ফটোশপে বাংলা লেখা নিয়ে অনেকেই ঝামেলার মাঝে আছেন এই ঝামেলায় থাকা লোকগুলোর মাঝে আমিও একজন ছিলাম এখন আর নেই ।আজকে নেটের বিভিন্ন পোস্ট দেখে একটা ভালো পদ্ধতি পেলাম তবে আগেই বলে নেই এই পদ্ধতিটা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট ।
মূলত অনেকেই অভ্রর সাথে বিজয় সেটাপ দিয়ে রাখে ফটোশপের কাজের জন্য কিন্তু আমরা যারা মাঝে মাঝে ফটোশপে বাংলা লিখি তাদের জন্য বিজয় সেটাপ দিয়ে রাখাটা আর প্রতিবার মোস্তাফা কাগুর ছবিটা দেখাও ঝামেলার কাজ।ডেমো হিসেবে একটা পিকচার দিলাম তবে এটা নরমাল ছবি ।এটাকে কাজ করে আরও ভালো করে ফুটিয়ে তুলা যাবে।
চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করি ।
এই পদ্ধতিটা হচ্ছে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় লিখবেন তারপর প্রয়োজনীয় ইডেটিং বা আপনার পছন্দমত স্টাইল যোগ করবেন তারপর এই লেখাটার একটা স্কীনশট নিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করুন স্কীনশট নেবার সফটওয়্যার না থাকলে এখান হতে ডাউনলোড করে নিন।
এবার ফটোশপ ওপেন করে স্কীনশটটি ফটোশপে ওপেন করে ইচ্ছামত ইডেটিং করুন বা যেকোন ইমেজে এই বাংলা লেখার পিকচারটি স্হাপন করুন ।আর মাইক্রোসফটওয়ার্ডে সবধরনের বাংলা ফরম্যাটে লিখা যায় এতে আপনার ক্রিয়েটিভিটিও ফুটিয়ে তুলা যায়।কাজ করতে করতে নতুন আরেকটি ব্যাপার পেলাম যেমন মনে করুন আপনি যে স্কীন শট নিলেন তার পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থেকে যায় এটাও ইচ্ছা করে বাদ দিয়ে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন ।প্রথমে স্কীনশটটি নিয়ে ফটোশপে ওপেন করুন এবার Magic wand tool টি সিলেক্ট করে লেখাটির উপরে ক্লিক করুন দেখুন শুধু লেখাটি সহ পুরোটা সিলিক্ট হয়েছে এবার সিলেক্ট মেনু হতে ইনভার্জ এ ক্লিক করে দেখুন শুধু লেখাটি সিলেক্ট হয়েছে এবারধ লেখাটি কপি করে যেখানে নিয়ে যেতে চান সেখানে পেস্ট করে দিন ব্যাস কাজ শেষ ।নিজে ট্রাই করে আমাকে জানান সমস্যা বা বুঝতে না পারলে মন্তব্য করুন নিচের স্কীনশটটি দেখুন শুধু বাঙলা লেখাটাই এসেছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে আসা ব্যাকগ্রাউন্ড নাই
আশা করি একটি ভালো সমাধান হবে আপনার জন্য তবে আরও একটি সমাধান আছে তা হলো প্রথমে ওয়ার্ডে লিখুন তারপর এটিকে পিডিএফ এ কনভার্ট করুন এবার ফটোশপে সেই পিডিএফ ফাইলটি ওপেন করুন এবং ইচ্ছামত ইডেটিং করুন।
মাহবুব মোর্শেদ ভাইয়ের পোস্টে দেখলাম উনার ধারনামতে নাকি ফটোশপ ৫ এ ইউনিকোড সাপোর্ট আসতেছে ।তবে অফিসিয়ালি কোন ঘোষনা বা কোন তথ্য আমি পাইনি।তবে আসার সম্ভবনা অনেক ।যদি ফটোশপে ইউনিকোড সাপোর্ট আসে তাহলে সবাই ব্যাপক মজা করে বাংলা লিখতে পারবে ফটোশপ
এই পোস্টটি একই সাথে আমার নিজস্ব ব্লগ http://bloggermamun.co.cc/ এবং সামুতে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
জানতাম।