Google Authorship – Search Result এ আপনার সাইটের লিংক এর সাথে আপনার নিজের ছবি দেখুন!

যারা প্রায়ই Google এ সার্চ করে থাকেন তারা বিষয়টা অবশ্যই লক্ষ্য করে থাকবেন। সার্চ করলে মাঝে মাঝে রেজাল্টের সাথে লেখকের ছবি সহ চলে আসে। এটা শুধু Google এ সার্চ করলেই দেখতে পাবেন। বিং বা ইয়াহুতে এখনো বিষয়টি চালু হয়নি। আজ থেকে ঠিক বছর দুয়েক আগে গুগল এই সেবাটি চালু করে। এবং এর নাম দেয় Google Authorship Program.

Google Authorship Program আসলে কি? 

খুবই সাধারণ ব্যাপার। ধরুন আপনার একটা সাইট আছে। হতে পারে ব্লগার বা ওয়ার্ডপ্রেস। এখন ঐ সাইটটি যদি আপনি একটা জিমেইল আইডি দ্বারা পরিচালনা করেন এবং ঐ একই জিমেইল আইডি দিয়ে যদি আপনার Google + Profile এনাবল করা থাকে তাহলেই হয়ে গেল। অবশ্য আরেকটা ব্যাপার আছে। আপনার সাইটের লিংকটি Google+ Profile এ দেয়া থাকতে হবে। তাহলেই দেখবেন আপনাকে Search Result এ শো করছে। নিচের ছবিটি খেয়াল করুন:

মজার ব্যাপার হল আমাকে কিন্তু এটা এনাবল করতে হয়নি! কারণ আমি যেহেতু Blogger ব্যবহারকারী, Google+ Profile এনাবল করা, Site এর লিংক Profile এর সাথে কানেক্ট করা, তাই Automatically আমি এটা পেয়ে গেছি। (আরে অনেকেই পেয়ে গেছে)

এবার দেখি কি করে আপনার সাইটের জন্য এটা Active করবেন: (যারা Already এটা পেয়ে গেছেন তাদের আর এসব ধাপ অনুসরণ না করাই ভাল! ভুল হলে আমার মত বিপদে পড়ে যাবেন। যখন Enable থেকে Disabled হয়ে যাবে!)

প্রথমে নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করুণ: 

  • আপনার পরিচয় সনাক্ত করা যায় এমন একটা ছবি সহ Google+ Profile থাকতে হবে।
  • আপনার সাইটের post এর শেষে অবশ্যই by line থাকতে হবে। যেমন- Posted by Abdur Rahaman.
  • Google+ Profile এর নামের Spelling আপনার সাইটে ব্যবহার করা নামের সাথে Exactly Same হতে হবে।
  • Google+ Profile এর Email, আপনার সাইটের Email এর সাথে Exactly Same হতে হবে।
এখানেই শেষ নয়। আরো কাজ বাকি আছে!
  • এবারে দয়া করে চলে যান আপনার G+ Profile এ
  • সেখান থেকে About
  • এখানে আপনার সম্পর্কে  অনেক তথ্য দেখতে/ পরিবর্তন করতে পারবেন। সোজা Links এ চলে যান।
  • তারপর দেখুন Contributor To অপশন (নিচের ছবিটা লক্ষ্য করুণ)
  • আপনার সাইট এর Title আর URL এখানে বসিয়ে দিন। শেষ!
তারপর কয়েকদিন অপেক্ষা করুন গুগল এটাকে নিজের মেমেরীতে নিয়ে নেবার জন্য। কপাল ভাল হলে হয়তোবা সাথে সাথে বা পরদিনই একটিভ অবস্থায় পাবেন। আরেকটা কথা- আপনার ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করে নিন। তা না হলে হয়তোবা Google ইনডেক্স করে ফেললেও আপনার ব্রাউজার ছবি দেখাবে না।

এর আগে লিখেছিলাম এখানে-

Google Authorship: Show Yourself in the Search Result !!

 

ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। Techtunes এর নানা রকম বাহারি এড সাইট টিকে যথেষ্ট পরিমাণে ভারি করে রাখে। ঠিক আছে সেটা ব্যাপার না। এড থাকতেই পারে। কিন্তু লেখার শুরুতেই যে ৩০০ বাই ২৫০ ব্যানার এড টা আসে সেটা একদম জঘন্য। এটাকে কি একটু আগে পরে করা যায় না? এটাকে পোস্টের একদম মাঝখানে দেখালেও ভাল হত।

এখন এটা বলতে গেলেই শুনতে হবে- আপনি ব্লগের নিয়ম না মানলে ব্যবহার করা থেকে বিরত থাকুন! কারণ অনিয়মই এখানকার নিয়ম! (I can't but sorry to say) 

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার blogger.com এ একটি ব্লগ সাইট আছে, সবই ঠিক আছে, কিন্তু google এ সার্চ আমি আমার সাইটটিকে পাইনা। প্লীজ দয়া করে বলবেন কি করলে আমি আমার সাইটটিকে google সার্চ করলে পাব?

