চমৎকার সব গ্রাফ, চার্ট অথবা ডায়াগ্রাম তৈরি করুন অনলাইনে

কোন কিছুর দৃশ্যমান উদাহরন অথবা তুলনামুলক চিত্র দেখানোর সময় গ্রাফ অথবা চার্ট ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন অথবা ওয়েব সাইটে ব্যবহারের জন্য বার চার্ট, পাই চার্ট, ভেন ডায়াগ্রাম অথবা ব্যবসায়িক টেবিল ইত্যাদি সহজেই তৈরি করতে পারেন আপনি অনলাইনে। এ কাজের জন্য কোন মাপ-জোক অথবা প্রোগ্রামিং জ্ঞানেরও প্রয়োজন নেই। Chartle.net এর সহজ ইন্টারফেস ব্যবহার করে আপনি নিমেষেই তৈরি করতে পারেন আপনার কাঙ্খিত চার্ট, গ্রাফ অথবা ডায়াগ্রাম।

2010-03-26_200754

প্রথমেই Chartle.net ওয়েব সাইটে যান। এরপর পেইজের নিচের দিকের Create লিংকে ক্লিক করুন।এরপর নতুন একটি উইন্ডো খুলবে এবং এটি লোড হতে কিছুটা সময় লাগতে পারে যদি ইন্টারনেটের স্পীড কম হয়। এই পেইজটির একদম উপরের দিকে Bar, Pie, Line ইত্যাদি ট্যাব দেখা যাবে।

2010-03-26_203954

ট্যাবগুলোর নিচে থাম্বনেইল আকারে চার্ট অথবা গ্রাফ এর ধরন এবং প্রিভিউ দেখা যাবে। আপনি যে ধরনের ডিজাইনে তৈরি করতে চান তাতে ক্লিক করলে নিচে আরও কিছু অপশন দেখা যাবে এবং কোন কিছু পরিবর্তন করলে ডান পাশে এর প্রিভিউ দেখা যাবে।

2010-03-26_205004

চার্ট তৈরি করা শেষ হলে Publish, Share or Embed বাটনে ক্লিক করুন। এরপর একটি উইন্ডো খুলবে এবং এতে চার্টের নাম, প্রস্তুতকারকের নাম এবং বর্ননা দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করুন। পরবর্তী পাতায় আপনার তৈরি করা চার্ট বা গ্রাফটি ইমেজ আকারে দেখা যাবে। ওয়েব সাইট অথবা ব্লগে এম্বেড করার জন্য এইচটিএমএল কোডও এখানে পাবেন। এরপর আপনি ইমেজটি সেইভ করে অথবা কোড কপি করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

পূর্ব প্রকাশিত

বিজ্ঞান প্রযুক্তি.com

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ

Level 0

আমি ইমতিয়াজ মাহমুদ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া এই টা কপি পেস্ট করেছেন এটা আমি বিজ্ঞানপ্রযুক্তি.কম এ দেখেছি

সজীব ও তোমাকে চিনতে পারে নাই ….. ও নতুন