ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব – ১ )

আমি আগে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগেই ব্লগিং করতাম । এটা আমার প্রথম ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্লগ । আমি আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন কিছুই জানতাম না আগে । তবে এখন সব শিখে গেছি । আশা করি আপনাদের ও ভাল লাগবে । আমি আজ ওয়ার্ডপ্রেস সম্পর্কে বলব ।

ওয়ার্ডপ্রেস ডট অর্গ কি ?

  • এটা একটি ব্লগিং প্লাটফর্ম ।
  • আপনি এটা দিয়ে একটা সুন্দর ব্লগ তৈরি করতে পারবেন ।
  • আপনি এটাতে অ্যাড দিতে পারবেন ।
  • এটা আপনার হোস্টিং সার্ভারে ইনস্টল করে তারপর ব্যবহার করতে হয় ।

    এটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

    আপনি যদি সিপ্যানেল হোস্টিং করেন , তাহলে এটা ইন্সটল করা আরো সোজা ।

    কি কি প্রয়োজন হবে ?

  • আপনার হোস্টিং সার্ভারে wordpress-9-2-2.zip অথবা অন্য ভার্সনের একটা সফটওয়্যারের .zip ফাইল টি আপলোড করুন ।
  • unzip করার যে অপশন আছে , সেটা ইউজ করে এটা আনজিপ করুন ।
  • একটা ডেটাবেজ তৈরি করুন ।
  • নাম দিন wpblog .
  • আর এর ইউজার নেম দিন wpblog .
  • এরার আপনার MISQL ডেটাবেজ পাসওয়ার্ড টা জেনে নিন ।
  • প্রথম পর্বের কাজ শেষ ।
  • দ্বিতীয় পর্বে থাকছে কিভাবে ইনস্টল করবেন ।

    এখানে আগে প্রকাশিত

    Level 0

    আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    ইউজার নেম অন্য যে কোন দিলেও যে হবে সেটা দিলে ভাল হত অনেকের বোঝার জন্য। আর অবশ্যই তোমার টিউন খুবই ভালো হচ্ছে ধন্যবাদ তোমাকে। আমি তো মাঝে মাঝে খুবই আশ্চর্য হয়ে যাই এত অল্প বয়সের একটা ছেলে এত সুন্দর টিউন করে কিভাবে। আবারো ধন্যবাদ এবং আশা করব সামনে তুমি আরো ভালো টিউন করবে।

      কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ।

    খুবই কাজের টিউন । এমন টিউনই করবেন আশা করি।

    বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

    http://AllFreeVideo.tk

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

    তুমি একটা লিটল জিনিয়াস।
    শান্ত তোমার আরও অনেক ভালো টিউন আশা করি।