প্রত্যেক বাইক চালকেরই বাইক চালানোর কিছু কারণ থাকে । কেউ তাদের বাইক স্টান্টের জন্য ব্যাবহার করে কেউবা যাতায়াতের জন্য ব্যাবহার করে আবার কেউবা ভ্রমণের জন্য তাদের বাইক ব্যাবহার করে । উদ্দেশ্য যাই হোক সকলেই চাই বাইকে চড়ার সময় তাদের বাইকের সাথে ছবি তুলতে । আমিও ভ্রমণের সময় একটি ক্যামেরা হোল্ডারের অভাব অনুভব করেছি কারণ সব জায়গায় থেমে থেমে ছবি তোলা অনেক সময় সম্ভব হয় না। যদি আমার বাইকে একটি ক্যামেরা হোল্ডার থাকত তাহলে আমি আমার ক্যামেরাটিকে সেখানে স্থাপন করে অনেক সুন্দর সুন্দর ছবি ও ভিডিও করতে পারতাম ।
এরপর আমি ইন্টারনেটে অনেক ক্যামেরা হোল্ডার খুঁজে পেলাম কিন্তু সেগুলো ছিল অনেক দামী কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম যা একই সাথে কম দামী, দীর্ঘ স্থায়ী ও বাংলাদেশে পাওয়া যাবে । তারপর আমি একটি ওয়েবসাইটে খুঁজে পেলাম যেখানে একজন এমন একটি ক্যামেরা হোল্ডার বানিয়েছে যেটা বানানোর সকল উপকরণই সাধারন দোকানে পাওয়া যাবে এবং বানাতে অনেক কম টাকা লাগবে । তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার বাইকের জন্যও এরকম একটি বানাব এবং তা সকলের সাথে শেয়ার করব । এই ক্যামেরা হোল্ডারটি বানাতে ১০০ টাকারও কম খরচ হবে । এখানে আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে বর্ণনা করব ।
ধাপ-১
প্রথমেই আপনার একটি ভালো স্যানিটারি ও হার্ডওয়্যার এর দোকান খুঁজে নিতে হবে । সেখান থেকে আপনার নিচের জিনিসগুলো কিনতে হবে ।
১. একটি ১/২’’ পিভিসি T কানেক্টর
২. একটি ১/২’’ প্লাগ
৩. একটি লম্বা স্ক্রু (আপনার যত লম্বা প্রয়োজন আমি কিনেছি ৪’’ লম্বা) সবচেয়ে ভালো হয় আপনার ক্যামেরা নিয়ে দোকানে গেলে এতে আপনি আপনার প্রয়োজনমত স্ক্রু কিনতে পারবেন ।
৪. এক জোড়া ১’’/১.৫’’ হোস ক্ল্যাম্প
এই জিনিসগুলর সাহায্যে ক্যামেরা হোল্ডারটিকে আপনার বাইকের যেকোন জায়গায় স্থাপন করতে পারবেন। এগুলো কিনতে আমার ৮৫ টাকা খরচ হয়েছে ।
ধাপ-২
ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে T কানেক্টরটিকে দুই টুকরা করুন ।
ধাপ-৩
ড্রিল মেশিনের সাহায্যে প্লাগটিতে একটি ছিদ্র করুন । ছিদ্রটি সোজা এবং স্ক্রুটিকে ধরে রাখার মত হতে হবে । আপনার স্ক্রু অনুসারে ছিদ্রটি করুন ।
ধাপ-৪
স্ক্রুটিকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে স্থাপন করুন ।
ধাপ-৫
এখন সৌন্দর্য বর্ধনের জন্য আপনি এতে যেকোন রঙ লাগাতে পারেন ।
ধাপ-৬
সবকিছু করা শেষ এখন এটা আপনার বাইকে স্থাপন করতে হবে । এটা বাইকে স্থাপন করা খুবই সহজ । আশা করি ছবি দেখে যে কেউ এটা বাইকে লাগাতে পারবে ।
আমার বাইকে এটা আমি পিছনের ফুটপ্যাগ বারে লাগিয়েছি । আপনি এটা যেকোন জায়গায় লাগাতে পারেন ।
এখন এটাকে পরীক্ষা করে দেখতে হবে । আমি অল্প দূরত্বে চালিয়ে এটা পরীক্ষা করে দেখেছি । ভিডিও রেকর্ডিং চালু করে আপনি এখানে যে কোন ক্যামেরা স্থাপন করতে পারেন ।
আজ এ পর্যন্তই । আপনার মোটরসাইকেলের জন্য ক্যামেরা হোল্ডার তৈরী করুন এবং উপভোগ করুন । আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞেস করুন ।
আমি suvrosen007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাটাফাটি টিউন! 😀
এই ধরনের টিউন নিয়মিত চাই। ভালো কথা, আপনি কোন বাইক চালান? 🙂