Rubel tutorial 3– (windows xp-1.45 hrs, 24-টি lessons) দেখুনতো কতটা কাজের!!!!!

শুভেচ্ছা সবাইকে,কম্পিউটারে কাজ আমরা সকলেই করে থাকি,তবে operating system-এর সব কাজ অনেকেই জানি না,মুলতো যারা একেবারে নতুন কম্পিউটার ইউজার তারাই এই সমস্যার স্মম্মূখীন বেশি হয়। এই টিউটরিয়াল গুলো নবীন দের উপকারে আসবে আশা করছি। windows পরিচালনা করার সময় কিছু shortcut techniques follow করে খুব দ্রুতো windows-এ কাজ করা সম্ভব।

আমি যেই মিশনে আগাচ্ছি তার মুল vision হলো সকলকে তৈরি করার চেস্টা করা। জানিনা কতটা সারা পাবো তবে আমি চেস্টা করবো।

3d animationএর ভুবন গড়বো সবাই মিলে তার অর্থ হলো সবাই মিলে হোক সে normal user or advanced, কারন আমি মনে করি সবাই পারবে।কি কোনো সন্দেহ আছে?

3d animation, graphics এই sector-এ কাজ করার আগে সকলকেই কম্পিউটারের প্রাথমিক ধারনা থাকতে হবে। তাহলে বুঝতে সহজ হবে সবকিছু।

131 MB

4273602584_eab8b1cb79_o numberone

http://www.mediafire.com/?1zkznnn4gz0

http://www.mediafire.com/?ynn25cazncm

http://www.mediafire.com/?nmemjrhyctj

http://www.mediafire.com/?ghgjkameo5z

http://www.mediafire.com/?jqqmmnmi14t

http://www.mediafire.com/?m4edliklj2n

24-টি lessons ১ ঘন্টা ৪৫ মিঃ এর যা কতোটা কাজের দেখলেই বুঝবেন।

Virus protection lessons এর কথা বলছি, এটি কাজের তবে সব সময় নয়, antivirus ও দরকার হবে security-র জন্য।

দেখুন lessons-গুলো practice করুন।

কেমন লাগলো মন্তব্য করুন। ভাল থাকবেন................

রুবেল

Level 0

আমি রুবেল3d। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক কিছুই করতে পারি অনেক আশার প্রান্তরে, চেষ্টা করে থামবো না আর এই কথাটিই অন্তরে। পেরিয়ে যাব সব সীমানা করতে হবে জয়, মনের মাঝে থাকলে চাওয়া থাকবে না আর ভয়...............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এগুলা রার ফরমেটে আছে, রার ফরমেট থেকে EXTRACT করলে কোন ফরমেটে আসবে?

আপনি extract করুন, ব্যাস আর কিছুই করতে হবে না। সবগুলি lessons quick time format (.mov) এ আছে, যা quick time player বা kmplayer- এ খুব সহজেই চালাতে পারবেন। আপনি অনেক নবীন বুঝলাম, সমস্যা নেই , নবীনরাই তো পরে advanced হয়, try করুন, মনে রাখবেন কাজকেই কিন্তু প্রাধান্য দেয়া উচিত, তাহলে সফল হবেন। সকলের শুভ কামনায়……

    ok. ভাই opera mini দিয়ে ডাউনলোড দিচ্ছি , ডাউনলোড হতে থাকুক, আমি জুমার নামায পরে আসি।

Level New

ভাই অত্যাধিক ধন্যবাদ ভাষায় প্রকাশ করার মত না।******(3d animationএর ভুবন গড়বো সবাই মিলে তার অর্থ হলো সবাই মিলে হোক সে normal user or advanced, কারন আমি মনে করি সবাই পারবে)******************
আপনাকে সব সময় আমাদের মত নতুন ব্যাবহারকারী পাশে চাই,আসা করি পাব আপনাকে।

ya raj, আমি আসলে এ পর্যন্ত কাজের যে পরিধী তৈরি করেছি বা করছি সব নিজ চেষ্টায়, কারো কাছেই কোন সাহায্য পাই নি শুধু পেয়েছি বিভ্রান্ত মন্তব্য, আমি ভালই জানি নবীনদের কি দশা বা কষ্ট, যাক আশা অনেক বড়, দেখা যাক চেষ্টার ফল কি হয়, ইনশাআল্লাহ চেষ্টা করে যাব।

অহনাব আপনি idm used করেন, download-এর জন্য এটা best.

RUBEL vai …………………….. help me ..
আমি একটু সমস্যাতে রয়েছি আমার কাছে একটা ১০০ ডলারের লেপটপ আছে সেটাতে আমি উইন্ডোজ দিতে পারেতেছি না।
আমি টেকটিউনস নতুন পরতেছি হঠাত https://www.techtunes.io/open-source/tune-id/8188/ এই টিউনটি দেখে মনে হল
লেপটপটি আবার চালাতে পারব কিন্তু একজন আমাকে বল্ল যে এই Sugar on a stick অপারেটিং সিসেটম কোন কাজের না এটাতে
উইন্ডোজের কোন ফাইল ইন্সটল করা যায় না এবং তাই কোন গান দেখা বা গেমস খেলা , পটোশপের কাজ কোনটাই সম্বভ না ।
rubel ভাই আপনার যদি যানা থাকে একটু বলবেন কথাটা কি সত্য আর এ উইন্ডোজ দিয়ে কি করা যায় আর কি করা যায় না। ভাই
যানা থাকলে দয়া করে জানান। যদি অন্য কারো যানা থাকে দয়াকরে আমাকে ইনফরেমসন গুলো দিন।
[email protected]
01675246292

    নেগ্রোপন্টের ল্যাপটপে তো লিনাক্স অপারেটিং সিস্টেম বিল্ট ইন দেওয়া আছে। লিনাক্স ব্যবহার করলে সমস্যা কোথায়?

ধন্যবাদ সবার কথা মাথায় রাখার জন্য এবং
অনেক সময় ব্যয় করে আমাদের জন্য টিউটোরিয়াল তৈরী করার জন্য।
3D ম্যাক্সের টিউটোরিয়াল শিগ্রই পাব আশাকরি।

ভালো পোস্ট। নতুনদের কাজে লাগবে।
“আমি যেই মিশনে আগাচ্ছি তার মুল vision হলো সকলকে তৈরি করার চেস্টা করা। জানিনা কতটা সারা পাবো তবে আমি চেস্টা করবো।

3d animationএর ভুবন গড়বো সবাই মিলে তার অর্থ হলো সবাই মিলে হোক সে normal user or advanced, কারন আমি মনে করি সবাই পারবে।কি কোনো সন্দেহ আছে?”
বিস্তারিত বললে ভালো হতো।

Level 0

এই পোস্টের http://www.somewhereinblog.net/blog/asomoy/29122761
৪১ এবং ৪২ নং মন্তব্য দেখুন (লেখকের মন্তব্য বাদে মন্তব্য নাম্বার দেয়া হয়েছে) সেই হুজুর সা: এর ব্যঙ্গ করেছে। তার উপযুক্ত বিচার চাই

ভাই অনেক ভাল হয়েছে অনেক ধন্যবাদ

ধন্যবাদ আপনাকেও