প্রথমে ফটোশপে একটি নতুন ডকুমেন্ট খুলুন
এরপর ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন এবং গ্রেডিয়েন্ট টুল দিয়ে প্রয়োজনমত ড্রাগ করে একটি কালার দিন।
এবার filter>distort>wave দিন।
এবার উপরের চিত্র অনুযায়ী সব কিছু করে ওকে দিন ।
আবার filter>distort>polar coordinates দেওয়ার পর ওকে করুন।
এই প্রজেক্ট এর সম্পূর্ন ভিডিও টিউটেরিয়াল এর লিংক দিলাম ডাউনলোড করুন
আজকের মত এখানেই শেষ সবাইকে ধন্যবাদ।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একে বলে “Retro” ইফেক্ট! অনেক দিন ধরে এমন একটা টিউন খুজছিলাম! ধন্যবাদ টিউনের জন্য!