সকলকে আমন্ত্রন আমার টিউনে,
গান ভালোবাসে না এমন লোক খুজে পাওয়া কঠিন, আর গানকে সুন্দর করে তুলতে গিটারের তুলনা নেই। আমাদের অনেকের হয়তো গিটার কিনে গিটার শেখা সম্ভব না। আবার কারো কাছে গিয়ে গিটার শেখাটাও অনেক জামেলার এবং প্রচুর সময় দিতে হয়। কিন্তু আপনার কম্পিউটার থাকতে এতো জামেলার কি দরকার এবার নিজেই শিখে ফেলুন ছোট একটি সফটয়্যার দিয়ে। তাছাড়া আজকাল মিউজিকে সফটয়্যারের ব্যবহার হচ্ছে ব্যাপকহারে। গিটার অনেকেরি হয়তো ভালো লাগে, লাইভ শো তে পারফর্ম দেখে হয়তে আপনারও ইচ্ছে জাগতে পারে গিটার বাজাতে। বা অনেক গানেই গিটারের কারুকার্য দেখে হয়তো আপনি মুগ্ধ হয়ে থাকেন। সফটয়্যার দিয়ে গিটার শিখার দারুন একটি সফটয়্যার দিব আজ আপনাদের সিরিয়াল কী'সহ।
সফটয়্যারটির নাম হলো গিটার প্রো ৫.২ এটি গিটার প্রো'র লেটেষ্ট ভার্ষন যা গিটার শেখার ক্ষেত্রে ভালো ভুমিকা রাখতে পারে।
নিচের লিঙ্ক থেকে সিরিয়াল কী'সহ ডাউনলোড করে নিন মাত্র ১১ মেগাবাইটে।
সফটয়্যারটি ইন্সটল করার পর আপনার কম্পিউটারের স্টার্ট থেকে প্রোগ্রাম অপশনে গিটার প্রো ফোল্ডারে ইউজার গাইড দেখে নিতে পারেন। অথবা English User Manual এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন বা সফটয়্যারের হোম পেজটি ভিজিট করতে পারেন
Youtube এ এই লিঙ্কটি থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন এছাড়া অনেক টিউটোরিয়াল ভিডিও ফাইল পাবেন তা থেকে দেথে নিতে পারেন কোন সমস্যা হলে।
বাংলা গানের গিটার কর্ড ও ট্যাব পাওয়া যায় এ রকম অনেক সাইট আছে।banglachord সাইটি থেকেও আপনি কর্ড ও ট্যাব সংগ্রহ করতে পারেন।
যারা গিটার শিখতে আগ্রহী আশা করি তাদের কাজে আসবে সফটয়্যারটি। সবাই ভালো থাকবেন সেই শুভ কামনা সবসময়।
শুভ কামনায়
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন । ধন্যবাদ