যারা প্রায়ই Google এ সার্চ করে থাকেন তারা বিষয়টা অবশ্যই লক্ষ্য করে থাকবেন। সার্চ করলে মাঝে মাঝে রেজাল্টের সাথে লেখকের ছবি সহ চলে আসে। এটা শুধু Google এ সার্চ করলেই দেখতে পাবেন। বিং বা ইয়াহুতে এখনো বিষয়টি চালু হয়নি। আজ থেকে ঠিক বছর দুয়েক আগে গুগল এই সেবাটি চালু করে। এবং এর নাম দেয় Google Authorship Program.
Google Authorship Program আসলে কি?
খুবই সাধারণ ব্যাপার। ধরুন আপনার একটা সাইট আছে। হতে পারে ব্লগার বা ওয়ার্ডপ্রেস। এখন ঐ সাইটটি যদি আপনি একটা জিমেইল আইডি দ্বারা পরিচালনা করেন এবং ঐ একই জিমেইল আইডি দিয়ে যদি আপনার Google + Profile এনাবল করা থাকে তাহলেই হয়ে গেল। অবশ্য আরেকটা ব্যাপার আছে। আপনার সাইটের লিংকটি Google+ Profile এ দেয়া থাকতে হবে। তাহলেই দেখবেন আপনাকে Search Result এ শো করছে। নিচের ছবিটি খেয়াল করুন:
মজার ব্যাপার হল আমাকে কিন্তু এটা এনাবল করতে হয়নি! কারণ আমি যেহেতু Blogger ব্যবহারকারী, Google+ Profile এনাবল করা, Site এর লিংক Profile এর সাথে কানেক্ট করা, তাই Automatically আমি এটা পেয়ে গেছি। (আরে অনেকেই পেয়ে গেছে)
এবার দেখি কি করে আপনার সাইটের জন্য এটা Active করবেন: (যারা Already এটা পেয়ে গেছেন তাদের আর এসব ধাপ অনুসরণ না করাই ভাল! ভুল হলে আমার মত বিপদে পড়ে যাবেন। যখন Enable থেকে Disabled হয়ে যাবে!)
প্রথমে নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করুণ:
এর আগে লিখেছিলাম এখানে-
ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। Techtunes এর নানা রকম বাহারি এড সাইট টিকে যথেষ্ট পরিমাণে ভারি করে রাখে। ঠিক আছে সেটা ব্যাপার না। এড থাকতেই পারে। কিন্তু লেখার শুরুতেই যে ৩০০ বাই ২৫০ ব্যানার এড টা আসে সেটা একদম জঘন্য। এটাকে কি একটু আগে পরে করা যায় না? এটাকে পোস্টের একদম মাঝখানে দেখালেও ভাল হত।
এখন এটা বলতে গেলেই শুনতে হবে- আপনি ব্লগের নিয়ম না মানলে ব্যবহার করা থেকে বিরত থাকুন! কারণ অনিয়মই এখানকার নিয়ম! (I can't but sorry to say)
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
ভাই আমার blogger.com এ একটি ব্লগ সাইট আছে, সবই ঠিক আছে, কিন্তু google এ সার্চ আমি আমার সাইটটিকে পাইনা। প্লীজ দয়া করে বলবেন কি করলে আমি আমার সাইটটিকে google সার্চ করলে পাব?