শুভেচ্ছা সবাইকে, আশা রাখছি ভাল আছেন সবাই।
এবার 3d studio max-এ 3d text তৈরি দেখবো। lessons-টা beginner দের কাজে আসবে। max এর প্রাথমিক পর্যায় চলছে তো, তাই beginner দের জন্যই লেসন করছি, কারন simple থেকেই advanced এর রুপান্তর হয়ে থাকে।
সামনে 3dmax-এর complete products যখন ছাড়বো(আমার web site-এ) সেখানে সম্পুর্ন প্রজেক্ট ভিত্তিক lessons থাকবে যা ফলো করে beginner- advanced(নতুন, পুরাতন) সকল ইউজাররা কাজ করতে পারবে এবং উপকৃত হবে।
মুলত tutorials product গুলো শুধু max এই নয়, পুরো 3d animation-এর সকল অংশ নিয়ে তৈরি করা হবে। hesitate বা দ্বিধান্নিত হওয়ার কারন নেই, সকল product এর details পরিস্কার ভাবে trailer এ দেয়া থাকবে, দেখলেই বুঝবেন আশা করছি, তবে একটু সমস্যা হল, আমি এ সময় টা ভালই busy,
Animation এর কিছু long টাইম projects নিয়ে সারাক্ষন বিজি। তবে কেউ হতাশ হবেননা কিন্তু, আমি থাকবই ইনশাআল্লাহ...... share করার কাজে।
স্বপ্ন দেখতে থাকুন এখন থেকেই, পরিশ্রমের মুল্য দিয়ে, আমরাও পারি অনেক কিছু করতে সকলে মিলে,
আমার মিশন সফল হবে সবাই পরিশ্রম করলে।
ছোট্ট এই কয়েক লাইনের কথাগুলিকে গুরুত্ত দিয়ে ভাবলে, দেখলে, ভাল লাগবে।
So try it and follow my ……….
down
http://www.mediafire.com/?yjwjqjhozjm
কেমন লাগলো মন্তব্যে বলুন| মেইল করুন- [email protected]
My web- http://www.rubel3d.blogspot.com | ভাল থাকবেন................
রুবেল
আমি রুবেল3d। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কিছুই করতে পারি অনেক আশার প্রান্তরে, চেষ্টা করে থামবো না আর এই কথাটিই অন্তরে। পেরিয়ে যাব সব সীমানা করতে হবে জয়, মনের মাঝে থাকলে চাওয়া থাকবে না আর ভয়...............
আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক কাজে আসবে।