আপনার ভয়েস কমান্ড হোক উইন্ডোজের ভাষা + ভিস্তার কিছু টিপস

অনেকদিন থেকেই ভাবছিলাম ভিস্তা নিয়ে একটা টিউন করব, অপারাটিং সিস্টেম জগতে উইন্ডোজ ভিস্তার আগমন বেশি দিন নয়। ভিস্তার গ্রাফিকেল সৌন্দর্য়্য, এবং তারসাথে প্রত্যেকটা টাস্কের অসাধারান এনেমেশন, ভিস্তকে উইন্ডোজের অন্যন্য অপারাটিং সিস্টেম থেকে আলাদা করে দিয়েছে। শুধু সৌন্দর্য়্যের কথা চিন্তা করে নয়, ভিস্ত্রার প্রতিটি কোনা কোনা সাজানো হয়েছে একজন উইজার এন সুভিধার কথা চিন্তা করে। যা কিনা একজন ইউজারকে দিবে সব্বোচ্চ সাচ্ছন্দ । আমার এই টিউনে ভিস্তার কয়েকটা গুনগান গাওয়ার চেষ্টা করেছি।

081.JPG

Controll your pc By Voice Regnization :

ভয়েস রিকগনাইজেশন হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি উইন্ডোজকে আপনার ভয়েস এর মাধ্যমে কন্ট্রল করতে পারবেন । এর জন্য আপনাক যেটি করতে হবে তা হলো আপনাকে ভিস্তার Voice Regnization ফিচারটি একটিভ করে নিতে হবে। এর জন্য আপনাকে.. ভিস্তার Controll Panel এ Windows Speech Recgnization এ ক্লিক করেত হবে। সেখনে একটি উইন্ডো আসবে.

09.JPG

এবার আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন :

  • Start Speech Recognization
  • Set up Microphone
  • Take Speech Tutorial

এবার আপনি যদি মনে করেন আপনার টিউটোরিয়াল এর প্রয়োজন আছে, আপনি Take Speech Tutorial এ ক্লিক করুন আর যদি সরাসরি Speech Recognization শুরু করতে চান তাহলে Start Speech Recognization এ ক্লিক করে নিতে হবে। তার আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার Microphone টি ঠিক আছে কিনা। বা এটি ঠিকমতো একটিভ আছে কিনা। তারপর আপনাকে কয়েকটি স্টেপ পার করতে হবে, যেমন উইন্ডোজ আপনাকে আপনার ভয়েস কয়েকবার রিকগনাইস করার জন্য আপনাকে কিছু Sentence দিবে, যা আপনাকে উচ্চারন করে আপনার ভয়েসটিকে রিকগনাইজড করাতে হবে। সব বিছু ঠিক থাকলে আপনি ডেস্কটপের উপরে একটি Speech regnization আইকোন দেখতে পাবেন। এখন থেকে প্রতিবার উইন্ডোজ চালু করার সাথে সাথে এই আইকোনটি পাওয়া যাবে। প্রথমে এটি Sleeping মুডে থাকবে। আর একট একটি কথা আপনার ইংরেজী উচ্চারন অবশ্যই স্পষ্ট হতে হবে। যদি আপনার ভয়েস উইন্ডোজ ধরতে নাপারে তাহলে মেসেজ দেবে What Was That ?
কোনো কিছু শুরু করতে চাইলে বলতে হবে : Start Leasening
আর সাময়িক ভাবে বন্ধ করতে চাইলে Stop Leasening

নিচে আপনার ভয়েস কমান্ড কেমন হবে তার কিছুটা টিউটোরিয়াল দেয়া হলো

  • Switsh To Taskbar এর মাধ্যমে আপনি আপনার উইন্ডোজকে টাস্কবার একটিভ করুন
  • Switch to Desktop এর মাধ্যমে আপনি আপনার উইন্ডোজকে ডেক্সটপে একটিভ করুন
  • Open Computer ইত্যাদি।
    এছাড়া কিছু সরাসরি ভয়েস কমান্ডের মাধ্যমেও আপনি কিছু কাজ করেত পারেন । যেমন :
  • Open Windows Media Player বল্লে আপনার মিডিয়া প্লেয়ার চালু হবে। আর আরেকটি সুবধা হলো
  • Microsof Word এ আপনি যা বলবেন তা টাইপ হওয়া শুরু হবে। আর যেখানে আপনি Scrol করে নিচে নামার মতো আইটেম পাবেন সেখানে আপনি Scroll Down/up ইত্যাদি বল্লে নিচে নামব । ঠিক একি পদ্ধতিতে আপনি কম্পিউটার শাট ডাউন করতে পারবেন।

এছারাও ভিস্তার আরো কিছু দিক যা কিনা বেশ ভালো সংযোযন :

Snipping Tool

এর মাধ্যমে আপনি উইন্ডোজের বিভিন্ন অংশ কেটে রাখতে পারেন অনেকটা Print Screeen এর মতো । এর মাধ্যমে আপনি খুব সহজে পিকচার কাট করতে পারবেন।

