আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি কথা বাড়াবো না। প্রথমে এই ভিডিও দেখুন।
এই রকম বানাতে অনেক সফটওয়্যার আছে কিন্তু Corel Motion Studio 3D সবচেয়ে সহজ ও ব্যবহারে সুবিধা মনে আপনাদের জন্য হয়েছে। আপনারা অনেকেই হয়তো এর বেপারে জানেন। আমি এ নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল করবো ভাবছিলাম কিন্তু মাইক্রোফোন না থাকায় করতে পারিনি। দেখি পরবর্তীতে একটা ভিডিও টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ। আমি এ পর্বে বিশেষ কিছু option নিয়ে আলোচনা করবো। যাতে আপনারা সামান্য চেষ্টা তেই নিজের ইচ্ছা মত লোগো বানাতে পারবেন।
আপনাদের সুবিধার ক্ষেত্রে পয়েন্ট আকারে দেখান হল। ১ নং এ আপনার মুল পর্দা যেখানে আপনার প্রজেক্ট দেখাবে। ২নং এ আপনি কার্ট সর্ট এর মাদ্ধমে প্রতিটা key অনিযায়ি কাজ করতে পারবেন। ৩নং এ আপনার যে object এর উপর কাজ করছে তার edit করতে পারবেন। ৪নং এ আপনি যত প্রকার 3D Object, Effect, Animation, Light সব পাবেন, এটা Store ও বলা যায়। ৫নং এ আপনি যেকোনও লেখা বা নিজের ইচ্ছা মত Object তৈরি করে নিতে পারবেন। ৬নং এ আপনি Rotation, Moving এবং Size Adjust করতে পারবেন। ৭নং এ Effect Edit অর্থাৎ কোন Effect কতখানি হবে তা নির্বাচন করতে পারবেন।
প্রথমে Application টি ওপেন করে Project>Dimensions এ গেলে উপরের উইন্ডো পাবেন। এখানে আপনার ভিডিও সাইজ নির্বাচন করবেন। এরপর Timeline (ছবির ৩নং অপশন) এ Modify Frame বা Project>Modify Frame>Chang Duration এ গিয়ে আপনার ভিডিও সময় নির্বাচন করতে পারবেন।
এবার আপনি উপরের ছবির মত নিজের টেক্সট বানান 3D object নিন এবং ঘাঁটুন। কিছু না কিছু একতা তো হবেই।
এবার আশি ডাউনলডের কথা। আমি নিজে অফিসিয়াল ওয়েব সাইট থেকে ১৫ দিনের ট্রেয়াল ভার্সন এবং গুগল থেকে একতা Patch নামিয়ে চালাচ্ছি। তাই আপনারাও দেখুন এখানে গিয়ে (৪০৫এম্বি)।
আমি এমনিতেই বাংলাতে কাঁচা। খুবই কষ্ট হল লেখতে। আর কষ্ট করে পড়ার জন্য ধন্নবাদ।
আমি Crazy_SOPNIL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিজ্ঞান সম্পরকে জানতে এবং জানাতে আমার টেকটুনস এ আসা !!
Thanks for good tune, pls give link of Patch which y’r using.