এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)।
diskpart
list disk
ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1
select disk 1
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS
assign
exit
সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।
এই ধাপে আমরা bootsect কমান্ড ব্যবহার করবো যা উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কে আছে (আমি অনুমান করছি যে আপনারা আগের কমান্ড উইন্ডো বন্ধ করেন নি)।
g:
cd g:\boot
bootsect /nt60 h:
আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কের সবকিছু কপি করে আপনার সদ্য তৈরী করা ফ্লাশ ড্রাইভে পেস্ট করে দিন। ব্যস আপনার বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।
বিভিন্ন বায়োসের সেটিং বিভিন্ন রকম, তাই আপনার বায়োসে ঢুকে আপনি সেট করে নিন।
আর যদি কিভাবে উইন্ডোজ ৭ ইনন্সল করতে হয় তা না জানেন তাহলে হাসিব সাহেবের টিউন থেকে সাহায্য নিতে পারেন। ক্লিক করুন এখানে
আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
হুমম
ভাল টিউন…….
ধন্যবাদ……….