ওয়্যারলেস নেটওয়ার্কের মান উন্নয়নের ১০টি টিপস

উইনডোজ যদি weak signal নটিফিকেশন দেয় তাহলে বুঝতে হবে (সম্ভবত:) কানেকশন যতটা দ্রুতগতি সম্পন্ন হওয়ার কথা ছিল তা হচ্ছে না। ওয়্যারলেস নেটওয়ার্কের ভাল পারফমের্ন্স পেতে হলে নিচের ১০টি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

বেশ কয়েকটি পর্বে ওয়্যারলেস নেটওয়ার্ক সমন্ধে আলোচনা করে হয়েছে। প্রাথমিক আলোচনা,ডিভাইজ পরিচিতি, এডহক নেটওয়ার্ক কনফিগার করার উপর যে আলোচনা হয়েছে আশা করি তা থেকে ধারণা নিয়ে এ পর্বে যোগ দিলে ভাল হবে।

১. ওয়্যারলেস রাউটার (বা ওয়্যারলেস একসেস পয়েন্ট) কে কেন্দ্র রাখা

ওয়্যারলেস রাউটারকে আপনার নেটওয়ার্কের কেন্দ্রে রাখুন। রাউটার দেয়ালের অপর পাসে হলে ভিন্ন পদ্ধতি অনুসণ করুন।

২. দেয়াল বা ধাতব অবজেক্টের আড়াল থেকে রাউটার সরিয়ে ফেলা

দেয়াল বা ধাতব অবজেক্ট (যেমন-ফাইল কেবিনেট ইত্যাদি)'র আরাল থেকে রাউটার সরিয়ে রাখুন

৩. রাউটারের এন্টেনা পরিবর্তন করে নেয়া

omni-directional এন্টেনা সব দিকে সমান ভাবে সিগনাল প্রেরণ করে আর Hi-gain এন্টেনা নির্দিস্ট দিকে সিগনাল প্রেরণ করে।আপনি যদি দেয়ালের অপর পাসের কম্পিউটারের সাথে নেটওয়ার্ক করে থাকেন তাহলে এবং omni-directional এন্টেনা ব্যবহার করেন তাহলে অর্ধেক সিগনালই অপচয় হবে। সে ক্ষেত্রে Hi-gain এন্টেরা ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে।

৪. ওয়্যারলেস নেটওয়ার্ক এডাপটার পরিবর্তন করা

অনেক ক্ষেত্রে দেখা যায় - রাউটার খুব ভালভাবে তথ্য প্রেরণ করলেও নেটওয়ার্ক এডাপটার দূর্বল সিগনাল প্রেরণ করে। তাই ল্যাপটপে USB Hi gain wireless network adapter ব্যবহার করে দেখতে পারন।

৫. ওয়্যারলেস রিপিটার সংযোজনক

তারহীন রিপিটার খুব সহজেই নেটওয়ার্কের র‍েঞ্জ বৃদ্ধি করে।রাউটার আর কম্পিউটারের মাঝামাঝি রিপিটার সংযোজন করলেই চলে। Viewsonic,D-link,Linksys এবং Buffalo 'র ভাল ভাল রিপিটার পাওয়া যায়।

৬. ওয়্যারলেস চ্যানেল পরিবর্তন করা

একই ফ্রিকোয়েন্সিতে বাংলাদেশ ও ভারতের রেডিও চ্যানেল থাকলে কাছাকাছি স্টেশনের অনুষ্ঠান শোনা যায়। তেমনি একই চ্যানেল এ কয়েকটি ওয়্যারলেস নেটওয়ার্ক থাকলে তাও কনফ্লিক্ট করতে পারে। তাই চ্যানেল পরিবর্তনের মাধ্যমে নেটওয়ার্কের মান উন্য়ন করা যেতে পারে।

৭. অন্যান্য ওয়্যারলেস ডিভাইজের ইন্টারেকশন

কর্ডলেস ফোন এর নয়েজের কারনেও নেটওয়ার্ক ফল করতে পারে। তাই 2.4GHz ফ্রিকোয়েন্সীন কর্ডলেস ফোন ব্যবহার করা যাবে না।

৮. ড্রাইভার আপডেট ও ডিভাইজ আপগ্রট করা

নিমাতা প্রতিষ্ঠানগুলো সবসময়ই ড্রাইভার আপডেট করছে। উন্নত করছে তাদের ডিভাইজ । তাই নতুন পন্য ও সর্বশেষ ভার্নের ড্রাইভারই সেরা।
আপগ্রেট করা পদ্ধতি
উইনডোজ ৭ এ
Start-->All Program-->Windows Update-->Check for Update
উইনডোজ এক্স পি
Microsoft এর সাইটে গিয়ে আপডেট করে নিন।

৯. একই ভেন্ডর থেকে ইকুইপমেন্ট কেনা

একই নিমার্তা প্রতিস্ঠান থেকে সকল নেটওয়ার্ক পণ্য কিনলে খাল কাজ করে।

১০. ৮০২.১১বি থেকে ৮০২.১১জি এ আপগ্রেড

৮০২.১১জি সাধারনত ৮০২.১১বি এর পাচ গুন দ্রুত কাজ করে। নতুন পন্য কিনলে অবশ্যই ৮০২.১১জি পছন্দ করুন।


Source

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরে জোস হইছে

জট্রিলস হইছে বস চালাই যান

একই নিমার্তা প্রতিস্ঠান থেকে সকল নেটওয়ার্ক পণ্য কিনলে খালিকাজ করে- এই তথ্যটা ঠিক নয়, এ সম্পর্কে ভালো করে জানুন।
Wireless Standards – 802.11b 802.11a 802.11g and 802.11n
৮০২.১১জি সাধারনত ৮০২.১১বি এর পাচ গুন দ্রুত কাজ করে র ৮০২.১১জি এর চেয়ে অনেক গুন বেশী হল 802.11n
এর মধ্য 802.11n fastest maximum speed and best signal range. ধন্যবাদ।

জটিল টিপস। টিপসগুলো খুব কাজ দিবে।
বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk