অনেকদিন থেকেই ভাবছিলাম ভিস্তা নিয়ে একটা টিউন করব, অপারাটিং সিস্টেম জগতে উইন্ডোজ ভিস্তার আগমন বেশি দিন নয়। ভিস্তার গ্রাফিকেল সৌন্দর্য়্য, এবং তারসাথে প্রত্যেকটা টাস্কের অসাধারান এনেমেশন, ভিস্তকে উইন্ডোজের অন্যন্য অপারাটিং সিস্টেম থেকে আলাদা করে দিয়েছে। শুধু সৌন্দর্য়্যের কথা চিন্তা করে নয়, ভিস্ত্রার প্রতিটি কোনা কোনা সাজানো হয়েছে একজন উইজার এন সুভিধার কথা চিন্তা করে। যা কিনা একজন ইউজারকে দিবে সব্বোচ্চ সাচ্ছন্দ । আমার এই টিউনে ভিস্তার কয়েকটা গুনগান গাওয়ার চেষ্টা করেছি।
ভয়েস রিকগনাইজেশন হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি উইন্ডোজকে আপনার ভয়েস এর মাধ্যমে কন্ট্রল করতে পারবেন । এর জন্য আপনাক যেটি করতে হবে তা হলো আপনাকে ভিস্তার Voice Regnization ফিচারটি একটিভ করে নিতে হবে। এর জন্য আপনাকে.. ভিস্তার Controll Panel এ Windows Speech Recgnization এ ক্লিক করেত হবে। সেখনে একটি উইন্ডো আসবে.
এবার আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন :
এবার আপনি যদি মনে করেন আপনার টিউটোরিয়াল এর প্রয়োজন আছে, আপনি Take Speech Tutorial এ ক্লিক করুন আর যদি সরাসরি Speech Recognization শুরু করতে চান তাহলে Start Speech Recognization এ ক্লিক করে নিতে হবে। তার আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার Microphone টি ঠিক আছে কিনা। বা এটি ঠিকমতো একটিভ আছে কিনা। তারপর আপনাকে কয়েকটি স্টেপ পার করতে হবে, যেমন উইন্ডোজ আপনাকে আপনার ভয়েস কয়েকবার রিকগনাইস করার জন্য আপনাকে কিছু Sentence দিবে, যা আপনাকে উচ্চারন করে আপনার ভয়েসটিকে রিকগনাইজড করাতে হবে। সব বিছু ঠিক থাকলে আপনি ডেস্কটপের উপরে একটি Speech regnization আইকোন দেখতে পাবেন। এখন থেকে প্রতিবার উইন্ডোজ চালু করার সাথে সাথে এই আইকোনটি পাওয়া যাবে। প্রথমে এটি Sleeping মুডে থাকবে। আর একট একটি কথা আপনার ইংরেজী উচ্চারন অবশ্যই স্পষ্ট হতে হবে। যদি আপনার ভয়েস উইন্ডোজ ধরতে নাপারে তাহলে মেসেজ দেবে What Was That ?
কোনো কিছু শুরু করতে চাইলে বলতে হবে : Start Leasening
আর সাময়িক ভাবে বন্ধ করতে চাইলে Stop Leasening
এছারাও ভিস্তার আরো কিছু দিক যা কিনা বেশ ভালো সংযোযন :
এর মাধ্যমে আপনি উইন্ডোজের বিভিন্ন অংশ কেটে রাখতে পারেন অনেকটা Print Screeen এর মতো । এর মাধ্যমে আপনি খুব সহজে পিকচার কাট করতে পারবেন।
Start>Program>Assesories>Snipping Toool>Windows Slide Bar উইন্ডোজ স্লাইড বার এর একটি বিশেষ সংযোযন। এখানে আপনি কিছু কিছু অপশন পাবেন
Ease of Acces
Start>Program>Assesories
এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন এর মধ্যে Start Narrator একটি যেটি চালু করলে উইন্ডোজের প্রতিটি কর্মকান্ড উইন্ডোজের ডিফল্ট ভয়েস এ উচ্চারিত হবে। যার দ্বারা আপনি উইন্ডোজের বিভিন্ন অংশের নাম জানতে পারবেন
Windows Media Center
এটি আপনি DVD Player হিসেবে রাখতে পারেন । আগেই বলে নিচ্ছি অন্যান্য সপ্টওয়ার যেমন Asus DVD, Cyberlink Power DVD এর তুলনায় এটি খুববেশি ভালো না।
Start>Program>DVD Maker
এছাড়া উইন্ডোজ ভিস্তাতে আপনি আরো ভালো কিছু ফিচার পাবেন যেমন :
যাইহো্ক ভিস্তাকে কিছুটা আকর্ষনিয় ভাবে তুলে ধরাই আমার এই ক্ষুদ্র প্রয়াস । আর এর জন্য আমাকে ভিস্তাওলারা কোনো পয়সা দিবেনা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।
ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
নারায়নগঞ্জ
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
ভিস্তা ভাল কিন্তু মেমরি বেশি নেয় বলে এখনও এক্সপিকে রিপ্লেস করতে পারছে না। তবে ভিস্তার ভয়েস রিকজনেশনটি আসলেও চমৎকার। যারা এটা ব্যবহার করেছে তারা মাত্রই জানে। আর চমৎকার এই টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ।
Microqatar আপনার কথা ঠিক হতে পারে। তবে যেকোনো ভালো দিকের খারাপ দিক থাকতে পারে, আপনর সমস্যাটি যেটি বল্লেন : সেটা আমার কাছে অবিশ্বাষ্য আর অদ্ভুত লাগল। এটা কি করে সম্ভব। আপনার কোথাও মিসটেক হচ্ছে ।
আর্ ভিস্তার এই অপশনটা প্রেফশনালি কাজ করার জন্য নয়। এটা এমিচার হিসেবে নিতে হবে । এটা বুঝতে অনেকে ভুল করছেন।
ধন্যবাদ।
চমৎবার একটি টিউন। ধন্যবাদ টিউনার কে