    Level 0

    @kamrulbhuiyan:
    Kamrul ভাই। আপনাকে একটা বাস্তব উদাহরণ দেই। apkvolt এর comment টা দেখেন। উনি যে কাজটা করেছেন সেটা হল ব্যাকলিংক। আপনাকেও এমনটা করতে হবে।
    কিন্তু ওনার সিস্টেমটা একদম অবৈধ। ওনারটা সরাসরি স্প্যামিং।

    কিন্তু মি. আসলাম এর লিংক দেবার সিস্টেম টা দেখুন। ওনার টা হল সঠিক পদ্ধতি। এমন একটা কমেন্ট করেছেন যেটা কারো কাজে লাগতে পারে।

    এছাড়া আরো অনেক কাজ আছে। আপনার সাইট টা শেয়ার করেন। দেখি ওটার কি অবস্থা। তারপর বলা যাবে কি করা উচিৎ।

Level 0

আপনার সেই ব্লগ সাইটটির ঠিকানা জানতে চাচ্ছি। আর সমাধান আজ দিতে পারব না।
This is midnight. আমার আব্বু যদি টের পায় আমি এখনো সজাগ তাহলে আমাকে গুল্লি করবে 🙂

Level 0

সবার আগে ফলোয়ার বাড়াতে হবে । এই পোস্টে আমার একটা কমেন্টস আছে এটা দেখলেও কিছুটা বুঝবেন। https://www.techtunes.io/help-ask/tune-id/161555
“Google+ Profile এর Email, আপনার সাইটের Email এর সাথে Exactly Same হতে হবে।” হে হে ! এটা আপনাকে কে বলল ?
http://www.panoramio.com/user/3818954 এটা তো গুগলের একটা সাইট, এর ইমেইল আর আমার ইমেইল কি এক ? তার চেয়ে আসল কথা হল- আমার গুগল প্রোফাইলের ইমেইল আর প্যানারামিও প্রোফাইলের ইমেইল ভিন্ন !

    Level 0

    @Aslam: http://www.panoramio.com/user/3818954 এই লিংকটি কপি করে গুগলে সার্চ দিন তাহলেই বুঝবেন।

    Level 0

    @Aslam:
    কে আর বলবে ভাই? আমি তো কথা বা নিয়ম বানাই না। এটা Google ই বলেছে! 🙂

    আর Exactly Same না হলে অনেক ঝামেলা আছে। একই না হলে তখন আরো খুটিনাটি কাজ করতে হবে। তার চেয়ে আপনার জিমেইল আইডি দিয়ে কাজটা সহজে সেরে ফেলাটাই কি ভাল না?

    সবার বুঝার সুবিধার্থে প্রথম কথাটা এভাবেই বলা ভাল- Exactly Same. আর Same না হলে সেক্ষেত্রে আপনাকে আবার Email সাবমিট করতে হবে। আর সেগুলোর ফলাফল সবসময় ঠিকমত নাও আসতে পারে।

    এটা নিয়ে বিস্তারিত লিখলে কয়েক হাজার ওয়ার্ড লাগবে। তার চেয়ে ভাগ ভাগ করে লেখাই ভাল। আগে লিখেছি কিভাবে Authorship Active করা যায় সেটা নিয়ে। পরবর্তীতে হয়ত Authorship কাজ না করলে কি করতে হয় সেটা নিয়ে লিখব।

    তাই আগে ভাগেই এত ব্যস্ত হবার কিছু নেই।

    আশা করি Exactly Same লেখার কারণটা বুঝতে পেরেছেন।

    Level 0

    @Aslam:
    আরেকটা কথা। এটা হল ছবি বিষয়ক একটা সাইট। এখানে সার্চ দিলে স্বাভাবিক ভাবেই আপনার ছবি আসতে পারে। এর সাথে WordPress/ Blogger এর Authorship এর মিল খুজতে যাওয়াটাই বোকামি।

    কারণ Google এর Authorship পেজ এই এটা বলা আছে Exactly Same হতে হবে। অথবা আপনাকে তাদের কাছে ভিন্ন Email Submit করতে হবে।

    শুধু ইমেইল না। আপনার নামও Exactly Same হতে হবে।

    তারপরো যদি বলেন যে Exactly Same হওয়া লাগবে না বা বিশেষ কিছু না করেই আপনি Authorship এনাবল করতে পারেন তাহলে প্রমাণ সহ এখানে লিংক দিয়ে দিবেন তাহলে বুঝতে পারব আমার বা Google এর কোথাও একটা ভুল হচ্ছে! 😉