Start>Program>Assesories>Snipping Toool>Windows Slide Bar উইন্ডোজ স্লাইড বার এর একটি বিশেষ সংযোযন। এখানে আপনি কিছু কিছু অপশন পাবেন

01.JPG

Ease of Acces

07.JPG

Start>Program>Assesories

Easy of Access

এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন এর মধ্যে Start Narrator একটি যেটি চালু করলে উইন্ডোজের প্রতিটি কর্মকান্ড উইন্ডোজের ডিফল্ট ভয়েস এ উচ্চারিত হবে। যার দ্বারা আপনি উইন্ডোজের বিভিন্ন অংশের নাম জানতে পারবেন

Windows Media Center

03.JPG

এটি আপনি DVD Player হিসেবে রাখতে পারেন । আগেই বলে নিচ্ছি অন্যান্য সপ্টওয়ার যেমন Asus DVD, Cyberlink Power DVD এর তুলনায় এটি খুববেশি ভালো না।

Windows DVD Maker

04.JPG
Start>Program>DVD Maker
এছাড়া উইন্ডোজ ভিস্তাতে আপনি আরো ভালো কিছু ফিচার পাবেন যেমন :

  • Windows Meetiong
  • Windows Contracts
  • Welcome Center

যাইহো্ক ভিস্তাকে কিছুটা আকর্ষনিয় ভাবে তুলে ধরাই আমার এই ক্ষুদ্র প্রয়াস । আর এর জন্য আমাকে ভিস্তাওলারা কোনো পয়সা দিবেনা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।

ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
নারায়নগঞ্জ

Level 0

আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It's Only the word Change what we need


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎবার একটি টিউন। ধন্যবাদ টিউনার কে

Level 0

আমি এখুনি এই অপশন এনাবল করছি। জয়তু ভিস্তা।

ভিস্তা ভাল কিন্তু মেমরি বেশি নেয় বলে এখনও এক্সপিকে রিপ্লেস করতে পারছে না। তবে ভিস্তার ভয়েস রিকজনেশনটি আসলেও চমৎকার। যারা এটা ব্যবহার করেছে তারা মাত্রই জানে। আর চমৎকার এই টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

হা হা আসলেই কাজের । আমি তো এখন সব ভয়েজ কমান্ড দিয়ে করার চেস্টা করছি।

কী দেখাইলা মামা! এটা দিয়া তো ওয়েব ব্রাউজিংও করা যায়। মজাই! মজা!

Level 2

Microsoft নিজেই তো vista project বন্ধ করছে মনে হয়। এখন windows 7 নিয়ে …

Microqatar ভাই টিউনার কিনতু একটা থ্যংকিউ Deserve করে । ধন্যবাদ শফিউল ভাই (মামা)

ভিসতার এই ভয়েস রিকগনিশন টা হ্যাকারদের কাজ অনেক সহজ করে দেবে। জিনিসটা মজার হলেও আমি মনে করি সিকিউরিটির দিকে আরও নজর দেয়া উচিৎ ছিলো

Level 0

তবে বিরাট একখান সমস্যা পাইলাম, স্টপ লিসেনিং বলে সিল্প মুডে রেখে দিয়ে আমি কথা বলছিলাম , দেখি কোন ফাকেঁ ভয়েজ অপশন জেগে গেছে , এরপর আমি আরবী আর ইংরেজী মিশিয়ে একজনের সাথে কথা বলছিল , আর এদিকে আমার কম্পউটার সেটার তালে তালে কাজ করে যাচ্ছে, কথা বলছি মানুষের সাথে , আর কম্পউটার যে আমার এই সব কথার কি বুঝলো, আমার কথার সাথে সাথে সে তার মতো করে কাজ করে যাচ্ছে, কখনো কোন প্রোগ্রাম চালু হচ্ছে, কখনো মিনিমাইজ বা কখনো বন্ধ হচ্ছে।
বড় জটিল প্যাচে পড়ে গেছিলাম। স্টপ লিসেনিং দিয়ে বন্ধ করলাম, এরপর আবার আমি নরমাললি আরেক জন লোকের সাথে কথা বলছি, বলা নেই কওয়া নেই আবার আমার ভয়েস কমান্ড একটিভ হয়ে গেল।
শেষ পর্যন্ত উহাকে বন্ধ করে দিলাম। আহা এখন কি শান্তি।

Microqatar আপনার কথা ঠিক হতে পারে। তবে যেকোনো ভালো দিকের খারাপ দিক থাকতে পারে, আপনর সমস্যাটি যেটি বল্লেন : সেটা আমার কাছে অবিশ্বাষ্য আর অদ্ভুত লাগল। এটা কি করে সম্ভব। আপনার কোথাও মিসটেক হচ্ছে ।

আর্‌ ভিস্তার এই অপশনটা প্রেফশনালি কাজ করার জন্য নয়। এটা এমিচার হিসেবে নিতে হবে । এটা বুঝতে অনেকে ভুল করছেন।
ধন্যবাদ।