ট্যালি ৯ টিউটোরিয়াল (ধারাবাহিক) পর্ব-৫

 [ প্রথমে আমরা কিছু বেসিক কায়দা-কানুন/নিয়ম জেনে নিই, এরপর প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। ]
 পর্ব-৪ এ , কোম্পানী তো হয়ে গেল। এবার আসুন , দেখা যাক কিভাবে একটি কোম্পানীর লেন-দেন গুলো কে ট্যালিতে লিপিবদ্ধ করতে পারি।
 
 ট্যালিতে লেনদেন লিপিব্ধ করতে ,
 প্রথমেই,
 লেজার বুক তৈরি,
  অতপর,
 ইনভেন্টরি,
  অতপর,
  লেনদেন এর জন্য ভাউচার এন্ট্রি।
  ট্যালিতে যে কোন লেনদেনের জন্য লেজার তৈরি করতে হয়। লেনদেনের উপর ভিত্তি করে লেজার গুলো তৈরি নিতে হয়।
  ১। লেজার তৈরি করতে Gateway of tally হতে accounts info তে ক্লিক বা কীবোর্ড হতে A প্রেস করুন।
 
 
 ২। এবার কী বোড হতে L বা Ledgers এ ক্লিক করুন।
 
 ৩।single ledger হতে display তে ক্লিক করে দেখুন ট্যালিতে পূর্বেই
  
 হতেই দুটি লেজার তৈরি করা আছে। যেমন Cash লেজার দেখার জন্য cash এর উপর ক্লিক করুন। দেখা শেষে পর পর তিন বার কী বোর্ড হতে Esc কী প্রেস করুন।
 
 আমরা আমাদের লেনদেন জন্য নিম্নের মতো করে কিছু লেজার তৈরি করে নিব।
   
  • Computer village A/c       

  • Khan jahan ali computer A/c       

  • Dutch Bangla bank A/c       

  • Purchase A/c       

  • Sales A/c       

  • Shop Rent A/c       

  • Salary A/c       

  • Entertaining A/c       

  • Others Expense A/c       

  • Rohim A/c       

  • Korim A/c       

  • Rana A/c       

এখানে আমরা computer village এবং khanjahan ali computer হতে পন্যক্রয় করি, Dutch Bangla ব্যাংকে আমরা আর্থিক লেনদেন জন্য ব্যবহার করি, মালামাল ক্রয় এবং বিক্রয় হিসাব রাখার জন্য যথাক্রমে purchase , sales লেজার ব্যবহার করি, বিভিন্ন খরচা পাতির লেনদেনর জন্য আমরা shop rent, salary, Entertaining, Others Expense এই লেজার ব্যবহার করি এবং আমাদের ক্রেতা হিসাবে Rohim, Korim, Rana লেজার ব্যবহার করি।
 
 ৪। Computer village A/c নামক লেজার তৈরির জন্য Create এ ক্লিক বা কী বোর্ড হতে C প্রেস করুন।  
Name: এ computer village A/c লিখে এন্টার প্রেস করুন , alias: এটি ঐচ্ছিক, আপনি যদি উক্ত নামের কোন কোড ব্যবহার করতে চান , তাহলে এটি ব্যবহার করুন। যেমনঃ sup0001। অন্যথায় খালি রাখার জন্য এন্টার প্রেস করুন। 
Under: তৈরিকৃত লেজারটি কোন ধরনের হিসাব লিপিবদ্ধ করার কাজে ব্যবহার হবে, এখান হতে তা নিধারন করে দিতে হবে। যেহেতু আমরা computer village হতে পন্য ক্রয় করবো, সেহেতু এটি জন্য List of Group হতে sundry Creditor নিধার্রন করে এন্টার প্রেস করুন। 
Maintain balance bill by bill : যদি লেনদেন এমন হয় যে তাদের কাছ হতে পন্য ক্রয় করে বিল টু বিল পেমেন্ট করা হবে, তা হলে yes এর জন্য Y , আর যদি এমন হয় আমি পন্য ক্রয় করলাম ১ লক্ষ টাকার কিন্তু এক সাথে একলক্ষ টাকা পেমেন্ট না করে , দুই বা তিন বা তার অধিক বারে লেনদেন করবো, তাহলে No এর জন্য N চাপুন।
 Inventory values are effected : এর সাথে ইনভেন্টরীর কোন সর্ম্পক নাই বিধায়, ডিফল্ট হিসাবে No ই রাখুন।
 অতপর মেইলিং এড্রেস সহ অন্যান্য তথ্য গুলি টাইপ করুন।
 সবশেষে opening balance , যদি পূর্বে লেনদেন এর ব্যালেন্স থাকে তা টাইপ করে নিন , ফাইনাল এন্টার দিয়ে সেইভ করার জন্য Y প্রেস করুন।
 ৫। এবার আসনু অন্যান্য গুলোর জন্য নিচের মতো করে লেজার তৈরি করে নিইঃ
 Khan jahan ali computer A/c এর জন্যঃ
Name: Khan jahan ali computer A/c
 alias: আপনার ঐচ্ছা
 Under: sundry Creditor
 Maintain balance bill by bill : Y
 Inventory values are effected : N
 Mailling Details: বিস্তারিত লিখুন
 opening balance: যদি থাকে তাহলে এন্ট্রি করে নিন।
 
