা উভয় বিষয় টিউনে উল্লেখ করবো।
৯। টেকটিউনে সরাসরি টিউন ড্রাফট না করে এম এস ওয়ার্ডে তা কম্পোজ করে দেখে নেবো। সম্ভাব্য কয়েকটি শিরোনাম তৈরী করে পছন্দের টি প্রকাশ করবো।
১০। চটকদার শিরোনাম দিয়ে পাঠক টানার অপকৌশল গ্রহণ করবো না।
১১। টিউনের বিষয়বস্তর সাথে শিরোনামের ষোল আনা মিল রাখবো।

Level 0

আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

” এ মাসের টেকটিউনস সংবাদঃ মার্চ-২০১০ (আপডেটেড) ” এই পুরোনো জিনিস প্রথমে না দিয়ে আপনার এই টিউন প্রথমে দেয়া উচিত ।

    উপরের টিউনে যে কথাগুলো বলা হয়নি- মন্তব্যের রিপ্লাইয়ে তা বলে দিচ্ছি।
    ১২। যে মন্তব্যে টিউনের প্রশংসা করা হয়, ঐ মন্তব্যের প্রতি টিউনারদের এক ধরণের লোভ থাকে। আমারও আছে।

Level 0

প্রযুক্তি বিষয়ক ব্লগসাইট http://www.techtechbd.blogspot.com এতে রয়েছে না জানা আনেক তথ্য। তাই দেরি না করে এখনেই প্রবেশ করুন

    টেকটিউনস নীতিমালা:
    ৩.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পদনার ক্ষমতা রাখে।

    সহমত।

আপনার সাথে সহমত প্রকাশ করছি তবে ধারা নং ৫ এবং ধারা নং ৭ এর কিছু অংশ মনে হয় সংশোধন করলে ভাল হয় যেমন – ধারা নং ৫ এ নবিনদের ভুল ধরিয়ে দেয়ার পাশাপাশি উতসাহ দেব তবে প্রবিনরা ভুল করলেও তার ভুল ধরিয়ে দেয়া উচিত বলে মনে করি,কারন ভুল জিনিসটা মানুষ মাত্রই হইতে পারে।ধারা নং ৭ এ নিজের প্রয়োজনে কপি করে রাখতে পারি তবে তাহার অপব্যাবহার করবনা অর্থাৎ নিজের নামে চালিয়ে দেবনা।আপনাকে অনেক ধন্যবাদ।

    আপনার মন্তব্য পড়ে বুঝা যায়, আপনার করা টিউন ভালো হবে।

আপনার সাথে কাঁধে কাঁধ মেলাচ্ছি।

    ১টি মন্তব্যের পেছনে মূল্যবান মেধা, সময় ও কিলোবাইট ব্যয় হয়। তাই প্রতিটি মন্তব্যের রিপ্লাই দিতে ইচ্ছে করে। কিন্তু সুন্দর বাক্যচয়নে আমার সীমাবদ্ধতার কারণে পারিনা।

ধন্যবাদ,আপনার এই টিউনটি সময়ের প্রয়োজনে অতি আবশ্যক ছিল :D।টেকটিউনস কর্তৃপক্ষ আমাদের সুবিধার্তে মাঝে মাঝে এইরকম করে আপডেটেড নীতিমালা প্রকাশ করে দিলে অনেক ভাল হতো।

    অনুমান করতে পারছি সাম্প্রতিক বেশ কিছু টিউন পড়ে আপনি আপনার মন্তব্যে ”সময়ের প্রয়োজনে” শব্দ দু’টি ব্যবহার করেছেন। তাই আমি মনে করি আপনি একজন সচেতন টিউনার/ টিউন-রীডার।

    আপনার এ মন্তব্যের রিপ্লাই দেয়ার আগে আপনার নাম ‘Alok’ দিয়ে গুগলে সার্চ দিয়েছি। ০.২৪ সেকেন্ডে গুগল ৬১ লক্ষ ৩০ হাজার রেজাল্ট দিয়েছে। এবার ভাবুন আপনার নামটি সারা বিশ্বে কতো পপুলার!

Level 0

সব থেকে ভাল, সময় উপযোগী টিউন।

    অনুমান করতে পারছি সাম্প্রতিক বেশ কিছু টিউন পড়ে আপনি আপনার মন্তব্যে ”সময়ের উপযোগী” শব্দ দু’টি ব্যবহার করেছেন। তাই আমি মনে করি আপনি রাসেল-এর মতো (নয়তো রাসেল আপনার মতো) একজন সচেতন টিউনার/ টিউন-রীডার।

Thanks to Ripon
for the tune.
It will aware people
to write quality tune.

এরকম মন্তব্য কবিতার মতো পড়তে ইচ্ছে হয়। পড়তে ভালো লাগে। টিউন করতে সাহস পাই।