ফ্লাশ ড্রাইভ থেকে উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ ৭ ইনন্সল (কোন সফটওয়্যার ছাড়া)

যা যা লাগবে

  • একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+)
  • ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে)
  • ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার

প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা

এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)।

  • ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন।
  • এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)।

select

  • কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন।

diskpart
list disk

command

ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1

  • এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন।

select disk 1
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS
assign
exit

সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।

দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা

এই ধাপে আমরা bootsect কমান্ড ব্যবহার করবো যা উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কে আছে (আমি অনুমান করছি যে আপনারা আগের কমান্ড উইন্ডো বন্ধ করেন নি)।

  • আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কটি ড্রাইভে প্রবেশ করান (হতে পারে তা সত্যিকারের ডিস্ক আবার হতে পারে virtual ডিস্ক)।
  • কমান্ড প্রমপ্টে ডাইরেক্টরি পরিবর্তন করে ডিভিডি ড্রাইভের বুট ডিরেক্টরি তে যান (আমার ডিভিডি ডিস্ক হচ্ছে G:)

g:
cd g:\boot

  • এখন আমরা bootsect কমান্ডটি ব্যবহার করবো (আমি ধরে নিচ্ছি আপনার ফ্লাশ ড্রাইভটি হচ্ছে h। নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন:

bootsect /nt60 h:

  • এখন আপনি কমান্ড প্রমপ্ট বন্ধ করতে পারেন, কমান্ড প্রমপ্টের কাজ শেষ।

তৃতীয় ধাপ: ইন্সটলেশন ডিস্ক থেকে ফাইল কপি করা

আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কের সবকিছু কপি করে আপনার সদ্য তৈরী করা ফ্লাশ ড্রাইভে পেস্ট করে দিন। ব্যস আপনার বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।

চতুর্থ ধাপ: বায়োসকে ইউ এস বি ডিস্ক থেকে বুট করার জন্য সেট করা

বিভিন্ন বায়োসের সেটিং বিভিন্ন রকম, তাই আপনার বায়োসে ঢুকে আপনি সেট করে নিন।
আর যদি কিভাবে উইন্ডোজ ৭ ইনন্সল করতে হয় তা না জানেন তাহলে হাসিব সাহেবের টিউন থেকে সাহায্য নিতে পারেন। ক্লিক করুন এখানে

আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুমম
ভাল টিউন…….
ধন্যবাদ……….

টিউনটা ভালই মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে,তবে উইন্ডোজ এক্সপিতে চার জিবি ফ্লাশ ড্রাইভ না লাগার কথা কি মনে করেন?আর আপনিকি এই পদ্ধদিতে ট্রাই করেছেন?.

    ভাই, আমি তো এখানে কোথাও এক্সপির কথা বলি নি।

    দুঃখিত ভাই আমি মনেকরেছিলাম এক্সপিও হবে,আপনি এক্সপির কথা বলেননি ঠিক আছে এটা আমি নিজে থেকেই জানতে চেয়ে ছিলাম.

How i set Bious settings . Plz. Tell me detail. Ok.

কমান্ডের ঝামেলা ছাড়াই এটা করা যায়।
এখানে দেখুন

ধন্যবাদ ভাল লাগল। আমার কাছে খুবই এক্সপার্ট জিনিস মনে হলো। কিন্তু আমিতো XP চালাই XP জন্য যদি পেতাম! থাকলে টিউনস করুন তবে দেখে নিবেন পুর্বে টিউনস হয়েছে কিনা, আমি এখনি একবার খুজে দেখতাছি।

ভাইয়া আপনি ফ্লাস ড্রাইভ বলতে কী বুঝিয়েছেন একটু বলবেন, আমি আসলে ঠিক বুঝতে পারছি না।

    আমি বলছি ডিজিটাল উন্মাদ ভাই বুঝাতে চেয়েছেন ঐটা যেটার ডাটা কেবলের মত মাথা কিন্তু লেজ নাই, আর ডাটা কেবলের মত উদার না সব নিজেই রাখে, মানুষ পকেটে রাখে কিন্তু কলম না, তবে সবাই কলম বলে ডাকি, আর ওকে ছারা কারো চলেনা। Just Fun.

আমার এই পোষ্ট আপনার কেমন লাগে জানাবেন…
https://www.techtunes.io/tutorial/tune-id/22933/

হাহাহা, সাইদ ভাই তো ফ্লাশ ড্রাইভের কঠিন বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে

খুব ভাল টিউন।ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

Dear sir/madam, Help me and inform me please about the way of finding country of IP address.