 Dutch Bangla bank A/c
Name: Dutch Bangla bank A/c
alias: আপনার ঐচ্ছা
 Under: Bank Accounts
 Effective date for reconciliation: এখানে ব্যাংক হিসাব চালুর তারিখ লিখুন
 Mailing Details: বিস্তারিত লিখুন
 A/c No: আপনার ব্যিংক একাউন্ট নম্বারটি লিখুন
 opening balance: যদি থাকে তাহলে এন্ট্রি করে নিন।
 
Purchase A/c
Name: Purchase A/c
 alias: আপনার ঐচ্ছা
 Under: Purchase Accounts
 Inventory values are effected : Yes
 Mailling Details: বিস্তারিত লিখুন
 opening balance: যদি থাকে তাহলে এন্ট্রি করে নিন।
 
Sales A/c
Name: Purchase A/c
 alias: আপনার ঐচ্ছা
Under: Sales Accounts
 Inventory values are effected : Yes
 Mailling Details: বিস্তারিত লিখুন
 opening balance: যদি থাকে তাহলে এন্ট্রি করে নিন। 

 

৬। Shop Rent A/c , Salary A/c, Entertaining A/c ,Others Expense A/c এই চারটি কারবার বা প্রতিষ্ঠানের খরচ , তাই আমরা এই চারটির জন্য একটি গ্রুপ লেজার তৈরি করবো।
  
গ্রুপ লেজার তৈরির জন্য প্রথমেই ২ বার কী বোর্ড হতে Esc কী প্রেস করে লেজার মেনুতে ফিরে আসুন।
  
এবার Multiple Ledgers হতে Create বা কী বোর্ড হতে R প্রেস করুন। Under Group হতে indirect Expense নির্ধারন করুন। এন্টার প্রেস করে, একের পর এক লেজারের নাম গুলো টাইপ করুন।
  
কাজ শেষে , সবশেষ এন্টার প্রেস করে , কী বোর্ড হতে Y প্রেস করুন।
  

 

 
৭। Rohim A/c, Korim A/c, Rana A/c এই গুলো লেজার যেহেতু একই রকম, তাই এগুলো নিয়ে আরেকটি গ্রুপ লেজার তৈরি করে নিতে হবে। ৬ নং ধাপানুযায়ী একই নিয়মে মাল্টিপল লেজার তৈরি করুন, শুধু মাত্র Under Group হতে sundry Debtors নির্ধারন করুন।
 
 

 

 
 
কাজ শেষে একবার display হতে দেখে নিন আপনার তৈরি করা লেজার সমূহ।
 
দেখা শেষে কী বোর্ড হতে Esc কী প্রেস করে করে মেইন মেনু ( Get way of Tally) তে ফিরে আসুন।
আজ এই পর্বে দেখে লিনাম কিভাবে লেনদেনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় সংখ্যাক লেজার তৈরি করে নিতে হয়।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙂 এত সুন্দর করে টিউটোরিয়াল গুলো উপস্থাপন করার জন্য।

Level 3

Tally ERP 9 Full version ar jonno jogajog karun. E-mail: [email protected]

Level 3

Full version but cracked version for free.

    ক্র্যাক করা ট্যালি ই আর পি ভার্সন রান করে ?
    আমি যতদুর জানি , ট্যালি ৯ , ক্র্যাক করা ভার্সনটা কাজ করে, কিন্তু ই. আর. পি ভার্সনটাকে ক্রাক করা হলে সেটি আর রান করে না ।
    একটু রান করিয়ে ফলাফলা জানাবেন কি?
    ধন্যবাদ।

মাইক্রোকাতার ভাই ভাল আছেন তো। চালিয়ে যান ভাই।

Level 0

খুব সুন্দর হইছে। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে

হাবীবুল্লাহ আল কাছেম says:
১ জুলাই, ২০১০ at 10:01 পুর্বাহ্ন

আস্সালামু আলাইকুম মাইক্রোকাতার ভাই।
কেমন আছেন? আল্লাহ আপনাকে যেনো সুস্থ সুন্দর ও ভাল রাখেন সেই কামনাই করছি।
আপনার টিউনগুলো আমার কাছে অনেক ভাল লাগে। যদি ও আমি কোন ব্যবসায়িক না তার পর ও হিসাব নিকাসের প্রতি আমার অঢেল আগ্রহ। আপনার এই টিউটরিয়ালগুলো আমাকে সেই পথে এগিয়ে যেতে অনেকখানি সহযোগীতা করবে। আমার জানামতে অনেক বড় বড় প্রতিষ্ঠান টালি সফ্টওয়ার টি ব্যবহার করে থাকেন। তবে আমার কাছে এটা বেশ জটিল মনে হয়। আমি কিছু দিন একটা সফ্টওয়ার ব্যবহার করেছিলাম যা পেয়েছিলাম office.kit.com থেকে। যার নাম হল excel invoice manager. আমার কাছে সফ্টওয়ারটি বেশ সহজ ও ভালই লেগেছিল। কিন্তু দুঃখের বিষয় হল তা ছিল ট্রায়াল ভার্সন ও তাতে নিজের লগো সেটাপ করা যাচ্ছিলো না। আমি আপনার কয়েকটি টিউন দেখেছি যেখানে আপনি কারো রিকয়েষ্টের উপর ভিত্তি করে সকলের জন্য টিউন করেছেন। আপনার প্রতি আমার দৃঢ় বিঃশ্বাষ রয়েছে আপনি যে বিষয়ে শুরু করেন তা করেই ছাড়েন। তাই আপনার কাছে রিকোয়েষ্ট করব, excel invoice manager. সফ্টওয়ার টি বা হিসাব নিকাসের জন্য এই জাতীয় কোন সহজ সফ্টওয়ার ফুল ভার্সন এর সন্ধাণ দিতে চেষ্ঠা করবে। দিতে পারলে কৃতজ্ঞ থাকব।
একটি কথা :
যে কেউ তার অন্য কোন ভাইকে ভালর দিকে যে কোন প্রকারের সহযোগীতা করবে তাদের ব্যপারে হাদিস শরিফে সু-সংবাদ রয়েছে।
আসুন দেখি এই ব্যপারে হাদিস কি বলে?
” মুসলিম শরিফে আবু হুরাইরা রাঃ বলেন রাসুলুল্লাহ সাঃ বলেছেন, والله في عون العبد ما كان العبد في عون أخيه যতক্ষণ পর্যন্ত কোন বান্দা তার কোন মুসলমান ভাই এর সাহায্যে নিবেদিত থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তায়ালা তার সাহায্যে নিবেদিত থাকবেন” ( সহিহ হাদিস)
” অনাবিল শান্তির কোমল ছোঁয়ায় যেনো ভরে থাকে আপনার স্বপ্নিল জীবন” এই কামনায় ঃ-
[email protected]